ঢাকা বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

সরকারি আব্দুর রাজ্জাক কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত


শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা photo শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা
প্রকাশিত: ৩-১১-২০২২ দুপুর ৩:৪৪

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় সরকারি আব্দুর রাজ্জাক কলেজের ২০২২ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকাল ১০টায় উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খানেএর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সরকারি আব্দুর রাজ্জাক কলেজের অধ্যক্ষ মো. জহির উল্লাহ, ডামুড্যা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. মেহেদী হাসান রুবেল মাদবর, সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান মন্টি মাঝি ।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. জহির উল্লাহসহ বক্তব্য রাখেন- নির্বাহী অফিসার হাছিবা খান, প্রথম বর্ষের শিক্ষার্থীরা ও বিদায়ী শিক্ষার্থীবৃন্দ।

বক্তারা শিক্ষার্থীদের পূর্বের স্মৃতিচারণ করে ভবিষ্যতে দেশের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে অনুরোধ জানান এবং পরীক্ষার্থীদের জন্য দিকনির্দেশনা মূলক বক্তব্যে সম্মানীত অতিথিগণ এইচএসসি পরীক্ষার্থীদের সার্বিক প্রস্তুতি ও পরীক্ষার সময় মেনে চলতে হবে এমন সব নিয়ম-কানুন নিয়ে কথা বলেন।

এ সময় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান  বলেন, বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা শিক্ষায় ব্যাপক উন্নয়ন করছেন। প্রতিটা ছেলে-মেয়েকে শিক্ষিত করার জন্য কাজ করছেন৷ তোমাদের জন্য আমাদের আকুল প্রার্থনা থাকবে তোমারা সফল হও। ভালোভাবে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সামনের দিকে এগিয়ে যাবে। আমরা আন্তরিকভাবে তোমাদের জন্য সাফল্য কামনা করছি।

সরকারি আব্দুর রাজ্জাক কলেজের অধ্যক্ষ মো. জহির উল্লাহ  অনুষ্ঠানে পরীক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, তোমরা যারা পরীক্ষা দিবে পরীক্ষা শুরু হওয়ার আগে ভালো ভাবে প্রশ্ন দেখবে। যে প্রশ্নটা ভালো পারবে সেটা আগে খাতায় লিখবে। পরীক্ষায় প্রতিটা প্রশ্ন লিখবে। কলেজের শিক্ষকরা যেভাবে শিখিয়েছেন সেগুলো স্মরনে রাখতে হবে। ভালো রেজাল্ট করতে হবে। আর অভিভাবকগণ আপানাদের সন্তানদের ভালো গাইড দেবেন। পরীক্ষার হলে গিয়ে শিক্ষার্থীদের মনোযোগ নষ্ট করবেন না৷

বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিলে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ডামুড্যা উপজেলা পরিষদের  মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী, সরকারি আব্দুর রাজ্জাক কলেজের  সহযোগী অধ্যাপক,প্রভাষক, শিক্ষকবৃন্দ,ডামুড্যা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও আমার রাজ্জাক সেচ্ছাসেবী সংগঠনের সমন্বয়ক মোঃ মেহেদী হাসান রুবেল মাদবর, সাবেক সাধারণ সম্পাদক ও আমার রাজ্জাক সেচ্ছাসেবী সংগঠনের সমন্বয়ক কামরুল হাসান মন্টি মাঝি,  কলেজের ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন সবুজ, সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন মিঠু, সিনিয়র সহ-সভাপতি তানজিম মাহমুদ লিখন, যুগ্ম-সাধারণ সম্পাদক সিমান্ত হোসেন প্রিয় হ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এমএসএম / জামান

আদমদীঘির কাঞ্চনপুর হাই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ

চট্টগ্রাম ৯ আসনে শামসুল আলমকে বিএনপি’র মনোনয়নের দাবি ১৫ সংগঠনের

গোপালগঞ্জে গ্রাম আদালত উন্নয়নে ডিএমআইই প্রশিক্ষণ অনুষ্ঠিত

সিরাজদিখানে প্রবাসীর স্ত্রী শিউলি আক্তারের রহস্যজনক মৃত্যু

ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সাবেক ছাত্রনেতাদের মতবিনিময়

নরসিংদীর চরাঞ্চলে খেয়াঘাটে টাকা আদায় নিয়ে সংঘর্ষ, আহত ১০

ভোলায় ৬৭৮ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

মহেশপুরে আলমসাধুর ধাক্কায় মোটরসাইকেল চালক কলেজ ছাত্র নিহত

ঠাকুরগাঁও-৩ আসনে বিএনপির মনোনয়ন পেলেন সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান

‎সংবাদ প্রকাশের পর ডালারপাড়ে অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসনসহ নৌপুলিশ

হাতিয়ায় ৬ হাজার ৪০০ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড

আল্লাহ ও রাসূলকে নিয়ে কটুক্তি করায় চাঁদপুরের পুরাণবাজারে বিক্ষোভ মিছিল

রায়গঞ্জে সেতুর অভাবে প্রতিদিনের যাতায়াত দুর্ভোগ, অর্ধলাখ মানুষের দুর্দশা