ডিসিকে দিয়ে অভিযোগ তদন্ত করানোর নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
নেত্রকোনার জেলা প্রশাসককে (ডিসি) দিয়ে অভিযোগ তদন্ত করিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে এক স্কুল শিক্ষিকার নিকট থেকে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে মামুন কৌশিক (৩২) নামে যুবকের বিরুদ্ধে। তিনি জেলার বারহাট্টা উপজেলার দক্ষিণ ডেমুরা গ্রামের মৃত আবুল কাশেম ওরফে বুদু মিয়ার ছেলে।
এ ঘটনায় বিচার চেয়ে গত রবিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী নাসিমা। এতে মামুন কৌশিকসহ আরেকজনের বিরুদ্ধে ডিসির নাম ভাঙিয়ে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করেন তিনি।
ভ্ক্তুভোগী নাসিমা আক্তার মোহনগঞ্জ উপজেলার ধীতপুর গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী। নাসিমা নিজ উপজেলায় ইসলামী ফাউন্ডেশেন পরিচালিত একটি বিদ্যালয়ে শিক্ষকতা করেন। তারঁ স্বামী সাইফুল ইসলাম বারহাট্টায় একটি কোম্পানিতে বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত। সেই সূত্রে তারা বারহাট্টার ইসপিঞ্জাপুর এলাকায় বসবাস করেন।
ভুক্তভোগীর সাথে কথা বলে ও অভিযোগে জানা যায়, মোহনগঞ্জ উপজেলার মাঘান সিয়াধার ইউনিয়নের সংরক্ষিত (৭,৮,৯) ওয়ার্ডের নারী সদস্য রোজিনা আক্তার অতিদরিদ্রদের কর্মসংস্থানের জন্য ৪০ দিনের কর্মসূচিতে শ্রমিকের তালিকায় নাসিমার স্বামী সাইফুল ইসলামের নাম দিয়ে দেন। পরে গবাদি পশুর প্রনোদনা পাবে এমন আশ্বাসে সাইফুল ইসলামের কাছ থেকে তার ব্যবহৃত মোবাইলের সিম তুলে নেন রোজিনা। সে সিমের নগদ হিসাবে কর্মসূচির টাকা নানা বাহানায় বিলের নয় হাজার ২০০ টাকা নিজে তুলে নেন রোজিনা। পরে ভুক্তভোগী জানতে পারেন এই টাকা ৪০ দিনের কর্মসূচিতে শ্রমিকের মাটি কাটার বিল।
খবর নিয়ে নাসিমা আরও জানতে পারেন প্রতিবন্ধী ও চাকরিজীবীদের এ কর্মসূচিতে নাম দিয়ে টাকা তুলে নিচ্ছেন মেম্বার রোজিনা। পরেরবার স্বামীর মোবাইলে নগদ হিসাবে জমা হলে নয় হাজার টাকা সরকারি কোষাগারে ফেরত দিতে চান নাসিমা। এবিষয়ে স্থানীয় প্রশাসনে একটি লিখিত অভিযোগও করেন।
জেলা প্রশাসককে দিয়ে ওই অভিযোগের বিচার পাইয়ে দেওয়ার কথা বলে মামুন কৌশিক ভুক্তভোগীর কাছ থেকে ডিসির লোকজনকে দিতে হবে ও যাতায়ত বাবদ কয়েকবারে ১৮ হাজার টাকা নেন। এমনকি ডিসিকে দিয়ে কাছ করানোর প্রলোভনে আরো টাকার জন্য মামুন কৌশিকের স্ত্রী হাসি ভুক্তভোগীর মেয়ের কানের দোল বিক্রি করে টাকা দেওয়ার চাপ দেন। মামা কামাল তালুকদারও বিচার পাইয়ে দিতে নাসিমাকে সহায়তারও আশ্বাস দেন। কিন্তু এ পর্যন্ত সেই বিচার পাইয়ে কতদুল অগ্রগতি হয়েছে তার কিছুই জানেন না নাসিমা। তাগাদা দিলে নানা কৌশলে কালক্ষেপন করেন মামুন কৌশিক।
অভিযুক্ত মামুন কৌশিক বলেন, ‘এ রকম বিষয়ে আমি কারো সাথে যোগাযোগ ও কথাও বলনি। আমি নাসিমার কাছ থেকে টাকা নেব কেন, টাকা নেওয়ার প্রশ্নই উঠে না। আমি তিন-চার মাস আগে ডিসি স্যারের ওয়াটস অ্যাপ নাম্বারে বিষয়টি বলেছিলাম, তিনি অভিযোগ পেলে তদন্ত হবে জানান।’
আপনার (মামুন) ও নাসিমার সাথে ফোনে কথোপকথনে অভিযোগের অনেকাংশের সত্য পাওয়া হচ্ছে, আপনার স্ত্রী ভুক্তভোগীকে কানের দোল বিক্রির প্রস্তাব এবং কামাল তালুকদার সম্পর্কে আপনার কি হন প্রতিবেদকের এসব প্রশ্নে মামুন কৌশিক বলেন, ‘কামাল আপন মামা না, দূর সম্পর্কে মামা। তিনি (কামাল) টাকা নিয়েছেন কিনা জানা নাই। তাবে আমার সাথে লেনদেন হয়নি ও আমার স্ত্রীও এমনটি করেননি।’
নেত্রকোনার জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ বলেন, অভিযোগটি পেয়েই সাথে সাথে বারহাট্টা ইউএনওকে তদন্তের নির্দেশ ও তদন্তে প্রমাণ পেলে মামলা দায়েরের জন্য নির্দেশনাও দেওয়া হয়েছে। তবে অবৈধ কাজ করা ও উৎসাহিত করা উভয়েই সমান অপরাধি। এসব বিষয়ে সকলকে সচেতন থাকার আহবান জানান তিনি।
এমএসএম / এমএসএম
৩২ ঘণ্টা পর গর্ত থেকে উদ্ধার হওয়া শিশু সাজিদ মারা গেছে
গভীর নলকূপের পাইপে পড়ে যাওয়া শিশু সাজিদকে জীবিত উদ্ধার
চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট বাচ্চুকে শুভেচ্ছা জানালেন জিয়া মঞ্চ সিরাজগঞ্জ সদর থানার নেতৃবৃন্দ
শেরপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: জরিমানা আদায় ও ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ
কোটালীপাড়ায় সহকারী শিক্ষকের বিরুদ্ধে এন্তার অভিযোগ, তদন্তে এসে তোপের মুখে শিক্ষা কর্মকর্তারা
দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফায় কৃষকের উন্নয়ন স্পষ্ট—হাজী ইয়াছিন
মধুখালীতে ভোটকেন্দ্রের প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
সরিষার হলুদ ফুলে ছেয়ে গেছে, শালিখা'র বিস্তীর্ণ ফসলের মাঠ
বান্দরবানে অবৈধ কাঠ ডিপো ও চেরাই মিলে সেনাবাহিনীর অভিযানে কোটি টাকার অবৈধ কাঠ জব্দ.
বারহাট্টার সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী ডাঃ আনোয়ারুল হকের মতবিনিময়
টাঙ্গাইলে হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটির উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালন
কুমিল্লা জেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত