আক্কেলপুরে ইনতেফা গ্রুপ কর্তৃক জয়পুরিয়ান ট্রাস্টকে অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর
জয়পুরহাটের আক্কেলপুরে ইনতেফা গ্রুপ কর্তৃক জয়পুরিয়ান ট্রাস্টকে দশটি অক্সিজেন সিলিন্ডার আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবারে আক্কেলপুর মুজিবর রহমান সরকারি কলেজের হলরুমে জয়পুরিয়ান ট্রাস্টের কো-অরডিনেটর তানভীর রহমান ও ট্রাস্টের আক্কেলপুর উপজেলা সমন্বয়ক আমিনুর রহমানের সঞ্চালনায় অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে জয়পুরিয়ান ট্রাস্টকে ইনতেফা গ্রুপ কর্তৃক ১০ টি সিলিন্ডার হস্তান্তর করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আকন্দ, উপজেলা নির্বাহী অফিসার এস.এম.হাবিবুল হাসান, পৌর মেয়র শহীদুল আলম চৌধুরী, উপজেলা আ’লীগের সভাপতি মোকছেদ আলী, ইনতেফা গ্রুপের প্রতিনিধি আবু সাইদ, রাজনৈতিক ব্যাক্তিত্ব ও জয়পুরিয়ান ট্রাস্টের সদস্যরা প্রমুখ।
অনুষ্ঠানে ট্রাস্টের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে জানান, জয়পুরিয়ান ট্রাস্টের মাধ্যমে এখন পর্যন্ত ৭’শ অধিক করোনা আক্রান্ত ব্যাক্তিদের সেবা প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এই ট্রাস্টের কার্যক্রমে প্রত্যেককে সুকান্ত ভট্টাচার্যের রানার কবিতার রানানের সাথে তুলনা করেছেন।
এমএসএম / এমএসএম