ঢাকা মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

৭ বছর পরে ত্রিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল


নজরুল ইসলাম, কুতুবদিয়া photo নজরুল ইসলাম, কুতুবদিয়া
প্রকাশিত: ১৭-১১-২০২২ দুপুর ১১:২০

দীর্ঘ ৭ বছর পর অনুষ্ঠিত হচ্ছে কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। বৃহস্পতিবার (১৭ ই নভেম্বর) কুতুবদিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হচ্ছে এ সম্মেলন ও কাউন্সিল।

জানা গেছে, প্রথম অধিবেশনে আলোচনা সভা ও দ্বিতীয় অধিবেশনে চলবে ভোটযুদ্ধ। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফাসহ জেলার সিনিয়র নেতৃবৃন্দ। 

শেষ খবর পাওয়া পর্যন্ত কাউন্সিলে সভাপতি পদে লড়বেন দুই ভায়রা ভাইসহ চার প্রার্থী। তারা হলেন- উপজেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি আওরঙ্গজেব মাতবর, উপজেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক, প্রাক্তন ছাত্রলীগ পরিষদ কুতুবদিয়া উপজেলা শাখার সভাপতি রমিজ আহমেদ কুতুবী। তারা দুজন আপন ভায়রা ভাই। এছাড়াও উপজেলা কৃষক লীগের সভাপতি মেজবাহ উদ্দিন এবং রমিজ আহমেদ কুতুবীর ভাতিজা লেমশীখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজুও সভাপতি পদে নির্বাচন করবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন। 

অন্যদিকে সাধারণ সম্পাদক পদে যারা প্রচারণা চালাচ্ছেন তাদের মধ্যে বর্তমান সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুচ্ছাফা বিকম, যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ তাহের, আলী আকবর ডেইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাইমুল ইসলাম সিকদার, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক সেলিম উদ্দিন লিটন উল্লেখযোগ্য। 

সম্মেলনকে কেন্দ্র করে উপজেলা জুড়ে যেমন উদ্দীপনা থাকার কথা ছিল, তা কিন্তু দেখা মেলেনি। সভাপতি পদে রমিজ আহমেদ কুতুবীর কয়েকটি ব্যানার দেখা গেছে। আর আওরঙ্গজেব মাতবরকে দেখা গেছে মাঠে ময়দানে ভোট চাইতে। যা প্রচারণা ছিল তার পুরোটাই ছিল ফেইসবুকের জুড়ে। গত ঈদের শুভেচ্ছা বিনিময়ে কয়েকজন প্রার্থীর প্রচারণা দেখা গলেও এখন আর চোখে পড়েনি। তবে প্রার্থীরা নিজ নিজ অবস্থান থেকে প্রচার-প্রচারণা করেছেন বলে জানিয়েছেন। 

সময় স্বল্পতা ও ব্যস্ততার কারণে সম্মেলন প্রস্তুতির বিষয়ে কথা বলতে পারেননি আওরঙ্গজেব মাতবর। তবে তাঁর সমর্থক কাউন্সিলরা জানিয়েছেন তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা দুর্বল হওয়ায়  তিনি আবারও বিপুল ভোটে সভাপতি নির্বাচিত হতে পারেন।

সম্মেলন বানচাল করে একটি পক্ষ পকেট কমিটি দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রমিজ আহমেদ কুতুবী। তিনি জানিয়েছেন, বর্তমান সভাপতি  প্রতিদ্বন্দ্বিতায় জয় নিশ্চিত করার জন্য তাকে কাউন্সিলর পর্যন্ত করেনি।

সম্মেলন নিয়ে বিরূপ প্রতিক্রিয়া জানিয়ে লেমশীখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম বলেন, দীর্ঘ ৭ বছর পর কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হচ্ছে। অথচ আমার মত অনেক নেতাকে কাউন্সিলর পর্যন্ত করা হয়নি। বর্তমান সভাপতি নিজের পদ পদবী ধরে রাখতে পছন্দের মানুষ দিয়ে কাউন্সিলর লিস্ট তৈরি করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

একই ধরনের অভিযোগ করেছেন বিভিন্ন  ইউনিয়নের একাধিক নেতৃবৃন্দ।  তারা বলেছেন, কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগ দ্বিধা বিভক্ত। সম্মেলন নিয়ে বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছেন এসব নেতৃবৃন্দ। তৃণমূল আওয়ামী লীগের নেতৃবৃন্দকে মূল্যায়ণ করার জন্য কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করেছেন তাঁরা। 

এদিকে সাধারণ সম্পাদক পদে পরিবর্তনের আভাস দিয়েছেন একাধিক নেতৃবৃন্দ। এই পদে আলোচনায় উঠে এসেছেন সেলিম উদ্দিন লিটন ও কাইমুল ইসলাম সিকদার। তবে বর্তমান সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুচ্ছাপা বি,কমসহ অন্যদেরও যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে বলে জানিয়েছেন তাদের সমর্থকেরা। সর্বশেষ পরিস্থিতি জানার জন্য অপেক্ষা করতে হবে সম্মেলন শেষ হওয়া অবধি। 

এমএসএম / জামান

ত্যাগি নেতা জহুর আলম জহুর সংবর্ধীত

দীর্ঘ আড়াই মাস ধরে বন্ধ ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন

কুমিল্লায় ৫ বাংলাদেশিকে পতাকা বৈঠকে হস্তান্তর করলো বিএসএফ

সন্ত্রাসী কায়দায় বালু উত্তোলন বন্ধে ব্রাহ্মণবাড়িয়ার ডিসিকে লিগ্যাল নোটিশ

দোহাজারী-কক্সবাজার রেললাইন প্রকল্প: রেলের প্রায় ৭ হাজার কোটি টাকা সাশ্রয়

বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণে ইউনিয়ন পরিষদের সেবা নিশ্চিতে ইউপি চেয়ারম্যানের প্রতিশ্রুতি

বাগেরহাটে ইসলামী আন্দোলনের প্রার্থী মোল্লা মো. মুজিবুর রহমান শামিমের বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা

সাবেক চেয়ারম্যান জাফরপত্নী আমিনার জেল

নাগরপুরে টিটিসি'র ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহানাজ পারভীন দূর্নীতির সাম্রাজ্য গড়েছেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: নড়াইল-১ আসনে বিএনপি ও জামায়াতের সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগ

কচাকাটায় চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন

জুতার ভিতরে হেরোইন পাচারকালে ১ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৫

স্ত্রীর পরিকল্পনায় যুবদল নেতা শামীম হত্যাকান্ড সংঘটিত হয়