ঢাকা মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

কয়রায় চেয়ারম্যানের ব্যক্তিগত উদ্যোগে কয়রাবাসীর জন্য কবর স্থানের ব্যবস্থা


সম্রাট, কয়রা photo সম্রাট, কয়রা
প্রকাশিত: ২২-১১-২০২২ দুপুর ৩:৭

ইউনিয়ন পরিষদ নির্বাচনে কয়রাবাসীকে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী কয়রা সদর ইউনিয়নের চেয়ারম্যান, কয়রা উপজেলার সাবেক  ছাত্রলীগ সভাপতি  ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক  এস এম বাহারুল ইসলাম কয়রা সদরের মধুর মোড় সংলগ্ন  মডেল মসজিদের নির্ধারিত স্থানের  পাশে এক বিঘা জমি গণ কবরের জন্য দান করেছেন। চেয়ারম্যানের পিতা এসএম ফজর আলী সানা ও চেয়ারম্যান এসএম বাহারুল ইসলামের যৌথ অর্থায়নে এ গন কবরের জমি দান করা হয়েছে। গত ২১ নভেম্বর সরেজমিনে দেখা যায়, কয়রা সদর ইউনিয়নের চেয়ারম্যান এসএম বাহারুল ইসলাম ও তার পিতা এসএম ফজর আলী সানা যৌথ ভাবে কয়রার সাধারণ ও অসহায় মানুষের ইহকালীন জগৎ ত্যাগ করে পরকালে পাড়ির জন্য প্রথম স্থান কবরের ব্যবস্থা করার জন্য কয়রা সদরের মডেল মসজিদের নির্ধারিত স্থান  সংলগ্ন এলাকায় এক বিঘা জমি দান করেছেন।এ গন কবরের ফলে কয়রা উপজেলায় ভুমিহীন, অসহায়, বে-ওয়ারিশ সহ সুবিধা বঞ্চিত মরদেহ সৎকারের জন্য একটি সুনির্দিষ্ট স্থান তৈরি হলো।এমন মহৎ কাজের জন্য এলাকাবাসীসহ সর্ব মহলে প্রশংসায় ভাসছেন তরুন আওয়ামী লীগ  নেতা ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তার পিতা। এ ব্যাপারে কয়রা কম্পিউটার ইন্সটিটিউটের পরিচালক এম রকিব হাসান বলেন, কয়রা সদর এলাকাটি আয়তনে কম হওয়ায় এবং ঘন বসতির কারনে মানুষ মারা গেলে তার লাশকে অনিচ্ছা শর্তেও দাফনের জায়গার অভাগে বিভিন্ন গ্রামে গ্রামে নিয়ে দাফন করা হতো। কয়রার কোন ধনাঢ্য ব্যক্তি এ বিষয়ে এগিয়ে না আসলেও কয়রা সদরের বর্তমান চেয়ারম্যান তাহা পূরণ করতে সক্ষম হয়োছে। এ ব্যাপারে কয়রা সদরের চেয়ারম্যান এসএম বাহারুল ইসলামের পিতা (জমি দাতা) এসএম ফজর আলী সানা বলেন, কবর স্থান নিয়ে কয়রাবাসীকে সব সময়ই দূর্ভোগ পেতে হতো। দীর্ঘদিন যাবৎ এ বিষয়টি কিভাবে লাঘব করা যায় তার জন্য চিন্তায় ছিলাম। কিন্তু ইউনিয়ন পরিষদ নির্বাচনের পূর্বে আমার পুত্র এসএম বাহারুল ইসলাম চেয়ারম্যান প্রার্থী হিসাবে বিভিন্ন মঞ্চে জনগনের সম্মুখে স্থায়ী ভাবে কবর স্থানের ব্যবস্থা করার প্রতিশ্রু দেন। তখন আমার স্বপ্ন পূরণ হওয়ার পথ খুজে পাই। চেয়ারম্যান পূত্রের সাথে এমনই মহৎ উদ্যোগের সহযোগী হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। কয়রা সদর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক  এসএম বাহারুল ইসলাম বলেন, আমি আমার নিজের জন্য জন প্রতিনিধি হয়নি। ছাত্র জীবন থেকে মানব সেবা করার প্রত্যয় আমার মধ্যে কাজ করে আসছে। ইতোমধ্যে অসহায় ঝরে পড়া প্রতিবন্ধিদের জন্য ৫বিঘা জমির উপর কয়রা শেখ রাসেল অটিষ্টিক ও প্রতিবন্ধি স্কুল তৈরি করেছি, স্বাস্থ্য সেবায় কয়রাবাসী পিছিয়ে থাকায় কপোতাক্ষ কলেজের সামনে একটি আধুনিক ও মডেল হাসপাতাল নির্মানের কাজ অব্যহত আছে, মৃত ব্যক্তি দাফন নিয়ে কয়রাবাসী অনেক ভোগান্তির মধ্যে ছিল। আমি আমার নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী আমার পিতার সহযোগীতায় আজ তা পূরণ করতে পেরে মনের শান্তি অনুভব করছি। অচিরেই আমাদের এমপি মহোদয় আক্তারুজ্জামান বাবু ভাই কবর স্থানের জায়গাটি আনুষ্ঠানিক ভাবে কাজের উদ্বোধন করবেন। আমার এ উদ্যোগের কারণে অনেকেই এ কবর স্থানে জমি ও আর্থিক সহায়তা প্রদানের জন্য আশ্বাস প্রদান করেছেন। খুব শিঘ্রই কবর স্থানটি ভরাটসহ সীমানা প্রাচীর দিয়ে বেষ্টনি তৈরি করবো ইনশাআল্লাহ । এ ব্যাপারে স্থানীয় সাংসদ আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু বলেন, আমার নির্বাচনী এলাকার কয়রা উপজেলাটি আয়তনে কম হওয়ায় এবং সদরে খুবই ঘন বসতি হওয়ার কারণে মৃত ব্যক্তির লাশ দাফন নিয়ে খুবই ভোগান্তি পেতে হতো। কিন্তু সদর ইউনিয়নের চেয়ারম্যান এসএম বাহারুল ইসলাম ও তার পিতার  যৌথ অর্থায়নে মহৎ উদ্যোগে আজ তা নিরসন হলো। আমি আমার জায়গা থেকে এমন  মহৎ কাজের জন্য সর্বোচ্চ সহযোগিতা করবো। 

