চন্দনাইশে সমবায় দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের চন্দনাইশে পালিত হয়েছে ৫১তম জাতীয় সমবায় দিবস। আজ শনিবার (৫ নভেম্বর) সকালে উপজেলার কাশেম মাহবুব উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সমবায় পতাকা উত্তোলন ও র্যালির মধ্যদিয়ে কর্মসূচি শুরু হয়। পরে বিদ্যালয়ের হলরুমে উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয়ের যৌথ উদ্যোগ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাছরীন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ নজরুল ইসলাম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান আলহাজ আবদুল জব্বার চৌধুরী, বরকল ইউপি চেয়ারম্যান আবদুর রহীম। স্বাগত বক্তব্য রাখেন সমবায় কর্মকর্তা আবু মুহাম্মদ হাবিবুল্লাহ।
আকতার সানজিদা জাফর পপির সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- খাজা আজমীর অটোরিক্সা মালিক সমিতির সভাপতি আকতার হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, কাজী সাইফুল ইসলাম জীবন, ইউসুফ আলী বাবুল, ওয়াসিম উদ্দিন প্রমুখ।
এ সময় অতিথিরা বলেন, সমবায়ের মাধ্যমে কৃষিক্ষেত্রে উন্নয়ন বিল্পব ঘটানো সম্ভব। যদি কৃষিক্ষেত্রে সমবায়ের ভূমিকা রাখতে পারে তাহলে বঙ্গবন্ধুর সুজলা সুফলা, শস্য শ্যামলা সোনার বাংলা গঠন করা সম্ভব হবে। তার জন্য জনগণকে সমবায়ের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান তারা।
এমএসএম / জামান