সাতক্ষীরায় রাতারাতি ভেঙে ফেলা হলো প্রধানমন্ত্রীর দেয়া মুজিববর্ষের ৭টি ঘর
সাবেক ইউএনওর দুর্নীতি ঢাকতে প্রধানমন্ত্রীর দেয়া মুজিববর্ষের আশ্রয়ণ প্রকল্পের ৭টি ঘর রাতের আঁধারে ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দিলেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার বর্তমান ইউএনও। দেশব্যাপী মুজিববর্ষের উপহার প্রধানমন্ত্রীর দেয়া ঘর নির্মাণে ত্রুটি নিয়ে দুর্নীতির তদন্ত শুরু হওয়ার মুহূহুতে সদ্যবিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমি জেরিনকে রক্ষা করতেই এই ঘর ভাঙা হয়েছে বলে অভিযোগ তুলেছেন এলাকাবাসী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে সাতক্ষীরার কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়নের তৈলকুপি গ্রামে।
সাতক্ষীরার কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু জানান, তৈলকুপি গ্রামের ৭টি ঘর নির্মাণ করা হয় পুকুরপাড়ে। দুর্নীতির আশ্রয় নিয়ে সদ্য বদলিকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমি জেরিন ঘরগুলো নির্মাণ করেন। পুকুরপাড়ে ঘরগুলো নির্মাণ হওয়ায় তৈরির সময় বাধা দেয়া হয়েছিল। কিন্তু আমাদের কথা আমলে না নিয়ে ঘরগুলি তৈরি করেন। নির্মাণকাজে ত্রুটির কারণে অল্পদিনের মধ্যেই ঘরগুলোয় ফাটল ও ধসে পড়ার আশঙ্কা দেখা দেয়। পুকুর ভরাটের জন্য আরো ৬ লাখ টাকা খরচ করে উপজেলা অফিস। গত ৫ দিন আগে বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা তৈলকুপি গ্রামের সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘর অন্য স্থানে তৈরির জন্য বুল্ডডেজার লাগিয়ে ভেঙে ফেলেন।
সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ এমপি বলেন, ওই ঘরগুলো ঝুঁকিপূর্ণ ছিল। এ কারণে উপকারভোগীদের অনুমতিক্রয়ে ঘরগুলো ভেঙে ফেলা হয়েছে।
এদিকে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় অনেকে বলেন, রাতের মধ্যেই ইটসহ বিভিন্ন মালামাল সরিয়ে ফেলা হয়েছে। ঘর নির্মাণে ব্যাপক দুর্নীতি হয়েছে। ঘরে ফাটল দেখা দেয়। যেহেতু মুজিববর্ষের মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া ঘর, তদন্ত হচ্ছে; তাই দুর্নীতি ঢাকতে এটি করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবায়ের আহমেদ চৌধুরী সাংবাদিকদের জানান, ৭টি ঘর ভেঙে ফেলা হয়েছে। ৩ থেকে ৪ মাস আগে তিনি যোগদান করেছেন। সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তার সময়ে এ ঘর নির্মাণ করা হয়। পুকুরপাড়ে ঘরগুলি নির্মাণ হওয়ায় মাটি দিয়ে কিছুদিন পূর্বে প্যালাসাইটিং করা হয়। কিন্তু ভবিষতে বৃষ্টি হলে ধসে পড়তে পারে। উপকারভোগীদের ঝুঁকির কথা বিবেচনা করে উপজেলা চেয়ারম্যান ও স্থানীয় এমপিসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে ঘরগুলো ভাঙা হয়েছে। ইতোমধ্যে উপকারভোগীদের জন্য সোনাবাড়িয়া ইউনিয়নের ভাদিয়ালিতে ঘরগুলো নির্মাণের চেষ্টা করা হচ্ছে।
আশ্রয়ণ প্রকল্প-২-এর প্রকৌশলী আবুল কালাম আজাদ জানান, ঢাকা থেকে টিম যাবেন ওই এলাকায়। কোনো অনিয়ম হলে সরকারের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / জামান
রায়গঞ্জে বৃষ্টিতে ডুবেছে মাঠ, ঘরে তোলার আগেই নষ্ট হচ্ছে রোপা আমন ধান
পিরোজপুরে জাতীয়তাবাদী ১২ দলীয় জোট প্রধান মোস্তফা জামাল হায়দারের পক্ষে গণসংযোগ
নওগাঁয় তথ্য অধিকার আইন অবজ্ঞার অভিযোগে ৬ কর্মকর্তার বিরুদ্ধে আপিল আবেদন
নাচোলে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত আলোচনা সভা অনুষ্ঠিত
রায়পুরে জাতীয় সমবায় দিবস পালিত
রাণীনগরে পারিবারিক পুষ্টি বাগান প্রকল্পে ব্যাপক অনিয়ম
মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি বি.এম খোরশেদ, সাধারণ সম্পাদক আশরাফ লিটন
জয়পুরহাটে ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত
রাজশাহী মহানগর বিএনপি'তে সভাপতি মামুন, সম্পাদক রিটন
পিরোজপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন
বারহাট্টায় সমবায় দিবস পালিত
ভোলায় বিএনপি বিজেপি পাল্টাপাল্টি শোডাউন, হামলা বিজেপি অফিস ভাংচুর আহত- ২০