এমএসএম / এমএসএম

মির্জা ফখরুলকে নিয়ে কন্যার হৃদয়স্পর্শী পোস্ট

পিরোজপুর-২ আসনে বিএনপির মনোনয়নের বিরুদ্ধে তৃণমূলের তীব্র ক্ষোভে উত্তাল নেছারাবাদ উপজেলা

কুমিল্লায় মনিরুল হক চৌধুরীর সমর্থনে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ

ধামইরহাটে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিশুদেরকে কোরআনের ছবক প্রদান

আদমদীঘিতে নিখোঁজের ৩দিন পর ডোবার থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

পাবনায় রেজিস্টারদের প্রাণনাশের হুমকি! সেই শাহীনসহ ৬ দলিল লেখকের সনদ বাতিল

হালদা নদী থেকে বালুভর্তি ড্রেজার জব্দ, চালককে জরিমানা

‎শাল্লার কুশিয়ারা নদীতে অবৈধ ড্রেজার মেশিনের তান্ডব,নদীভাঙনের মুখে শত শত ঘরবাড়ি

বগুড়ার শেরপুরে মটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

গ্রাম আদালতকে আরও গতিশীল করতে চেয়ারম্যানদের নিয়ে ২ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণের চেষ্টা চলবে-নেত্রকোনায় দেলাওয়ার হোসেন আজিজী

চট্টগ্রামের ৫টি আসনে বিএনপির মনোনয়ন নিয়ে তৃণমূলে ক্ষোভ

কটিয়াদীতে পুকুরের পানিতে দুই বছরের শিশুর মৃত্যু