ঢাকা সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

আত্রাইয়ের আহসানগঞ্জ-নলডাঙ্গার দাড়িয়াগাথী সড়কের কাজ বন্ধ থাকায় জনসাধারণের দুর্ভোগ


আত্রাই প্রতিনিধি photo আত্রাই প্রতিনিধি
প্রকাশিত: ১৯-১১-২০২২ দুপুর ২:৪৮

নওগাঁর আত্রাই উপজেলা এলজিইডি প্রকৌশলী এবং ঠিকাদারের মধ্যে দ্বন্দ্বে ২ মাস ধরে সড়কের কাজ বন্ধ রয়েছে। ফলে উপজেলার আহসানগঞ্জ-নলডাঙ্গা সড়কের দাড়িয়াগাথী আব্দুলের মোড় থেকে আশরাফ আলী চৌধুরী সেতু পর্যন্ত সড়ক খনন করে ফেলে রাখা হয়েছে। এতে যানবাহন চলাচল করতে না পারায় ওই এলাকার প্রায় ৩০ গ্রামের মানুষ চরম দূর্ভোগে পড়েছেন। 

আত্রাই উপজেলা স্থানীয় প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অফিস সূত্রে জানা গেছে, উপজেলার আহসানগঞ্জ থেকে নাটোরের নলডাঙ্গা সড়কের দাড়িয়াগাথী আব্দুলের মোড় থেকে আশরাফ আলী চৌধুরী সেতু পর্যন্ত ‘অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩ (আইআরআইডিপি-৩)’-এর আওতায় ৮১২ মিটার সড়ক পাকাকরণের জন্য ৮৫ লাখ ১০ হাজার ১১৬ টাকা চুক্তিমূল্য ধরে টেন্ডার দেয়া হয়। টেন্ডারে কাজ পেয়েছে মেসার্স খাঁন ট্রেডার্স, রাণীনগর, নওগাঁ। 

টেন্ডারঅন্তে চলতি বছরের গত ২ ফেব্রুয়ারী কার্যাদেশ জারী করে এবং আগামী বছরের ৯ফেব্রুয়ারীর মধ্যে কাজ শেষ করতে সময়সিমা বেধে দেয়া হয়। এর পর সড়কে আগের  ইট তুলে খনন করে বালি ফেলা হয়। সড়কের দুই পাশ দিয়ে এবং আশরাফ আলী সেতুর উপর ইটের খোয়া স্তুপ করে রাখে ঠিকাদার। পরিদর্শনে গিয়ে এলজিইডি প্রকৌশলী জোনায়েদ হোসেন সড়কের দুই ধারে রাখা ইটের খোয়া সরিয়ে নিদিষ্ট স্থানে রেখে কাজ করতে বলেন ঠিকাদারকে। কিন্তু তার পরেও সড়কের কাজ চলমান থাকায় প্রকৌশলী-ঠিকাদারের মধ্যে দ্বন্দ্ব বাধে। এর পর গত প্রায় দুই মাস আগে ঠিাকাদার কাজ ফেলে চলে যায়। 

ফলে ওই সড়ক দিয়ে চলাচলকারী আহসানগঞ্জ, দাড়িয়াগাথী, ব্রজপুর, মাধাইমুড়ি, কাতিলা, বনগ্রামসহ অন্ত:ত ৩০ গ্রামের লোকজন চরম দূর্ভোগে পড়ে।

দাড়িয়াগাথী গ্রামের আব্দুস ছালাম, আবুল কাশেম মন্ডলসহ স্থানীয়রা বলেন,শুনেছি প্রকৌশলী-ঠিকাদার দ্বন্দ্ব লাগার কারনে ঠিকাদার কাজ ফেলে চলে গেছে। তারা বলেন,সড়ক খনন করে সড়কের মধ্যেই বালু স্তুপ স্তুপ করে রাখার কারণে কোনো গাড়ি চলাচল বা মালামাল পরিবহন করতে পারত না। আমরা স্থানীয় লোকজন মিলে বালু তুলে সড়কের এক পাশ দিয়ে রেখে কোনো রকমে চলাচল করছি। 

এছাড়া সেতুর উপর ইট ভেঙ্গে খোয়া ঠিকি দিয়ে রাখার কারনে চলাচল বন্ধ হয়েছিল। আমরা সে খোয়াগুলোও এক পাশে রেখে পায়ে হেটে চলাচল করছি। তারা বলছেন,আত্রাই,নলডাঙ্গা বাগমারা এলাকার মধ্যে সবচাইতে বড় হাট/বাজার হচ্ছে আহসানগঞ্জ হাট। ওই হাটে এবং রাজশাহী বিভাগীয় শহরে এই সড়ক দিয়ে এলাকার প্রায় ৩০ গ্রামের লোকজন যাতায়াত করে। আত্রাই থেকে আহসানগঞ্জ হাট হয়ে দাড়িয়াগাথী আব্দুলের মোড় পর্যন্ত পাকা সড়ক রয়েছে। এর পর আশরাফ আলী সেতু থেকে নাটোরের নলডাঙ্গা উপজেলার নখপাড়া বাজার মোড় পর্যন্ত পাকা সড়ক রয়েছে। কিন্তু মাঝখানে ৮১২ মিটার সড়ক প্রায় ১৫ বছর ধরে ইট পাড়া ছিল। জনভোগান্তি থেকে রেহায় পেতে দ্রুত সড়কের কাজ শেষ করার দাবি জানিয়েছেন এলাকাবাসি। 

সংশ্লিষ্ঠ ঠিকাদার রিন্টু হোসেন বলেন,সড়কে কাজ করার সময় প্রকৌশলী জোনায়েদ হোসেন আমার লেবার-মিস্ত্রিদের সাথে খুব বাজে ব্যহার করে কাজ বন্ধ করে দিয়ে রাস্তা থেকে তুলে দিয়েছে। এর পর থেকে কাজ বন্ধ রয়েছে। কিন্তু কি সমস্যার কারণে লেবার-মিস্ত্রি তুলে দিয়েছেন সেটা লিখিত ভাবে জানতে চেয়েছি। কিন্তু এখন পর্যন্ত আমাকে লিখিতভাবে জানানো হয়নি। তবে বিষয়টি সমাধান হলে কাজ শুরু হবে বলে জানান তিনি। 

আত্রাই উপজেলা এলজিইডি প্রকৌশলী জোনায়েত হোসেন বলেন,আমি সড়ক থেকে লেবার-মিস্ত্রি তুলে দেইনি বা কাজ বন্ধ করে দেইনি। ঠিকাদারই কাজ বন্ধ করে চলে গেছে।তবে কাজ দ্রুত শেষ করতে ইতি মধ্যে ঠিকাদারকে দুই দফা পত্র দিয়ে জানানো হয়েছে এবং সংশ্লিষ্ঠ উর্দ্ধতন কর্মকর্তাদের জানিয়েছি। আসা করছি দ্রুত বিষয়টি সমাধান হবে।

প্রীতি / জামান

ইলিশ পাচার সিন্ডিকেট বিলুপ্ত চান ভোলার উপকূলের জেলেরা

‎ঝিনাইদহে রেলপথের দাবিতে মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে বিদ্যমান সার নীতিমালা বহাল রাখার দাবিতে সংবাদ সম্মেলন

লামা উপজেলায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত

কোটালীপাড়ায় পোনা মাছ অবমুক্তকরণ

ত্রিশালে বাগান মাদরাসা পরিদর্শনে আইএমইডির মহাপরিচালক

কুড়িগ্রামে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে গণমাধ্যমকর্মীদের কর্মশালা

সার নীতিমালা বহালের দাবিতে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁওয়ে নিখোঁজ তিন মাদ্রাসাছাত্রী, ২১ দিনেও সন্ধান মিলেনি

চাঁপাইনবাবগঞ্জে বিনাধান-১৭ সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত

রৌমারীতে মানষিক ও শারিরীক নিযাতনেই গৃহবধুর বিষপানে আত্মহত্যা

চৌগাছায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

নাটোরের সিংড়ায় পাওনা টাকার দাবিতে মানববন্ধন