কক্সবাজার জেলা সদর হাসপাতালের দেশসেরা পুরস্কার অর্জন

‘মুজিববর্ষে স্বাস্থ্য খাত এগিয়ে যাবে অনেক ধাপ’ স্লোগানকে সামনে রেখে একধাপ এগিয়ে কক্সবাজার জেলা সদর হাসপাতাল জরায়ু মুখ ও স্তন ক্যান্সার স্ক্রীনিং ও চিকিৎসা কেন্দ্র হিসেবে ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল, কক্সবাজারের দেশসেরা পুরস্কার অর্জন করেছে।
দেশে তৃণমূল পর্যায়ে জরায়ু ও স্তন ক্যান্সার কমিয়ে আনার লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহায়তায় পরিচালিত বিএসএমএমইউর ইলেক্ট্রনিক ডাটা ট্র্যাকিংসহ জনসংখ্যাভিত্তিক জরায়ু মুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং কর্মসূচির ভায়া ও সিবিই ক্যাম্পে গত এক বছরে জেলা সদর হাসপাতালে প্রায় ৪২৭৫ জন নারীর পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। এরমধ্যে পজেটিভ ৪৫ জন এবং নেগেটিভ ৪ হাজার ২৩০ জন। এরছাড়া কলাস্কোকপি সম্পন্ন হয়েছে ৮৫ জনের।
উল্লেখ্য, সর্বস্তরের নারীদের জরায়ু মুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং কর্মসূচির মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান, জনসচেতনতা বৃদ্ধি এবং ক্যান্সারে আক্রান্ত মহিলাদের রেফারেল পদ্ধতি ফলোআপ ইত্যাদি নিশ্চিত করার জন্য সারাদেশে প্রায় ৪ হাজার ১১০টি হাসপাতাল ও ১৪টি সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল এ চিকিৎসা সুবিধার ব্যবস্থা রয়েছে। এরই ধারাবাহিকতায় অত্র হাসপাতালের কক্ষ নং ২২৬-এ প্রতিনিয়ত বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে এই সেবা নিশ্চিত করা হয়।
বিগত বছরগুলোর সাফল্যের ধারাবাহিকতায় আন্তরিক সেবা প্রদান ও গ্রহণযোগ্য রিপোর্টিংয়ের জন্য ভায়া ও সিবিই কেন্দ্র হিসেবে জেলা হাসপাতাল পর্যায়ে সারাদেশে দ্বিতীয় স্থান অর্জন করায় স্বাস্থ্যমন্ত্রী গত ২ নভেম্বর পুরস্কার প্রদান করেন। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মোমিনুর রহমান, কক্সবাজারের সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান ও সিনিয়র স্টাফ নার্স মাসুদা আক্তার উক্ত পুরস্কার গ্রহণ করেন।
এই ধারাবাহিকতা অব্যাহত রাখা এবং ভবিষ্যতে স্বাস্থ্যসেবায় জেলা সদর হাসপাতালকে দেশসেরা প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, গণমাধ্যমসহ প্রতিষ্ঠানের চিকিৎসক, সকল নার্স ও সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক সহযোগিতা কামনা করেছে কর্তৃপক্ষ।
এমএসএম / জামান

মিরসরাইয়ে দাড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কায় নিহত হেলপার

জেলা প্রশাসকের সভাপতিত্বে কুষ্টিয়ায় মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত

রায়পুরে সরকারি খাস জমিতে অবৈধ স্থাপনা, উচ্ছেদে ধীরগতি

জমির জন্য বৃদ্ধ দম্পতিকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ

শ্রীপুর পৌর শহরে পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন

জয়পুরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা

মেহেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

হাটহাজারী সাব রেজিস্টার অফিসে মূল দলিলের পাতা গায়েব করে ভুয়া পাতা সংযুক্ত

আগামী নির্বাচনে তারেক রহমানকে সংসদীয় ৫ আসনে উপহার দিতে মীর হেলাল উদ্দিনের বিকল্প নাই -গিয়াস উদ্দীন

১৪৫ কোটি টাকার ফেরিঘাটে নেই ফেরি, সরকারের নতুন চিন্তা

জলবায়ু পরিবর্তনের ছোবল: স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় সন্দ্বীপে কর্মশালা
