ঢাকা সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

মহম্মদপুরে ঐতিহ্যেবাহী বিহারী লাল শিকদার নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত


সাইফুল ইসলাম, শালিখা photo সাইফুল ইসলাম, শালিখা
প্রকাশিত: ৫-১১-২০২২ দুপুর ১১:১১

মাগুরা মহম্মদপুর উপজেলার মধুমতি নদীতে আবহমান গ্রাম-বাংলার ঐতিহ্যেবাহী বিহারীলাল শিকদার নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ড. শ্রী বিরেন শিকদার এর পৃষ্ঠপোষকতায়, মহম্মপুর উপজেলা ক্রিড়াসংস্থা এ মেলার আয়োজন করে। এ অনঞ্চলের ঐতিহ্যেবাহী এ মেলাকে ঘিরে মধুমতী নদীর এলাংখালী ঘাট এলাকা ও নদীর দুই ধারের প্রাই ৫/৬ কিলোমিটার এলাকা জুড়ে দোকান পাট ও বাহারি পন্যের পষরা সাজিয়ে বসে স্টল।মেলা প্রাঙ্গণে তৈরি করা হয়েছে বিশাল নৌকা আকৃতির মঞ্চ।পথে পথে সোভা পেয়েছে বাহারী তোরন বাৎসরিক এ নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করতে সকাল থেকেই শেখ হাসিনা সেতু সংলগ্ন মধুমতী নদীর পাদদেশে পার্শ্ববর্তী যশোর,নড়াইল, ঝিনাইদহ, ফরিদপুরসহ কয়েকটি জেলার বিভিন্ন শ্রেণিপেশার মনুষ ও এলাকার শিশু কিশোর-কিশোরীসহ সকল বয়সী নারী-পুরুষ নৌকা বাইচ প্রতিযোগীতা স্থলে জমায়েত হতে দেখা যায়। তাদের উপস্থিতিতে এলাকায় সৃষ্টি হয় এক আনন্দঘন ও উৎসবমূখর পরিবেশ। নিদিষ্ট দিনের পরও তিন থেকে চার দিন চলে গ্রামীন মেলা। উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দুপুর দুপুর ২টার সময় বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে মেলায় আগত নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মাগুরা ২ আসনের এমপি ড. শ্রী বিরেন শিকদার। উদ্বোধন শেষ এ মেলায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, পুলিশ সুপার মোঃ মশিউদ্দৌলা রেজা পিপিএম (বার), জেলা পরিষদের চেয়ারম্যান পংকচ কুন্ডু,জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ, মহাম্মদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল কাফি,ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান একে এম জাহিদুল হাসান, মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মান্নান, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল নিটন, প্রেস ক্লাবের সভাপতি বিপ্লব রেজা বিকো,মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ অসিত কুমার রায়,এবং মহম্মদপুর উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যাক্ষ মিজানুর রহমান মিলন। প্রতিযোগিতা শুরুর আগ মুহূর্তে মধুমতি নদীর দুই পাড়ে নামে লাখো মানুষের ঢল। উদ্বোধনের পরপরই সংগীতের তালে-তালে দাঁড়িয়াদের ছন্দময় দাঁড় নিক্ষেপে নদীর পানি ময়ূরপঙ্খির মতোই ঝিলমিল করে মধুমতির বুক জুড়ে। উল্লাসে মেতে উঠে নদী পাড়ের আমুদে দর্শক। বিহারী লাল শিকদার নৌকাবাইচ প্রতিযোগিতায় অংশ নেয় বিভিন্ন জেলা থেকে আসা ২৩টি নৌকা। টালাই এবং কালাই নামে গ্রুপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

এমএসএম / এমএসএম

চট্টগ্রামে রাস্তায় ৫০ হাজার অনিবন্ধিত সিএনজি, রাজস্ব হারাচ্ছে সরকার

কসবায় টাইফয়েড টিকা ক্যাম্পেইনের উদ্বোধন

কুষ্টিয়ায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাঁশখালীতে বেড়িবাঁধ ভাঙ্গণে ঝুঁকিতে হাজারো পরিবার, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়রা

ধামরাই প্রেস ক্লাবের নির্বাচন : সভাপতি তুষার, সম্পাদক আহাদ

সাপ্টিবাড়ী ডিগ্রি কলেজে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ, রফিকুল আলমের চাকরিচ্যুতি দাবিতে মানববন্ধন

তাড়াশে বিয়ে বাড়িতে চুরির ঘটনা

টুঙ্গিপাড়ায় শুরু হয়েছে টাইফয়েড ভ্যাকসিন টিকাদান কর্মসূচি

তেঁতুলিয়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

কোটি টাকা ব্যয়ে নির্মিত পর্যটন কেন্দ্র এখন মোহনগঞ্জের গলার কাঁটা

অভয়নগরে শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিতদের শপথ গ্রহণ

রাঙামাটিতে টাইফয়েড টিকাদান শুরু

শিবচরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ এর শুভ উদ্বোধন