বালিয়াকান্দিতে সাংবাদিকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
রাজবাড়ীর বালিয়াকান্দি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক দেশের কণ্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. রফিকুজ্জামান লিটনকে হত্যাচেষ্টাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ও মিথ্যা চাঁদাবাজি মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বালিয়াকান্দি উপজেলা চত্বরে জেলা-উপজেলার সংবাদর্মীরা মানববন্ধনে অংশ নেন।
বালিয়াকান্দি প্রেসক্লাবের সভাপতি আতিয়ার রহমান আতিকের সভাপতিত্বে ও গোলাম মোর্তাবা রিজুর সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন- রাজবাড়ী জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও এটিএন বাংলা নিউনের জেলা প্রতিনিধি লিটন চক্রবর্তী, প্রথম আলো পত্রিকার জেলা প্রতিনিধি এজাজ আহম্মেদ, বাংলাদেশ প্রতিদিন প্রত্রিকার জেলা প্রতিনিধি দেবাশীষ বিশ্বাস, যুগান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি আনোয়ার হোসেন, বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. সোহেল মিয়া প্রমুখ।
মানববন্ধনে বক্তারা মো. গোলাম সরোয়ার ভূঁইয়াকে সন্ত্রাসী আখ্যা দিয়ে তার দৃষ্টান্তমূলক শাস্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। পরে মানববন্ধনে অংশগ্রহণকারী সকল সাংবাদিক বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানার কাছে স্মারকলিপি প্রদান করেন।
উল্লেখ্য, রফিকুজ্জামান লিটন প্রায় দুই যুগ ধরে বালিয়াকান্দিতে পেশাগত দায়িত্ব পালন করছেন। গত ৮ নভেম্বর (মঙ্গলবার) সকাল ৯টার সময় পেশাগত দায়িত্ব পালনের জন্য বালিয়াকান্দি আসার পথে উপজেলার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে সামান্য সময়ের জন্য বসেন। আমতলা বাজারে নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে থাকার সময় বালিয়াকান্দি উপজেলার আমতলা বাজারের সন্ত্রাসী মো. গোলাম সরোয়ার ভূঁইয়া ও তার ছেলে সাকিব ভূঁইয়াসহ কয়েকজন এসে দোকান থেকে ডেকে নিয়ে এবং মারপিট করতে থাকে। এ সময় দুজন সন্ত্রাসী তাকে শ্বাসরোধ করে হত্যাচেষ্টা করে। পরে স্থানীদের সহায়তায় সাংবাদিক রফিকুজ্জামান লিটনকে আহত অবস্থায় উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসা শেষে বালিয়াকান্দি থানায় রফিকুজ্জামান বাদী হয়ে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। এতে বাদী দিশেহারা হয়ে মামলা থেকে রেহাই পাওয়ার জন্য রাজবাড়ী আদালতে একটি চাঁদাবাজি মামলার আবেদন করেন এবং উপজেলায় কর্মরত সংবাদকর্মীদের ভয়ভীতি প্রদর্শন করছেন। আসামি মো. গোলাম সরোয়ার ভূঁইয়া তার বাড়ির সামনে শহীদ জিয়া আইডিয়াল একাডেমি নামে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন।
মানববন্ধনে উপস্থিত সাংবাদিকরা বলেন, সংবাদকর্মীরা যে কোনো বিষয় নিয়ে সংবাদ প্রকাশ করবেন, এটাই স্বাধীন সাংবাদিকতা। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে রাজবাড়ীতে বেশ কয়েকজন সাংবাদিক হামলা-মামলার শিকার হয়েছেন। সাংবাদিক লিটনকে হত্যাচেষ্টা করা বালিয়াকান্দিতে একটি ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
এমএসএম / জামান
মুকসুদপুরে মাদক বিরোধী এবং চুরি ও জুয়া প্রতিরোধে আলোচনা সভা
হাতিয়ায় চর দখল নিয়ে সংঘর্ষ
পাঁচবিবিতে বিজিবির অভিযানে ফেন্সিডিল উদ্ধার
নোয়াখালীতে মোটরসাইকেল আটক করে মিলল ৪ হাজার পিস ইয়াবা
মাগুরায় রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনায় সাইকেল ও ভ্যানের পার্সের দোকান পুড়ে ছাই
রায়গঞ্জে ট্রলির সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী কিশোর নিহত
বিএনপি নেতাকর্মীদের ঢাকামুখী যাত্রায় সকাল থেকেই ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যানবাহনের ভিড়
যশোর-৬ বিএনপি'র মনোনয়ন হারিয়েছেন শ্রাবণ চুড়ান্ত টিকিট পেলেন আবুল হোসেন আজাদ
পিরোজপুর-১ আসনে ধানের শীষে মনোনয়ন পেলেন মোস্তফা জামাল হায়দার
সন্দ্বীপের মুছাপুরে এতিমদের মাঝে ইউএনও’র শীতবস্ত্র বিতরণ
কুড়িগ্রামের তাপমাত্রা ১১দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস
জল্পনা-কল্পনা শেষে ঝিনাইদহে স্থগিত ৩টি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা