রূপগঞ্জে প্রকাশ্যে অবৈধ গ্যাস লাইন দিয়ে চলছে কারখানা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিয়ম-নীতির তোয়াক্কা না করে দীর্ঘদিন ধরে তিতাস গ্যাসের অবৈধ আবাসিক সংযোগ ব্যবহার করে বাণিজ্যিভাবে তামিম টেক্সটাইল নামে একটি তুলা কারখানা চলছে বলে অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে প্রকাশ্যে কারখানাটি চললেও প্রশাসন ও তিতাস কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। তিতাস গ্যাস অফিসের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি মাসে মোটা অংকের মাসোয়ারা দিয়ে ম্যানেজ করে এ কারখানা চলছে বলে স্থানীয়রা জানান। এতে প্রতি বছর লাখ লাখ টাকা রাজস্ব হারাচ্ছে সরকার।
জানা গেছে, উপজেলার তারাব পৌরসভার রূপসী কলাবাগান এলাকায় তামিম টেক্সটাইল নামে কারখানাটি অবস্থিত। কারখানাটিতে ৮-১০ জন শ্রমিক কাজ করেন। কারখানাটির মালিক নূর হোসেন নামে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি। বিভিন্ন গার্মেন্টস থেকে পরিত্যক্ত ও ময়লা তুলা কিনে এনে কারখানায় ব্রয়লারের মাধ্যমে তুলাগুলো পরিষ্কার করা হয়। কারখানাটিতে ৩টি ব্রয়লার রয়েছে। কারখানার ৩টি ব্রয়লারই গরম করা হয় অবৈধ গ্যাসের মাধ্যমে। কারখানার গ্যাস লাইনটি নিম্নমানের পাইপের মাধ্যমে আনা হয়েছে ওখানকার স্থানীয় আবাসিক লাইন থেকে। এতে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
কারখানাটিতে চলা ব্রয়লার তিনটিতে প্রতি মাসে ৪০ হাজার টাকা বিল আসতে পারে। এছাড়া বাণিজ্যিকভাবে গ্যাস সংযোগ নিতে খরচ হয় কয়েক লাখ টাকা। এ কারণে কারখানাটির মালিক স্থানীয় প্রভাব খাটিয়ে অবৈধ গ্যাস ব্যবহার করে কারখানা চালাচ্ছেন। কারখানার মালিক স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ার কারণে সাধারণ মানুষ তার অবৈধ গ্যাস ব্যবহারের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস পায় না।
এদিকে, গত ৩ বছর ধরে তার কারখানায় তিতাস গ্যাসের যাত্রামুড়া জোনাল অফিসের কর্মকর্তাদের মাসোয়ারা মাধ্যমে ম্যানেজ কারখানা চালাচ্ছেন।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, নিম্নমানের পাইপ লাইনের মাধ্যমে তামিম টেক্সটাইল কারখানাটিতে দীর্ঘদিন ধরে অবৈধ গ্যাস সংযোগ নেওয়া হলেও তিতাস কর্তৃপক্ষ কোন প্রকার ব্যবস্থা নিচ্ছে। যেটি খুবই দুঃখজনক। কারখানাটিতে তিনটি ব্রয়লার রয়েছে। ব্রয়লারগুলো বিস্ফোরণ করে বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। আমরা সবসময় আতঙ্কে থাকি। কারখানাটির মালিক প্রভাবশালী হওয়ার কারণে আমরা এলাকাবাসী প্রতিবাদ করার সাহস পাচ্ছিনা। দ্রুত গ্যাস সংযোগটি বিচ্ছিন্নের দাবি জানাচ্ছি। এ ব্যাপারে বক্তব্য নিতে কারখানায় গিয়ে ভারপ্রাপ্ত ব্যবস্থাপক সোহাগের সঙ্গে কথা বললে তিনি বলেন, আমি কয়েক মাস ধরে এ কারখানার দায়িত্বে আছি। গ্যাস সংযোগটি অবৈধ কিনা তার আমার জানা নেই।
অবৈধ গ্যাস সংযোগের ব্যাপারে কারখানাটির মালিক কাছে জানতে চাইলে তিনি প্রতিবেদকের সঙ্গে রাগ দেখিয়ে এ ব্যাপারে কোনো বক্তব্য দিতে রাজি হয়নি।
এ বিষয়ে তিতাস গ্যাসের যাত্রামুড়া জোনাল অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী মিজবাউর রহমান বলেন, রূপসী এলাকায় ব্যান্ডেজ কারখানা অবৈধ গ্যাসে চলছে বলে তথ্য পেয়েছি। শীঘ্রই অবৈধ গ্যাস সংযোগগুলো বিচ্ছিন্ন করতে অভিযান পরিচালনা করা হবে।
এমএসএম / জামান

মিরসরাইয়ে মহাসড়ক সংলগ্ন অবৈধ বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন

চিলমারীতে যৌথ অভিযানে, অনলাইন জুয়ার সরঞ্জামসহ দুই যুবক আটক

পারিবারিক দ্বন্দ্বে আহত হয়েও ‘জুলাই যোদ্ধা’ গেজেটে নাম পেলেন বাঘার জাহিদ

মহেশখালীতে শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষকের মৃত্যুদণ্ড

কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত

তাড়াশে আগুনে বসত ঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সুবর্ণচরে বিশিষ্ট সমাজসেবক আকবর হোসেনকে সংবর্ধনা

কোটালীপাড়ায় পুকুরে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

ধামরাইয়ে পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

মির্জাগঞ্জে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

বগুড়ার শেরপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি

বোয়ালমারীতে প্রাণি সম্পদ দপ্তরের উদ্যোগে হাঁস বিতরণ কর্মসূচি পালন
