চৌদ্দগ্রামে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
আগামী ২৬ নভেম্বর কুমিল্লা টাউন হল ময়দানে অনুষ্ঠিতব্য জাতীয়তাবাদী দল বিএনপির কুমিল্লা বিভাগীয় গণসমাবেশকে সফল ও স্বার্থক করার লক্ষ্যে চৌদ্দগ্রামে উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় হোটেল ডলি রিসোর্ট হলরুমে এ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা। সভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহআলম রাজু।
বিশেষ অতিথি ছিলেন- চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহাবুদ্দীন ফরায়েজী লাল্টু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আতিকুল হক, চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপির সদস্য সচিব হারুন অর রশীদ মজুমদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী পাটোয়ারী নুরু, দপ্তর সম্পাদক গিয়াস উদ্দীন, উপজেলা যুবদলের আহবায়ক জামাল উদ্দীন মামুন।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খোরশেদ আলমের সভাপতিত্বে ও সদস্য সচিব আনোয়ার হোসেন ডেভিডের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি শওকত আলী বাবু, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক গাজী শহিদ, উপজেলা যুবদলের সদস্য সচিব শাহনেওয়াজ মজুমদার, বাতিসা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, পৌর বিএনপি নেতা ইলিয়াছ পাটোয়ারী, পৌর যুবদলের আহবায়ক মোহাম্মদ হাসান, যুগ্ম আহবায়ক আশিকুর রহমান আশিক, উপজেলা শ্রমিক দলের সভাপতি গাজী আবু বকর সিদ্দিক, উপজেলা তাঁতীদলের সভাপতি ইব্রাহিম খলিল, উপজেলা মৎস্যজীবি দলের আহবায়ক আব্দুর রাজ্জাক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোজাম্মেল হক মাছুম, সাইফুল ইসলাম সবুজ, পৌর মৎস্যজীবি দলের আহবায়ক সুজন রানা, কালিকাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইসমাইল হোসেন, জগন্নাথদীঘি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজান খাঁন, কনকাপৈত ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইউনুস শিকদার, কাশিনগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুস সাত্তার, শুভপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মাসুদ রানা, উপজেলা ছাত্রদল নেতা ফখরুল হাসান, মাছুম বিল্লাহ্, পৌর ছাত্রদলের আহবায়ক ইব্রাহিম খলিল অনিক প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সহ-দফতর সম্পাদক জাহিদুল ইসলাম মিন্টু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবয়ক আবুল হাসনাত মোহাম্মদ জোবায়ের, বিএনপি নেতা কাজী শাহিম রেজা, জাহাঙ্গীর আলম, আবুল খায়ের মজুমদার, কাজী রাকিবসহ চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
জামান / জামান
মির্জা ফখরুলকে নিয়ে কন্যার হৃদয়স্পর্শী পোস্ট
পিরোজপুর-২ আসনে বিএনপির মনোনয়নের বিরুদ্ধে তৃণমূলের তীব্র ক্ষোভে উত্তাল নেছারাবাদ উপজেলা
কুমিল্লায় মনিরুল হক চৌধুরীর সমর্থনে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ
ধামইরহাটে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিশুদেরকে কোরআনের ছবক প্রদান
আদমদীঘিতে নিখোঁজের ৩দিন পর ডোবার থেকে বৃদ্ধার লাশ উদ্ধার
পাবনায় রেজিস্টারদের প্রাণনাশের হুমকি! সেই শাহীনসহ ৬ দলিল লেখকের সনদ বাতিল
হালদা নদী থেকে বালুভর্তি ড্রেজার জব্দ, চালককে জরিমানা
শাল্লার কুশিয়ারা নদীতে অবৈধ ড্রেজার মেশিনের তান্ডব,নদীভাঙনের মুখে শত শত ঘরবাড়ি
বগুড়ার শেরপুরে মটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত
গ্রাম আদালতকে আরও গতিশীল করতে চেয়ারম্যানদের নিয়ে ২ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত
এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণের চেষ্টা চলবে-নেত্রকোনায় দেলাওয়ার হোসেন আজিজী
চট্টগ্রামের ৫টি আসনে বিএনপির মনোনয়ন নিয়ে তৃণমূলে ক্ষোভ