সম্পত্তির লোভে মাকে তালাক দিতে বাবাকে ছেলের বল প্রয়োগ
সম্পত্তিই মার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। ওই সম্পত্তি পাওয়ার আশায় ছেলে তার বাবাকে বলে- মাকে তালাক দিয়ে দাও। তোমাকে আমি সারাজীবন ভরণ-পোষণ ও দেখ ভালো করব বলে আশ্বস্ত করে ছেলে। ছেলের বাবাও ছেলের কথামতো সিদ্ধান্ত নেয় তার মাকে তালাক দিতে। ঘটনাটি ঘটেছে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের কুতুবপুর গ্রামে।
তথ্যানুসন্ধানে জানা যায়, কুতুবপুর গ্রামের মো. জয়নাল মিয়া তার স্ত্রী সুরবানুকে (৫৫) শেষ বয়সে এসে তালাক দিবে এমন গুঞ্জন উঠলে সরেজমিন গিয়ে তার সত্যতা পাওয়া যায় গ্রামের মানুষের একাধিক বক্তব্যে। গ্রামের প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন যাবত জয়নাল মিয়ার পরিবারে সম্পত্তি নিয়ে এ কলহ চলে আসছে। তা নিয়ে গ্রামে বেশ কয়েকবার সালিশও হয়েছে এমনকি স্থানীয় ইউনিয়ন পরিষদেও এ নিয়ে সালিশ হয়েছে। কিন্তু সালিশের সিদ্ধান্ত মানতে নারাজ সুরবানুর একমাত্র ছেলে মো. আবু মুসা।
প্রতিবেশী, হাজী জয়নাল মিয়া, সুন্দর আলী মিয়া,মাহমুদ আলী, আমির হোসেন বলেন একজন হাফেজ এমন ধরনের কথা বলতে পারে আর তার বাবাও এমন ধরনের কথা শুনে তার মাকে তালাক দিতে চায় এটা মাথায় ধরে না। গ্রামবাসীরা বলেন, মুসার বাবা মো. জয়নাল মিয়া বৈবাহিত সূত্র ধরে কুতুবপুর গ্রামে বসবাস শুরু করে এবং বাড়িঘর, গরু বাছুর সব সুরবানু তার বাবার বাড়ীর সম্পত্তি বিক্রি করে এখানে সম্পত্তি ক্রয় করে জয়নাল মিয়ার নামে রেজিস্ট্রি করে দেয়। মূলত সব সম্পত্তির মালিক তার মা সুরবানু। আর সম্পত্তি নিয়েই দ্বন্দ্ব চলে আসছে দীর্ঘদিন ধরে। ছেলে বিয়ে করে আলাদা সংসার শুরু করেছে এবং সে শাল্লা থানার সাতপাড়া নামক স্থানে একটি মসজিদে ইমামতিও করে। এই ছেলে এমন ধরণের জঘন্য কাজ করতে পারে তা চিন্তা করলে মাথায় আসে না। সে কি করে বলে বাবা তালাক না দিলে আমিই তালাক দিয়ে দিব।
মুসার মা সুরবানু তার বক্তব্যে কেঁদে কেঁদে বলেন, আমাদের একটি মাত্র ছেলে শখ করে নাম রেখেছিলাম মুসা। সেই মুসা আমাকে মারধর করে, অকথ্য ভাষায় গালিগালাজ করে, খেতে দেয় না, চেয়ারম্যান সালিশ করার পর আমাকে মা বলেও ডাকে না। তিনি বলেন আমার বাবার বাড়ি থেকে আনিত টাকা দিয়ে কুতুবপুর গ্রামে জায়গা জমি ক্রয় করে আমার স্বামীর নামে রেজিষ্ট্রি করি। আর এই সম্পত্তির জন্যই ছেলে আমাকে মেরে ফেলার পরিকল্পনা করে। ছেলে তার বাবাকে বলে আমাকে তালাক দিয়ে দিতে। তার বাবাকে বলে তুমি তালাক না দিলে আমি তালাক দিয়ে দিব। আরও মর্মান্তিক বিষয় হল হাদিসের কোন জায়গায় নাকি উল্লেখ আছে বাবা তালাক না দিলে ছেলেই তালাক দিয়ে দিতে পারে। তিনি আরও বলেন জীবনের শেষ প্রান্তে এসে কোথায় যাব ভেবে পাইনা। ছেলে বিয়ে করার পর সম্পত্তি নিয়ে বিবাদ শুরু হয়। স্থানীয় ইউনিয়ন পরিষদে এ নিয়ে সালিশ হওয়ার পর ছেলে আরও ক্ষ্যাপে যায়।
