ঢাকা শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

পেঁপে গাছই ভরসা


মিজানুর রহমান, সিংগাইর photo মিজানুর রহমান, সিংগাইর
প্রকাশিত: ১৩-৭-২০২১ রাত ১০:৫৬

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চারিগ্রাম ইউনিয়নের দক্ষিণ চারিগ্রাম বড়াটিয়া বাজার সংলগ্ন কালিগঙ্গা নদীর তীব্র স্রোতে ভাঙ্গন কবলিত এলাকার নদী পাড়ের মানুষের যাতায়াতে পেঁপে গাছই ভরসা হয়ে দেখা দিয়েছে। প্রতিদিন ঐ এলাকার শতশত মানুষ জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছে পেঁপে গাছ ধরে।
গতকাল সোম বার বিকালে সরেজমিনে ঐ এলাকায় গিয়ে দেখা গেছে, বন্যার পানিবৃদ্ধি পাওয়ার সাথে সাথে কালিগঙ্গা নদীতে পানি বেড়ে তীব্র স্রোতের সৃষ্টি হয়ে পাড় ভাঙ্গন দেখা দিয়েছে।প্রতি বছরই এ এলাকার বাসিন্দারা থাকেন ভাঙ্গন আতঙ্কে। বড়াটিয়া বাজারের অর্ধেক ভেঙ্গে নিয়ে গেছে উত্তাল কালিগঙ্গার ভয়াল স্রোতে। দিনদিন এ ভাঙ্গনের পরিমাণ বৃদ্ধি পেলেও সংশ্লিষ্ট দফতর স্থায়ীভাবে ভাঙ্গনরোধে কার্যকর ভূমিকা না নেয়াতে দীর্ঘ দিনের ভাঙ্গন আতঙ্ককে আলিঙ্গণ করেই চলছে নদী পাড়ের বাসিন্দাদেও বসবাস। দেখা গেছে কালিগঙ্গা নদীরপাড় ঘেসে ভঙ্গুর নড়বওে সরু রাস্তা দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছে এলাকাবাসি। নিচেই রয়েছে নদী। কোন মতে এক জন এক জনকরে পেঁপেগাছ ধরেই যাতায়াত করছে গ্রামবাসি। যাতায়াত কালে সবারই দু:চিন্তা কখন যে পা ফসকে নদীতে পড়েযান। কখন যে পেঁপে গাছটিই তার সক্ষমতা হারিয়ে শেকড় বাকড় নিয়ে নদীতে বিলীন হয়। আর এটি হলেই শেষ হবে সবারই ‘অন্ধের চোখের মণি’। বের করতে হবে সবার নতুন যাতায়াতের পথ, ছেড়ে দিতে হবে কারও উঠোনের অংশ। এমনই সব দু:চিন্তা নিয়ে বসবাস করছেন দীপাড়ের লোকজন।

এলাকার বাসিন্দা প্রবাসি মোজাফফর হোসেন বলেন, ৩-৪ বছর আগে এলাকায় পানি উন্নয়ন বোডর্রে অর্থায়ণে বেশ কিছ ুজিও  ব্যাগ ফেলেখ ানিকটা দু:চিন্তা মুক্ত হলেও স্থায়ী সমাধান হয়নি। পওে আরো কিছু জিও ব্যাগ ফেললেও সেটা চাহিদার তুলনায় ছিল অপ্রতুল। স্থানীয়রা বলেন, সম্প্রতি সিংগাইর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুশফিকুর রহমান খাঁন হান্নান সরেজমিনে এসে আমাদেও দু:খ-দুর্দশা নিজ চোখে এসে দেখে যান এবং এ সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা নিবেন বলে তিনি জানিয়ে যান।সিংগাইর উপজেলা চেয়ারম্যান মুশফিকুর রহমান খাঁন হান্নান বলেন, সংশ্লিষ্ট দফতর কে জানানো হয়েছে । তারা আশ্বস্থ করেছেন শিগ্রই ভাঙ্গন কবলিত এলাকায় যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

চট্টগ্রাম বন্দরের এনসিটিতে একদিনে রেকর্ড কনটেইনার হ্যান্ডলিং

দোহাজারীতে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

শিবচরে এক্সপ্রেসওয়ে থেকে গরু ছিনতাই, আন্তঃজেলা ডাকাতদলের ৩ সদস্য গ্রেফতার

প্রধান উপদেষ্টার রোডম্যাপ সুষ্ঠু নির্বাচন ভণ্ডুল করার নীল নকশা: ডা. তাহের

টাঙ্গাইলে স্বর্ণকারের বাড়িতে ডাকাতির মূলহোতা'সহ ৭ ডাকাত গ্রেপ্তার

আনোয়ারায় শ্রমিক সিন্ডিকেট নিয়ন্ত্রণে যুবলীগ নেতা শাহ জালাল

কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

পাবনা এডওয়ার্ড কলেজ ছাত্রদলের নবগঠিত হল কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

‎কুতুবদিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ সদস্য গ্রেফতার

রায়গঞ্জে বিপিএলের ধাঁচে ফুটবলার নিলাম, গ্রামে উৎসবের আমেজ

মানিকগঞ্জে শিশুকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩

শেরপুরে গোয়ালঘরে কয়েলের আগুন ৮টি গরু ও ৪টি ছাগল পুড়ে ছাই

শ্রেণিকক্ষে হাঁটুপানি, ভাড়া করা ঘরে চলছে পাঠদান