ঢাকা মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

এন্টিবায়োটিক ব্যবহারে সচেতন হওয়া জরুরি: ডা: সাইমুন নেছা


সাইফুল ইসলাম, শালিখা photo সাইফুল ইসলাম, শালিখা
প্রকাশিত: ২৫-১১-২০২২ দুপুর ২:৫

এন্টিবায়োটিক একটি রোগ প্রতিরোধক ঔষধ যা শরীরে অ্যান্টিবডি তৈরি করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে এন্টিবায়োটিক ঔষধ সঠিকভাবে সেবন না করলে শরীরে রেজিস্ট্যান্স তৈরি হয় যাতে করে মানবদেহে এন্টিবডি তৈরির বিপরীত ঘটনাও ঘটতে পারে। তাই এন্টিবায়োটিক ঔষধ ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সবাইকে সচেতন হওয়ার জরুরি। তিনি বলেন রেজিস্ট্যান্স হলো একটি ক্ষতিকর ব্যাকটেরিয়া। শরীরে এন্টিমাইক্রোবিয়াল ঔষধ প্রয়োগ করলে যদি জীবাণু না মরে বা সংখ্যা না কমে তবে সংক্রমণ নিরাময় হয় না অর্থাৎ সংক্রমণ চিকিৎসা বা প্রতিরোধ কাজের কোন ফল পাওয়া যায় না সেরকম একটা পরিস্থিতি হল রেজিস্ট্যান্স। এটি রোগ জীবাণুর একটি অত্যন্ত ভয়ঙ্কর বৈশিষ্ট্য। রেজিস্ট্যান্স অ্যান্টিবায়োটিক ব্যবহারের সাথে সরাসরি সম্পর্কিত যত বেশি এন্টিবায়োটিক ব্যবহার হবে তত বেশি রেজিস্ট্যান্স তৈরি হবে। অপর্যাপ্ত এন্টিবায়োটিক এর ব্যবহার ইনফেকশনের প্রতিকার হয় না উপরন্ত তা রেজিস্ট্যান্স তৈরি করে তাই কেবলমাত্র রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী এন্টিবায়োটিক গ্রহন এবং তার কোর্স সম্পূর্ণ করার অনুরোধ জানান তিনি। বৃহস্পতিবার বিশ্ব এন্টি মাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ -২০২২ বাস্তবায়ন উপলক্ষে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স কন্টেন্টমেন্ট, ভাইরাল হেপাটাইটিস ও ডায়রিয়া নিয়ন্ত্রণ কর্মসূচি রোগ নিয়ন্ত্রণ বিভাগ, সিডিসি স্বাস্থ্য অধিদপ্তর ঢাকা এর আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইমুন নিছা এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: আব্বাস উদ্দিন, মেডিকেল অফিসার ডা: মামুনুর রশিদ, ডা: সুমাইয়া সাবরিন, ডা: হরশিত বিশ্বাস, ডা: অনিন্দ্য সুন্দর , ডা: ফাহমিদা জামান স্নিগ্ধা, ডা: সাদিয়া আফরিন, ডা: ইলোরা আফরোজ, ডা: রুমা সুলতানা , ডা: তাহমিদা মোস্তফা যুথী, সিনিয়র স্টাফ নার্স তহমিনা সুলতানা সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সাইমুন নিসার নেতৃত্বে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে শুরু হয়ে শালিখা বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ-পূর্বক স্ব স্থানে এসে শেষ হয়।

এমএসএম / এমএসএম

জুলাই শহিদ পরিবার ও আহত যোদ্ধাদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন -খোরশেদ আলম

কক্সবাজারে এসিআই ক্রপ কেয়ারের পরিবেশক সম্মেলন: কৃষি উন্নয়নে নতুন উদ্ভাবনের প্রতিশ্রুতি

বিদ্যালয়ের জমি দখল ও অর্থ আত্মসাতের অভিযোগে চিতলমারীতে মানববন্ধন

মাদারীপুরে কুকুরের উপদ্রব: জনভোগান্তি চরমে, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সাভা‌রে সাবেক ইউপি সদস্যের নির্মানাধীন বাড়ি অবরুদ্ধ করে চাঁদা দাবি

বড়লেখায় দুর্ধর্ষ চুরির ঘটনায় যুবক গ্রেপ্তার

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে নাগেশ্বরীতে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহসচিবের সাথে ইরানী প্রতিনিধি দলের সাক্ষাৎ অনুষ্ঠিত

বরগুনায় চেক প্রতারণার মামলায় পলাতক প্রতারক জসিম কারাগারে

মান্দায় সওজের জমি দখল করে রেস্টুরেন্ট নির্মানের অভিযোগ

লোহাগড়ায় বিএনপি নেতাদের সংবাদ সম্মেলন

মেহেরপুরে " জুলাই গণঅভ্যুত্থানে আলেম-ওলামাগণের ভূমিকা " শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঈশ্বরদীতে উপজেলা ও পৌর বিএনপি নেতাদের সংবাদ সম্মেলনে হাইব্রিড নেতাদের মুখোশ উন্মোচন