কোটালীপাড়ায় গৃহবধূর আত্মহত্যা
গোপালগঞ্জের কোটালীপাড়ায় পাওনা টাকা না পাওয়ায় এবং প্রকাশ্যে অকথ্যভাষায় গালিগালাজ ও মানহানিকর কথা বলায় তিন সন্তানের জননী সরস্বতী বাড়ৈ (৩৫) নামে এক গৃহবধূ বিষ পান করে আত্মহত্যা করেছেন। সে উপজেলার আটাশীবাড়ী গ্রামের কৃষ্ণ বাড়ৈর স্ত্রী। গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।
সরজমিন জানা যায়, সুদের টাকা লাগিয়ে লাভ দেবে এই আশা দিয়ে উক্ত গৃহবধূর কাছ থেকে ৫০ হাজার টাকা নেয় পাশের গ্রামের নারিকেল বাড়ির সুন্দর আলী খন্দকারের ছেলে ওবায়দুল খন্দকার (৩০)। সে এলাকায় সুদের টাকা লাগায় এবং বিভিন্ন ফন্দি ও কৌশলে মানুষকে হয়রানি করে। উক্ত নারিকেল বাড়ি গ্রামে সুদখোর সিন্ডিকেটের একজন সক্রিয় সদস্য ওবায়দুল খন্দকার। তাছাড়া উক্ত গৃহবধূকে ভাঙ্গারহাট ব্যাংকে ডিপিএস খুলে দেবে বলে তার কাছ থেকে স্বাক্ষরসহ ব্যালাংক চেক নেয় কিন্তু পূর্বের নেয়া ৫০ হাজার টাকা ওবায়দুল খন্দকার সরস্বতী বাড়ৈকে দেয় না এবং সে চেক নিয়েছে ডিপিএস করার জন্য তাও করে দেয়নি।
তখন একপর্যায়ে ১০ তারিখ সকালে সরস্বতী বাড়ৈ ওবায়দুল খন্দকারের কাছে পৃর্বের ৫০ হাজার টাকা ও তার নামে দেয়া চেক চাইলে ওবায়দুল খন্দকার সরস্বতী বাড়ৈকে অকথ্যভাষায় গালিগালাজ করে ও মানহানিকর কথা বলে। উল্টো ওবায়দুল খন্দকার সরস্বতী বাড়ৈকে বলে, সে তাকে একটা চেক দিয়েছে সেটা ২ (দুই) দিনের মধ্যে ফেরত না দিলে খুব অঘটন ঘটাবে। এমনকি ওবায়দুল খন্দকার সরস্বতী বাড়ৈর স্বামী কৃষ্ণ বাড়ৈকে ফোন দিয়ে আবারো অকথ্যভাষায় গালিগালাজ করে ও দুই দিনের মধ্যে চেক ফেরত না দিলে তিনি খুবই অঘটন ঘটাবে।
ওবায়দুল খন্দকারের গালাগালি ও হুমকি শুনে কৃষ্ণ বাড়ৈ বাড়ি এসে তার স্ত্রী সরস্বতীকে গালমন্দ করে খামারে চলে যায়। সরস্বতী বাড়ৈ ওবায়দুল খন্দকারের এ ধরনের গালিগালাজ ও হুমকি সহ্য করতে না পেরে বিষ খেয়ে আত্মহত্যা করার পথ বেছে নেয় বলে জানা যায়। ঢাকা পর্যন্ত নিয়ে চিকিৎসা করার পরও বেঁচে থাকতে পারেনি।
এ ব্যাপারে ইউপি সদস্য মনির হাওলাদার, গ্রামপুলিশ নকুল বাড়ৈ, লায়েক খন্দকারসহ একাধিক এলাকাবাসী সাংবাদিকদের বলেন, ওবায়দুলের চেকের বিষয়টি জানার পরে কৃষ্ণ ও তার স্ত্রীর মধ্যে কলহের সৃষ্টি হয়।
ওবায়দুল খন্দকার জানান, আমাকে মাসিক ৫ টাকা হারে সরস্বতী বাড়ৈ ৪০ হাজার টাকা সুদে দিয়েছে, টাকা ফেরত চেয়েছিল, পরিশোধ করতে না পেরে তাকে ব্যাংকের একটি চেকের পাতা দিয়েছি। বিষয়টি তার স্বামী জানে না।
নিহতের স্বামী কৃষ্ণ বাড়ৈ বলেন, আমার স্ত্রী আমাকে না জানিয়ে ওবায়দুলকে টাকা দিয়েছে- জিজ্ঞেস করলে ওবায়দুল টাকার কাথা স্বীকার করে। এ নিয়ে ওবায়দুলের সাথে আমার স্ত্রীর কথা কাটাকাটি হয়, একপর্যায়ে সে আত্মহত্যা করে।
এ বিষয়ে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ জিল্লুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঢাকা থেকে ময়নাতদন্ত করে লাশ সৎকার করা হয়, থানায় অভিযোগ দায়ের হয়নি।
এমএসএম / জামান
মির্জা ফখরুলকে নিয়ে কন্যার হৃদয়স্পর্শী পোস্ট
পিরোজপুর-২ আসনে বিএনপির মনোনয়নের বিরুদ্ধে তৃণমূলের তীব্র ক্ষোভে উত্তাল নেছারাবাদ উপজেলা
কুমিল্লায় মনিরুল হক চৌধুরীর সমর্থনে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ
ধামইরহাটে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিশুদেরকে কোরআনের ছবক প্রদান
আদমদীঘিতে নিখোঁজের ৩দিন পর ডোবার থেকে বৃদ্ধার লাশ উদ্ধার
পাবনায় রেজিস্টারদের প্রাণনাশের হুমকি! সেই শাহীনসহ ৬ দলিল লেখকের সনদ বাতিল
হালদা নদী থেকে বালুভর্তি ড্রেজার জব্দ, চালককে জরিমানা
শাল্লার কুশিয়ারা নদীতে অবৈধ ড্রেজার মেশিনের তান্ডব,নদীভাঙনের মুখে শত শত ঘরবাড়ি
বগুড়ার শেরপুরে মটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত
গ্রাম আদালতকে আরও গতিশীল করতে চেয়ারম্যানদের নিয়ে ২ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত
এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণের চেষ্টা চলবে-নেত্রকোনায় দেলাওয়ার হোসেন আজিজী
চট্টগ্রামের ৫টি আসনে বিএনপির মনোনয়ন নিয়ে তৃণমূলে ক্ষোভ