ঢাকা মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

কুতুবদিয়ায় জাতীয় অনুষ্ঠানগুলোতে সরকারি কর্মকর্তারা উপস্থিত থাকেন না


নজরুল ইসলাম, কুতুবদিয়া photo নজরুল ইসলাম, কুতুবদিয়া
প্রকাশিত: ২৩-১১-২০২২ দুপুর ৪:১৩
কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর বলেছেন, ১৯৭১ সালে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান- মুসলমান, জাতি, ধর্ম-বর্ণ সবাই মিলে এক হয়ে মহান স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে বীর শহীদদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আজকে আমরা ইউএনও হতে পেরেছি। ওসি হতে পেরেছি। শিক্ষক, প্রকৌশলীসহ সরকারি কর্মকর্তা/কর্মচারী হতে পেরেছি। এক হয়ে যুদ্ধ করতে পেরেছি বলে আজকে আমরা একটি পরিচয়ে আসতে পেরেছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় জাতীয় দিবস উদযাপনসহ বিভিন্ন সরকারি সভা ও অনুষ্ঠানে অধিকাংশ কর্মকর্তা উপস্থিত থাকেন না। আলোচনা সভায় আমরা প্রথম সারির কয়েকজন থাকি। আর বাকি অফিসাররা সবাই চলে যায়। তাহলে এটা (উপস্থিত না থাকা) ১৯৭১ সালের স্বাধীনতার বিরোধী হয়ে গেল না?
 
২৩ নভেম্বর (বুধবার) সকালে উপজেলা পরিষদের হল রুমে  মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় এসব কথা বলেন তিনি। 
 
সভাপতির বক্তব্যের জবাবে ইউএনও দীপংকর তঞ্চঙ্গ্যা বলেন, অনুষ্ঠানের সৌন্দর্য ধরে রাখার জন্য সবাইকে উপস্থিত থাকতে হবে। আমাদের আরও সচেতন হতে হবে। সরকারি সকল দপ্তরের কর্মকর্তাদের জাতীয় দিবস সহ অন্যান্য সকল সরকারি সভা ও অনুষ্ঠানে উপস্থিত থাকার আহবান জানান তিনি। 
 
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপংকর তঞ্চঙ্গ্যা সভাপতিত্ব করেন। আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানকে সুন্দর ও সাফল্য মণ্ডিত করতে মতামত প্রকাশ করেন, সহকারী কমিশনার (ভূমি) জজ মিত্র চাকমা, কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, আ'লীগ সভাপতি আওরঙ্গজেব মাতবর, নব নির্বাচিত সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ তাহের, বড়ঘোপ ইউপির চেয়ারম্যান আবুল কালাম,বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, কুতুবদিয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোতাহেরা বেগম প্রমুখ। 
 
এসময় উপস্থিত ছিলেন,কুতুবদিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান কুতুবী ও নির্বাহী সদস্য প্রভাষক নজরুল ইসলাম, বড়ঘোপ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক আবুল কালাম, উপজেলা শিক্ষা অফিসার মুসলেম উদ্দিন, কুতুবদিয়া সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিগারুন্নাহার, কুতুবদিয়া মডেল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম, ধুরুং আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মুর্শেদ আলম, কবি জসিমউদদীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমান, দক্ষিণ ধুরুং ইউপির চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ, লোমশীখালী ইউপির চেয়ারম্যান আকতার হোছাইন, মাস্টার বিমল কান্তি শীল, নিজ্জল শীল, হাছান মুরাদ, মেজবাহ উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, জনপ্রতিনিধি ও সাংবাদিক নেতৃবৃন্দ। 
 
সভায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন কমিটি ও উপ কমিটি গঠন করে সঠিকভাবে দায়িত্ব পালনের জন্য নির্দেশনা দেয়া হয়।  

এমএসএম / এমএসএম

কুমিল্লায় ৫ বাংলাদেশিকে পতাকা বৈঠকে হস্তান্তর করলো বিএসএফ

সন্ত্রাসী কায়দায় বালু উত্তোলন বন্ধে ব্রাহ্মণবাড়িয়ার ডিসিকে লিগ্যাল নোটিশ

দোহাজারী-কক্সবাজার রেললাইন প্রকল্প: রেলের প্রায় ৭ হাজার কোটি টাকা সাশ্রয়

বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণে ইউনিয়ন পরিষদের সেবা নিশ্চিতে ইউপি চেয়ারম্যানের প্রতিশ্রুতি

বাগেরহাটে ইসলামী আন্দোলনের প্রার্থী মোল্লা মো. মুজিবুর রহমান শামিমের বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা

সাবেক চেয়ারম্যান জাফরপত্নী আমিনার জেল

নাগরপুরে টিটিসি'র ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহানাজ পারভীন দূর্নীতির সাম্রাজ্য গড়েছেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: নড়াইল-১ আসনে বিএনপি ও জামায়াতের সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগ

কচাকাটায় চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন

জুতার ভিতরে হেরোইন পাচারকালে ১ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৫

স্ত্রীর পরিকল্পনায় যুবদল নেতা শামীম হত্যাকান্ড সংঘটিত হয়

সাজিদা ট্রেডিংয়ের প্রোপাইটর মোঃ লিয়াকত হোসেন খোকনের বিরুদ্ধে মামলা

শান্তিগঞ্জে ক্ষুদ্রঋণ কার্যক্রমে গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত