৭ বছর পরে ত্রিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল

দীর্ঘ ৭ বছর পর অনুষ্ঠিত হচ্ছে কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। বৃহস্পতিবার (১৭ ই নভেম্বর) কুতুবদিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হচ্ছে এ সম্মেলন ও কাউন্সিল।
জানা গেছে, প্রথম অধিবেশনে আলোচনা সভা ও দ্বিতীয় অধিবেশনে চলবে ভোটযুদ্ধ। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফাসহ জেলার সিনিয়র নেতৃবৃন্দ।
শেষ খবর পাওয়া পর্যন্ত কাউন্সিলে সভাপতি পদে লড়বেন দুই ভায়রা ভাইসহ চার প্রার্থী। তারা হলেন- উপজেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি আওরঙ্গজেব মাতবর, উপজেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক, প্রাক্তন ছাত্রলীগ পরিষদ কুতুবদিয়া উপজেলা শাখার সভাপতি রমিজ আহমেদ কুতুবী। তারা দুজন আপন ভায়রা ভাই। এছাড়াও উপজেলা কৃষক লীগের সভাপতি মেজবাহ উদ্দিন এবং রমিজ আহমেদ কুতুবীর ভাতিজা লেমশীখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজুও সভাপতি পদে নির্বাচন করবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন।
অন্যদিকে সাধারণ সম্পাদক পদে যারা প্রচারণা চালাচ্ছেন তাদের মধ্যে বর্তমান সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুচ্ছাফা বিকম, যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ তাহের, আলী আকবর ডেইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাইমুল ইসলাম সিকদার, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক সেলিম উদ্দিন লিটন উল্লেখযোগ্য।
সম্মেলনকে কেন্দ্র করে উপজেলা জুড়ে যেমন উদ্দীপনা থাকার কথা ছিল, তা কিন্তু দেখা মেলেনি। সভাপতি পদে রমিজ আহমেদ কুতুবীর কয়েকটি ব্যানার দেখা গেছে। আর আওরঙ্গজেব মাতবরকে দেখা গেছে মাঠে ময়দানে ভোট চাইতে। যা প্রচারণা ছিল তার পুরোটাই ছিল ফেইসবুকের জুড়ে। গত ঈদের শুভেচ্ছা বিনিময়ে কয়েকজন প্রার্থীর প্রচারণা দেখা গলেও এখন আর চোখে পড়েনি। তবে প্রার্থীরা নিজ নিজ অবস্থান থেকে প্রচার-প্রচারণা করেছেন বলে জানিয়েছেন।
সময় স্বল্পতা ও ব্যস্ততার কারণে সম্মেলন প্রস্তুতির বিষয়ে কথা বলতে পারেননি আওরঙ্গজেব মাতবর। তবে তাঁর সমর্থক কাউন্সিলরা জানিয়েছেন তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা দুর্বল হওয়ায় তিনি আবারও বিপুল ভোটে সভাপতি নির্বাচিত হতে পারেন।
সম্মেলন বানচাল করে একটি পক্ষ পকেট কমিটি দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রমিজ আহমেদ কুতুবী। তিনি জানিয়েছেন, বর্তমান সভাপতি প্রতিদ্বন্দ্বিতায় জয় নিশ্চিত করার জন্য তাকে কাউন্সিলর পর্যন্ত করেনি।
সম্মেলন নিয়ে বিরূপ প্রতিক্রিয়া জানিয়ে লেমশীখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম বলেন, দীর্ঘ ৭ বছর পর কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হচ্ছে। অথচ আমার মত অনেক নেতাকে কাউন্সিলর পর্যন্ত করা হয়নি। বর্তমান সভাপতি নিজের পদ পদবী ধরে রাখতে পছন্দের মানুষ দিয়ে কাউন্সিলর লিস্ট তৈরি করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
একই ধরনের অভিযোগ করেছেন বিভিন্ন ইউনিয়নের একাধিক নেতৃবৃন্দ। তারা বলেছেন, কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগ দ্বিধা বিভক্ত। সম্মেলন নিয়ে বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছেন এসব নেতৃবৃন্দ। তৃণমূল আওয়ামী লীগের নেতৃবৃন্দকে মূল্যায়ণ করার জন্য কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করেছেন তাঁরা।
এদিকে সাধারণ সম্পাদক পদে পরিবর্তনের আভাস দিয়েছেন একাধিক নেতৃবৃন্দ। এই পদে আলোচনায় উঠে এসেছেন সেলিম উদ্দিন লিটন ও কাইমুল ইসলাম সিকদার। তবে বর্তমান সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুচ্ছাপা বি,কমসহ অন্যদেরও যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে বলে জানিয়েছেন তাদের সমর্থকেরা। সর্বশেষ পরিস্থিতি জানার জন্য অপেক্ষা করতে হবে সম্মেলন শেষ হওয়া অবধি।
এমএসএম / জামান

আশুলিয়ার জামগড়ায় সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

অবৈধভাবে কানাডা থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতা বালু পাপ্পির নিরব চাঁদাবাজি

চুয়াডাঙ্গায় বিষাক্ত মদে ছয়জনের প্রাণহানি

মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে প্রেসক্লাবের সভাপতি সহ তিনজন মনোনয়নপত্র সংগ্রহ

বারহাট্টায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

নোয়াখালী সুবর্ণচরে রাস্তায় প্রকাশ্যে যুবককে গলা কেটে হত্যা

টাঙ্গাইলকে ঢাকা বিভাগে রাখার দাবিতে উত্তাল যমুনা সেতু মহাসড়ক

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে জয়পুরহাটে আলোচনা সভা

মাগুরায় আসন্ন কাবাডি ও ক্রিকেট লীগ উপলক্ষে মিট দ্যা প্রেস অনুষ্ঠিত

পঞ্চগড়ে ঘরে ঘরে জনে জনে কর্মসূচি নিয়ে ব্যারিস্টার নওশাদ জমির

বিরামপুরে দূর্যোগ প্রশমন দিবস পালিত

নাচোলে তে-ভাগা আন্দোলনের বীরাঙ্গনা নেত্রী ইলামিত্রের ২৩ তম মৃত্যু বাষিকী পালিত
