ত্রাস সৃষ্টি করে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় সাধুরপাড়া ইউনিয়ন ডেরুবিল এলাকায় কাল্পনিক উপন্যাস কেউ হার মানিয়ে ফেলেছেন! রহমত আলী ও আক্কাছ আলীর সন্ত্রাসী বাহিনীর বাড়িঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ।
অভিযোগে প্রকাশ গত ১৪/১০/২২ ইং রোজ শুক্রবার আনুমানিক ১১ ঘটিকার সময় বকশীগঞ্জ উপজেলায় সাধুর পাড়া ইউনিয়নে ডেরুবিল গ্রামের রহমত আলী ও আক্কাস, শিপন গংরা একই গ্রামের সোহেল রানা পিতা দারাগ আলী বাড়িতে সদলবলে দেশি অস্ত্র লাঠিসুটা নিয়ে অতর্কিত ভাবে হামলা চালায়।
তাদের এমন আক্রমণে ভয়াবহতা দেখে প্রাণের ভয়ে ৯৯৯ ফোন করলে, থানার পুলিশ ও স্থানীয় চৌকিদারা ঘটনাস্থলে গিয়ে পরিবেশ নিয়ত্নে আনেন এবং কিছু দেশী অস্ত্র উদ্ধার করেন । পুলিশ ও চৌকিদারা ঘটনাস্থলে পৌঁছার পূর্বেই রহমত আলীর গংরা বাড়িঘর ভাঙচুর করে পাঁচ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
এছাড়াও বাড়ির সিমানার মধ্যে প্রায় দেড়শ শতাব্দিক ফলোগাছ কর্তন করে নষ্ট করেছেন। সেই দিনরাতেই আমাদের বাড়িতে আসেন রহমত আলী ও আক্কাসের বাহিনী এসে খুন করিয়া ফেলিবে বলিয়া হুমকি দিছে আরো বলে গেছেন বাড়ি থেকে বের হইতে পারবি না এই কথা বলেই কান্নায় ভেঙ্গে পড়ে নিরিহ পরিবার সবাই এবং পরিবারের হইতে সোহেল রানা মামলা প্রস্ততি নিচ্ছে । ডেরুবিল এলাকায় রহমত ও আক্কাছের সন্ত্রাসী বাহিনীর এলাকায় এখন তাদের ভয়ে থমথম অবস্থা বিরাজ করছে।
প্রীতি / প্রীতি