আক্কেলপুরে প্রথম দিনে জমজমাট কোরবানি পশুর হাট
আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে জয়পুরহাটের আক্কেলপুরে জমজমাট কোরবানি পশুর হাট। ক্রেতা-বিক্রেতা উভয়ের মধ্যেই হাটকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ লক্ষ্যনীয়।
বুধবার সকাল থেকেইে পশুর হাটকে কেন্দ্র করে আক্কেলপুর উপজেলা সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে কোরবানির পশু আমদানি হতে শুরু করেছে আক্কেলপুর মুজিবর রহমান কলেজ মাঠে। প্রায় সাড়ে ৫ হাজার গরু ও ছাগলের আমদানি হয়েছে এই হাটে। বিক্রেতাদের পাশাপাশি ক্রেতাদের আগমনও চোখে পড়ার মত। ক্রেতাদের দাবি গবাগি পশুর বাজার অনান্য সময়ের চেয়ে বেশি।
আক্কেলপুর হাট ইজারাদার সাজ্জাদ হোসেন বলেন,‘ স্বাস্থ্যবিধি মেনে সুষ্ঠভাবে হাট চলছে। হাটে প্রবেশের পূর্বেই মাক্স পরিধান নিশ্চিত ও হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে।’
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো: ওয়ালি-উল-ইসলাম জানান,‘ এবছরে প্রায় ২৪ হাজারের অধিক পশু এই উপজেলায় কোরবানির জন্য প্রস্তুত আছে।’
এমএসএম / এমএসএম