চন্দনাইশে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সাটিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ
চট্টগ্রাম চন্দনাইশে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে বদুরপাড়া রেডিসন কমিউনিটি সেন্টারে এ ডিজিটাল সাটিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাছরীন আক্তার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ নজরুল ইসলাম চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন- চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবদুল জব্বার চৌধুরী,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিমরান মোহাম্মদ সায়েক,সমাজ সেবা অফিসার মোহাম্মদ রাসেল চৌধুরী,উপজেলা মুক্তিযোদ্ধার কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাফর আলী হিরু,ডেপুটি কমান্ডার ফেরদৌস আলম খানসহ বীর মুক্তিযোদ্ধাগণ, সরকারি ভিবিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সাংবাদিকবৃন্দ।
এ সময় অতিথিরা বলেন, অনেক দেরিতে হলেও আমরা ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড হাতে পেলাম। শুধুমাত্র আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই এটা সম্ভব হয়েছে। অনুষ্ঠানে ১১২ জন জীবিত বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়।
এমএসএম / জামান