ঢাকা শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

সরকারী লিজকৃত জলাশয়ে বিষ প্রয়োগ,৩০ লাখ টাকা ক্ষতির আশংকা


মৃনাল কান্তি দেব, খালিয়াজুরী photo মৃনাল কান্তি দেব, খালিয়াজুরী
প্রকাশিত: ৩-১২-২০২২ দুপুর ২:১১

নেত্রকোণার খালিয়াজুরী উপজেলাধীন খালিয়াজুরী সদর ইউনিয়নের আমানীপুর বিজয়পুরের মাঝামাঝি বালিয়া বিল নামে খ্যাত জলাশয়ে বিষ প্রয়োগের অভিযোগ আনা হয়েছে ভাটি বালিয়া জলাশয়ের ইজারাদার বারেন্দ্র দাসের বিরুদ্ধে। 

সাক্ষাতকারে  উজান বালিয়া জলাশয়ের পাহারাদার বাবুল মিয়া ও সজল দাশ বলেন ২ ডিসেম্বর ( শুক্রবার) সকাল সাড়ে ৬ টার সময় ঘন কুয়াশার সময় বারেন্দ্র দাশ সকালে উজান বালিয়া জলাশয়ের মাঝ দিয়ে নৌকা চালিয়ে যাওয়ার সময় দেখতে পায়  বাবুল মিয়া ও সজল দাশকে। তাদের চলাচলে সন্দেহ হওয়ায় বারেন্দ্রকে বাবুল মিয়া ও সজল দাস ডাক দিলে সে কোন কর্ণপাত না করে নৌকা চালিয়ে চলে যায়। ঘন্টা খানেক পর থেকেই জলাশয়ে ছোট মাছ  মরে ভাসতে শুরু । এমনকি জলাশয়ে বেশি পরিমানে মাছ মরে ভাসতে থাকলে পাহারার দায়িত্বে থাকা বাবুল মিয়া ইজারাদার মোঃ ফকরুল মিয়াকে মোবাইল ফোনে জানায়। ফকরুল মিয়া এলাকায় না থাকায় সে ( ফকরুল)ছোট ভাইকে বললে  আক্তার নিজে এলাকার বর্তমান দুই ইউ,পি সদস্য ও আরও কিছু লোকজন  বালিয়া বিলে( জলাশয়) গিয়ে দেখে ছোট ছোট অনেক মাছ মরে পানিতে ভাসছে।  

ইজারাদারের ছোট ভাই আক্তারুজ্জামান বলেন,আমার ভাইয়ের সমস্থ অর্জন এ বিলে ব্যয় করেছেন। যেভাবে মাছ মরে ভাসছে তাতে প্রায় ২৫/৩০ লাখ টাকার ক্ষতি হবে জানান। স্থানীয় দুই ইউ,পি সদস্য সজল দাসগুপ্ত   ও গোলাম মোস্তফা বলেন,শুনেছি বালিয়া বিলে বিষ প্রয়োগ করা হয়েছে। তবে যারা এ কাজটি  করেছে এটা খুবই দুঃখজনক। তাতে ফকরুল মেম্বারের বড় ক্ষতি হয়ে যাবে। বিষ প্রয়োগের ফলে ছোট মাছ মরে যাওয়ার পাশাপাশি বড় মাছও মরতে শুরু করেছে আর  বিল থাকা সব বড় মাছ গ্যাসের গন্ধে অন্যত্র চলে যাবে। দুই মেম্বার দুঃখ প্রকাশ করে বলেন তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের খুঁজে বের করে তাদের আইনের আওতায় আনা হোক। যাতে আর কোনদিন কেউ এমন ধরণের জগন্য ও ন্যক্কারজনক কাজ  করতে সাহস না পায়। 

 বালিয়া বিলের( জলাশয়) ইজারাদার ৮ নং ওয়ার্ডের ইউ,পি সদস্য ও খালিয়াজুরী সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ফকরুল ইসলাম বলেন রাজনৈতিক প্রতিহিংসা ও আমাকে  আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ করার  জন্য  এ জগন্য কাজ করা হয়েছে। আমার সারাজীবনের অর্জন এই বিলে ব্যয় করেছি। কে বিষ প্রয়োগ করেছে জানতে চাইলে তিনি বলেন আমি ঢাকা আছি তবে আমার পাহারাদার বলেছে  শুক্রবার সকালে বারেন্দ্র দাস বিষ প্রয়োগ করেছে বলে জানায়। আপনি এ বিষয়ে কোন অভিযোগ করেছেন কি না জানতে চাইলে তিনি বলেন মৌখিকভাবে ইউএনও স্যারকে বলেছি ও থানায় লিখিত অভিযোগ দিয়েছি। 

অভিযুক্ত বারেন্দ্র দাসকে মুটোফোনে জিজ্ঞেস করলে তিনি বলেন,আমার সাথে দীর্ঘদিন ধরে ফকরুল মেম্বারের জমি সংক্রান্ত বিরোধ রয়েছে এর জের ধরেই আমাকে দোষারোপ করা হচ্ছে। আমি এর সাথে জড়িত নই। আমাকে চাপে রাখার জন্য এটা একটা কৌশল। 

অভিযোগের বিষয়ে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ খায়রুল বাশার বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তের জন্য ফোর্স ঘটনা স্থলে পাঠানো হয়েছে। তদন্তে সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

প্রীতি / প্রীতি

৩২ ঘণ্টা পর গর্ত থেকে উদ্ধার হওয়া শিশু সাজিদ মারা গেছে

গভীর নলকূপের পাইপে পড়ে যাওয়া শিশু সাজিদকে জীবিত উদ্ধার

চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট বাচ্চুকে শুভেচ্ছা জানালেন জিয়া মঞ্চ সিরাজগঞ্জ সদর থানার নেতৃবৃন্দ

শেরপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: জরিমানা আদায় ও ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ

কোটালীপাড়ায় সহকারী শিক্ষকের বিরুদ্ধে এন্তার অভিযোগ, তদন্তে এসে তোপের মুখে শিক্ষা কর্মকর্তারা

দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফায় কৃষকের উন্নয়ন স্পষ্ট—হাজী ইয়াছিন

মধুখালীতে ভোটকেন্দ্রের প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সরিষার হলুদ ফুলে ছেয়ে গেছে, শালিখা'র বিস্তীর্ণ ফসলের মাঠ

বান্দরবানে অবৈধ কাঠ ডিপো ও চেরাই মিলে সেনাবাহিনীর অভিযানে কোটি টাকার অবৈধ কাঠ জব্দ.

বারহাট্টার সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী ডাঃ আনোয়ারুল হকের মতবিনিময়

টাঙ্গাইলে হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটির উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালন

কুমিল্লা জেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৮৭ লাখ টাকার অবৈধ ভারতীয় সিগারেট আটক