বর্ণিল আয়োজনে জিটিসিডিসি নবীনবরণ

বিতর্ক প্রতিযোগিতা ক্লাব। রাজধানী মাহাখালীর সরকারী তিতুমীর কলেজের এই ক্লাবটি যুক্তিশীল বিতার্কিকদের প্রাণ কেন্দ্র। প্রতি সপ্তাহে কলেজের শহীদ বরকত মিলানয়াতন এর সামনে বিতর্কের আয়োজন করা হয়। এছাড়া বিভিন্ন দুর্যোগ কবলিত এলাকায় সাহায্যের জন্য তারা বিতর্কের আয়োজন করে থাকে এবং সেখান থেকে উপার্জিত টাকা মানুষের মাঝে বিলিয়ে দেন।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বর্ণিল আয়োজনে বিতর্কে প্রতিযোগিতা ক্লাবের নবীন সদস্যদের বরণ করে নেওয়া হয়েছে। সরকারী তিতুমীর কলেজের শহীদ বরকত মিলনায়তনে দিনব্যাপী অনুষ্ঠানের মাধ্যমে নবীনদের বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রফেসর সালমা আক্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ফেরদৌস আরা বেগম অধ্যক্ষ সরকারি তিতুমীর কলেজ।
অধ্যাপক ফেরদৌস আরা বেগম বলেন, সরকারি তিতুমীর কলেজ বাংলাদেশের প্রথম সারির একটি কলেজ এবং আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি এই কলেজের অধ্যক্ষ হতে পেরে। তিতুমীর কলেজে যোগদানের পর থেকেই একটা বিষয় আমাকে অভিভূত করেছে, সেটা হল এই কলেজে এক্টা করিকুলামের জন্য ১৮ ক্লাব আছে, আমার মনে হয় না বাংলাদেশে অন্য কোন প্রতিষ্ঠানে এত গুলি ক্লাব আছে কি না আমার জানা নেই।এটি কলেজের অন্যতম একটা দিক, আমরাত পড়াশোনা করি শিক্ষিত হওয়ার জন্য, সত্যিকার অর্থে মানুষের মত মানুষ হতে হলে শিক্ষার পাশাপাশি বিভিন্ন সাংগঠনিক শিক্ষারও প্রযোজন আছে। তিতুমীর কলেজের এই ক্লাব গুলির মধ্য অন্যতম একটি ক্লাব হচ্ছে বিতর্ক প্রতিযোগিতা ক্লাব যেখানে মুক্ত বুদ্ধির চর্চা হয় যেখানে বিনয়ী হতে শিক্ষায় যুক্তিবাদী হতে শিক্ষায়। এই ক্লাবে যারা যুক্ত আছ এবং নবাগত যারা যুক্ত হয়েছ সবাইকে অভিবাদন জানাই।
তিনি আরো বলেন, সরকারি তিতুমীর কলেজ বিতর্ক প্রতিযোগিতা ক্লাবের কথা আমি যখন চট্টগ্রাম কমার্স কলেজে ছিলাম তখন শুনেছি। সরকারি কমার্স কলেজে তারা তিতুমীর কলেজ বিতর্ক প্রতিযোগিতা ক্লাবের আদলে একটি ক্লাব করতে চেয়েছিল এবং তারা সফল হয়েছে। তারা বিভিন্ন সময় তাদের কার্যক্রম চালিয়ে থাকে এবং অনেক সুনাম কামিয়েছে। বিশেষ করে করোনা কালীন সময়ে তাদের একটিভিটিস ছিল একদম প্রশংসনীয়। তারা এসব তিতুমীর কলেজ বিতর্ক প্রতিযোগিতা ক্লাব থেকে অনুসরণ করেছে। এই ক্লাবে যারা প্রথম থেকে ছিল যারা আছে সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি।
অনুষ্ঠাটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অধ্যাপক মহিউদ্দিন (উপাধ্যক্ষ) এবং অধ্যাপক মালেকা আক্তার চৌধুরী, সাধারণ সম্পাদক শিক্ষক পরিষদ।
আরো উপস্থিত ছিলেন, সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগ সভাপতি মোঃ রিপন মিয়া, সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল মোড়ল এবং সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগসহ বিতর্ক প্রতিযোগিতা ক্লাবের নবীন প্রবীণ সদস্যবৃন্দ।
সুজন / সুজন

মাতামুহুরি নদীতে গোসলে নেমে সাবেক চবি শিক্ষার্থীর মৃত্যু

রাজনৈতিক দুষ্টচক্র শিক্ষাপ্রতিষ্ঠান দখলে নিয়েছে: শিক্ষা উপদেষ্টা

শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এনটিআরসিএর বড় সিদ্ধান্ত

সাইবার বুলিং ও নিরাপত্তাহীনতায় চাকসু নির্বাচনে সীমিত নারী প্রার্থীর অংশগ্রহণ

বিশ্ববিদ্যালয় থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর লক্ষাধিক টাকার টাইলস আত্মসাত

পিডি নিয়োগে প্রথম হয়েও বাদ শেকৃবি অধ্যাপক , নিয়ম ভেঙে প্রকল্প পেলেন সাবেক ছাত্রলীগ নেতা

পবিপ্রবির নতুন উদ্যোগে নারী শিক্ষার্থীদের জন্য স্থায়ী নামাজ রুম

ডিআইইউতে আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিন সম্পন্ন

গণ বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ছাত্র সংসদ নির্বাচনে ভিপি মৃদুল, জিএস রায়হান

আইএফপিআরআই ও সার্ক কৃষি কেন্দ্রের মধ্যে যুক্তরাষ্ট্রে সমঝোতা চুক্তি স্বাক্ষর

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'তে শুরু হয়েছে আন্তর্জাতিক সম্মেলন BIM 2025

চাকসু নির্বাচনে ব্যালট নম্বর প্রকাশ, আনুষ্ঠানিক প্রচারণা শুরু