স্থানীয় ইউ,পি সদস্য জাকির হোসেন বলেন, এই সমস্যা সমাধান করার জন্য ইউনিয়ন পরিষদের বেশ কয়েকবার সালিশ হয়েছে। কিন্তু তারা মানতে নারাজ। জয়নাল মিয়া, ছেলের প্ররোচনায় পড়ে জমি বিক্রি করে দেওয়ার কথা জানতে পারলে, সুরবানু জানায় প্রয়োজনে এই বাড়ী ঘর আমি কিনব। তাতেও রাজী নয় ছেলে এবং ছেলের বাবা। তারা অন্য জায়গায় বিক্রি করবে তবুও সুরবানুর কাছে বিক্রি করবে না।
অত্যাচার নির্যাতন দিন দিন বাড়তে থাকায় ওই মহিলা থানার আশ্রয় নিয়ে অভিযোগ দায়ের করে। ১১ নভেম্বর ঘরে থাকা স্বর্ণা লংকার সহ যাবতীয় জিনিস পত্র নিতে আসলে গ্রামবাসী থানায় খবর দিলে থানা পুলিশ তাতে বাঁধা দিলে অন্যান্য জিনিস পত্র নিয়ে গেলেও গরু বাছুর নিতে পারেনি।
এ বিষযে জানতে চাওয়া হলে সুরবানুর ছেলে মো. মুসা বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা বানুয়াট কথা রটানো হচ্ছে। আমি একজন হাফেজ, মসজিদে ইমামতি করি। তবে আমি বলেছি আমি নতুন বাড়ি কিনেছি। আমরা পুরাতন বাড়ী বিক্রি করে নতুন বাড়ী তৈরি করার জন্য পুরাতন বাড়ি বিক্রি করে দিব। পুরাতন বাড়ি আপনার মা কেনা জানতে চাইলে এমন প্রশ্নের জবাবে বলেন, আমার বাবার সম্পত্তি অন্য জায়গায় বিক্রি করা হবে তবুও আমার মার কাছে বিক্রি করব না।
সুরবানুর স্বামীর নিজের কোন মোবাইল ফোন থাকায় এবং বাড়ীতে না পাওয়ায় জয়নাল মিয়ার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তদন্ত কর্মকর্তা উপ পরিদর্শক সুলতান আহম্মদ বলেন,তদন্ত করে দেখেছি এগুলো হল পারিবারিক আদালতের বিষয়। পারিবারিক আদালত এ বিষয় গুলোর সমস্যার সমাধান করা হয়ে থাকে।
স্থানীয় ইউ,পি চেয়ারম্যান মো. শামীম মোড়ল বলেন,এ নিয়ে বেশ কয়েকবার সালিশ হয়েছে। ছেলে মুসা কোনোকিছু মানতে রাজি নয়। সে তার বাবাকে নিয়ে থাকবে। মাকে নিতে চায় না। আমার পক্ষে যতটুকু করার করেছি। এখন আইনের মাধ্যমেই ফয়সালা করা দরকার বলে মনে করেন তিনি।
এমএসএম / জামান
৩২ ঘণ্টা পর গর্ত থেকে উদ্ধার হওয়া শিশু সাজিদ মারা গেছে
গভীর নলকূপের পাইপে পড়ে যাওয়া শিশু সাজিদকে জীবিত উদ্ধার
চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট বাচ্চুকে শুভেচ্ছা জানালেন জিয়া মঞ্চ সিরাজগঞ্জ সদর থানার নেতৃবৃন্দ
শেরপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: জরিমানা আদায় ও ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ
কোটালীপাড়ায় সহকারী শিক্ষকের বিরুদ্ধে এন্তার অভিযোগ, তদন্তে এসে তোপের মুখে শিক্ষা কর্মকর্তারা
দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফায় কৃষকের উন্নয়ন স্পষ্ট—হাজী ইয়াছিন
মধুখালীতে ভোটকেন্দ্রের প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
সরিষার হলুদ ফুলে ছেয়ে গেছে, শালিখা'র বিস্তীর্ণ ফসলের মাঠ
বান্দরবানে অবৈধ কাঠ ডিপো ও চেরাই মিলে সেনাবাহিনীর অভিযানে কোটি টাকার অবৈধ কাঠ জব্দ.
বারহাট্টার সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী ডাঃ আনোয়ারুল হকের মতবিনিময়
টাঙ্গাইলে হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটির উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালন
কুমিল্লা জেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত