ঢাকা মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

শালিখায় সরিষা ফুলে ছেয়ে গেছে ফসলের মাঠ


সাইফুল ইসলাম, শালিখা photo সাইফুল ইসলাম, শালিখা
প্রকাশিত: ৮-১২-২০২২ বিকাল ৫:০

মাগুরা'র শালিখায় সরিষার হলুদ ফুলে ছেয়ে গেছে  ফসলের মাঠ।চারিদিকে হলুদ ফুলের সমারহ।সরিষা ফুলের সমারহ মাঠে ছড়াচ্ছে নান্দনিক সৌন্দর্য আর সরিষার ফুল কে ঘিরে মৌমাছি উড়ছে মধু আহরনের জন্য।

তাই এসময় মৌচাষীরা ব্যস্ত থাকে মধু সংগ্রহের জন্য।উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়,২০২২-২৩ অর্থ বছরে রাজস্ব খাতের অর্থায়নে প্রদর্শনী বাস্তবায়ন ও রবি মৌসুমে প্রণোদনার কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে সরিষা বারি-১৪, বারি-১৭,বারি-১৮,বিনা-৪,বিনা-৯,টরি-৭,বীজ,সারসহ বিতরন করা হয়।গত বছর ৩হাজার ৬৮৯ হেক্টর জমিতে উৎপাদিত সরিষা থেকে হেক্টর প্রতি ১.২ টন ফসল হয়েছিল।তবে এবছর এখন পর্যন্ত ৪হাজার ৮১০ হেক্টর জমিতে সরিষা বীজ বপন করা হয়েছে।শরিষা চাষে জমিতে নাইট্রোজেন উৎপন্ন হয়ে জমির উর্বরতা বৃদ্ধি পায় আমন ধান কাটার পরে পরবর্তি ধান চাষের মাঝে সরিষা চাষ জমি প্রস্তুতের আসল সময় তই সব দিকেই সরিষা চাষ লাভজনক হওয়ায় কৃষকেরা আগ্রহী সরিষা চাষে।উপজেলার তালখড়ি,ধনেশ্বরগাতী,শতখালী,আড়পাড়া,শালিখা ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে দেখা যায়,বিস্তৃর্ন মাঠজুড়ে যতদুর দু'চোখ যায় সরিষা ফুলের হলুদ সমারোহ।

উপজলার সদর আড়পাড়া ইউনিয়নের নির্মল বিশ্বাস জানান,গত বছর ৪একর জমিতে সরিষা চাষ করেছিলাম।এবছর আমি প্রায় ৫একর জমিতে সরিষা চাষ করেছি সরিষা গাছ ও ফুল ভালো হয়েছে সঠিক পরিচর্যা করলে আশানুরুপ ভাল ফলন পাওয়া যাবে এবং ভালো লাভের আশা করছি।ধাওয়ামীমা গ্রামের প্রনব কুমার বিশ্বাস বলেন,আমি গত বছর সরিষা চাষ করে ভাল ফলন পয়েছি,সরিষা চাষে সময় কম লাগে বারি-১৪ সরিষা চাষ উঠতে ৭০-৮০ দিন সময় লাগে আর বেশি দানা হয় তাই ফলন পাওয়া যায়।এবছর আগের চেয়ে বেশি জমিতে সরিষা চাষ করেছি।কৃষি অফিসের পরামর্শে এবার চাষ করেছি,তাই গাছ ও ফুল ফলন ভালো হবে বলে জানান। হজরাহাটি গ্রামের চাষি মুকুন্দ বিশ্বাস জামান,আমি এবছর নুতন সরিষা চাষে উপজেলা কৃষি অফিস থেকে বারি-১৪ বিজ এনে ২একর জমিতে রোপন করেছি এবং ভালো ফলনের আশা করছি।শ্রীহট্ট গ্রামের মোঃ আমিরুল বিশ্বাস বলেন,গত বছরের তুলনায় এবছর সরিষা গাছ ও ফুল দেখে বোঝা যাচ্ছে এবছর দ্বিগুন ফলন পাওয়া যাবে।বাজারে দামও পাওয়া যাবে বেশি।তাই আমন ধান কাটার পর পরই ৩ একর জমিতে সরিষা চাষ করেছি। শালিখা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আলমগীর হোসেন এ প্রতিনিধিকে বলেন,তৈল জাতীয় ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ৭টি ইউনিয়নে রবি মৌসুমে প্রণোদনার কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বারি-১৪ ও বারি-৯ সরিষা বিজ দেওয়া হয়েছে।মাঠ পর্যায়ে উপ-সহকারী কৃষি অফিসারগন সার্বক্ষণিক পরামর্শ দিয়েছেন।শালিখা উপজেলায় এবছর সরিষা চাষে কৃষকদের মাঝে আগ্রহ ব্যাপক গত বছরের তুলনায় এবছর আবহাওয়া অনুকুলে থাকায় সরিষা গাছ ও ফুল ভাল হওয়ার জন্য কৃষকরা ফলন বেশি পাবে বলে আশা করা হচ্ছে।

এমএসএম / এমএসএম

জুলাই আন্দোলনে মোজো সাংবাদিকদের সাহসী ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে : শহীদুল হক

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের ১৯ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

কুমিল্লা-৯ আসন পূর্নবহাল রাখাতে মানববন্ধন

নতুন বাংলাদেশ গড়ার বীর সন্তানদের প্রতি গভীর সমবেদনা জানালেন শেখ সাদী

জুলাই শহিদ পরিবার ও আহত যোদ্ধাদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন -খোরশেদ আলম

কক্সবাজারে এসিআই ক্রপ কেয়ারের পরিবেশক সম্মেলন: কৃষি উন্নয়নে নতুন উদ্ভাবনের প্রতিশ্রুতি

বিদ্যালয়ের জমি দখল ও অর্থ আত্মসাতের অভিযোগে চিতলমারীতে মানববন্ধন

মাদারীপুরে কুকুরের উপদ্রব: জনভোগান্তি চরমে, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সাভা‌রে সাবেক ইউপি সদস্যের নির্মানাধীন বাড়ি অবরুদ্ধ করে চাঁদা দাবি

বড়লেখায় দুর্ধর্ষ চুরির ঘটনায় যুবক গ্রেপ্তার

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে নাগেশ্বরীতে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহসচিবের সাথে ইরানী প্রতিনিধি দলের সাক্ষাৎ অনুষ্ঠিত

বরগুনায় চেক প্রতারণার মামলায় পলাতক প্রতারক জসিম কারাগারে