ঢাকা শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

উলিপুরে সবজিতে স্বস্তি-ক্রেতার ভীড় 


আবুল কালাম আজাদ, উলিপুর photo আবুল কালাম আজাদ, উলিপুর
প্রকাশিত: ৬-১২-২০২২ দুপুর ৪:৪৭

কুড়িগ্রামের উলিপুরে উপজেলার পৌরসভাধীন বড় সবজির বাজারে শীত কালীন সবজি প্রচুর পরিমাণ আমদানি হওয়ায় স্বস্তিতে নিঃশ্বাস ছাড়ছেন সকল শেণীর ক্রেতারা। সবজি ক্রয় করতে ক্রেতার ভীড় দেখা যায়। সরেজমিন উপজেলার পৌরসভাধীন বড় সবজির বাজার সহ অন্যান্য ছোট বড় বাজার গুলোতে গিয়ে দেখা যায়, সবজির বাজারে সবজির মূল্য প্রায় নিম্নগতি এবং হাতের লাগালে থাকায় সবজি ক্রেতার উপচে পড়া ভীড় দেখা যায়। সারাদিন পাইকেরি ও খুচরায় সবজি বিক্রি করতে ব্যাস্ত সময় পার করছেন সবজি ব্যাবসায়ীরা। তারা বলেন বর্তমান সবজির প্রচুর পরিমাণ আমদানি হওয়ায় দামও হাতের লাগালে থাকায় সকল শ্রেণির ক্রেতা বিভিন্ন ধরনের সবজি কিনছেন। পাইকারি দরে সবজি বিক্রেতারা জানান উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন ধরনের সবজি আমদানি হওয়ায় সবজির বাজার অনেক কমে গেছে। ক্রেতারা অনেক স্বস্তিতে সবজি কিনছেন বলে জানান তারা। 

উপজেলার পৌরসভাধীন বড় সবজির বাজারে সবজি পাইকেরিতে ও খুচরায় বিক্রি হচ্ছে পাইকারিতে আলু কেজি প্রতি ১৯ টাকা খুচরায় ২৫ টাকা, পাইকারিতে কেজি প্রতি মরিচ ২৫ টাকা খুচরায় কেজি প্রতি ৩৫ টাকা, পাইকারিতে কেজি প্রতি মুলা ৭ টাকা খুচরায় কেজি প্রতি  ১০ টাকা, পাইকারিতে বেগুন ৮ টাকা খুচরায় ১২ টাকা, পাইকারিতে পাতা কপি প্রতি পিচ ২০ টাকা খুচরায় প্রতি পিচ ২৫ টাকা, পাইকারিতে ফুল কপি প্রতি কেজি ২৫ টাকা খুচরায় প্রতি কেজি ৩০ টাকা, পাইকারিতে পিয়াজ কেজি প্রতি ৪০ টাকা খুচরায় প্রতি কেজি ৫০ টাকা, পাতা পিয়াজ পাইকারিতে কেজি প্রতি ১৮ টাকা খুচরায় ২৫ টাকা, পাইকারিতে রসুন কেজি প্রতি  ৬০ টাকা খুচরায় কেজি প্রতি ৭০ টাকা, পাইকেরিতে সিম কেজি প্রতি ৪০ টাকা খুচরায় কেজি প্রতি ৫০ টাকা, ধনে পাতা পাইকেরিতে কেজি প্রতি ৩০ টাকা খুচরায় কেজি প্রতি ৪০ টাকা এবং আদা পাইকেরিতে কেজি প্রতি ১০০ টাকা খুচরায় কেজি প্রতি ১২০ টাকা দরে বিক্রি করা হচ্ছে।

সবজি ক্রেতা উপজেলার ধরনিবাড়ি ও তবকপুর থেকে আসা ফয়জার মিয়া (৬৫) এবং আজিমুদ্দিন (৭০) বলেন, কিছুদিন আগে সবজির বাজার এতই বেশি ছিল যে বাজারে সবজি কিনতে সাহস পাচ্ছিলাম না। তারা বলেন আমরা গরিব মানুষ টাকা আয় করতে পারিনা দাম বেশি থাকলে কিভাবে কিনে খাব। এখন বিভিন্ন ধরনের সবজির দাম কমেছে অল্প টাকায় অনেক সবজি কিনতে পেরেছি। এরকম সবজির বাজার সারা বছর কম থাকলে আমাদের মত গরিব অসহায় মানুষ কিনে খেতে পারতাম বলে জানান তারা। 

পাইকেরিতে সবজি বিক্রেতা জয়নাল মিয়া বলেন, এখন বাজারে প্রচুর পরিমাণ বিভিন্ন ধরনের সবজির আমদানি হয়েছে দামও হাতের লাগালে তাই ক্রেতার অনেক ভীড় দেখা যাচ্ছে। আমরা কিছুদিন আগে সবজি নিয়ে বসে ছিলাম কিন্তু দাম বেশি থাকায় ক্রেতার উপস্তিতি একদম কম ছিল। বর্তমান এতই ক্রেতার উপস্থিতি যে সারাদিন পাইকেরি ও খুচরায় বিক্রি করতে ব্যাস্ত সময় পার করতে হচ্ছে বলে জানান তিনি।" 

প্রীতি / প্রীতি

নবীনগরে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম. এ. মান্নানের নির্বাচনী জনসমাবেশ জনসমুদ্রে পরিণত

কুমিল্লায় ইমাম–খতীব সম্মেলন রোববার,প্রধান অতিথি ধর্ম উপদেষ্টা

নন্দীগ্রামে ড. মোস্তফা ফয়সাল পারভেজের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

আওয়ামী দোসরদের পুনর্বাসন প্রক্রিয়া প্রতিহতের আহ্বান সাংবাদিকদের

লাকসামে জামায়াত প্রার্থী সরওয়ারের বিশাল হোন্ডা র‌্যালী

মনপুরায় সফরকালে সুধীবৃন্দের সাথে মতবিনিময় সভা করেন জেলা প্রশাসক

দুমকীতে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে শিক্ষার্থীদের পাঠদান

এখনো লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি-নেত্রকোনায়-জামায়াত নেতা মতিউর রহমান আকন্দ

ফাঁদে ফেলে অশ্লীল ভিডিও ধারণ করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেপ্তার

বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪

নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিকিৎসাধীন সাবেক ছাত্রদল সভাপতির মৃত্যু

কেরুজ শ্রমিক ইউনিয়ন নির্বাচন নিয়ে উত্তপ্ত পরিস্থিতি, এমডি রাব্বিক হাসানের বিরুদ্ধে শ্রমিক নেতাদের সরব অভিযোগ

খুলনা বিভাগীয় প্রেসক্লাবের মেহেরপুর জেলা শাখার কমিটি গঠন সম্পন্ন