ঢাকা বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

দোহাজারীর বধ্যভূমি স্বাধীনতার ৫২ বছর পরেও অবহেলিত


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ১৩-১২-২০২২ দুপুর ১:৫
১৯৭১ সালে সাড়া দেশজুড়ে পাকিস্তানী হানাদার বাহিনীর নির্যাতন শুরু হয়। সে নির্যাতনের শিকার হন চন্দনাইশ উপজেলার দোহাজারী জামিজুরী এলাকার কয়েকটি হিন্দু পরিবার। সে পরিবার গুলো থেকে ১৪ জন সদস্যদের দিন দুপুরে গুলি করে হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী। হত্যা করার পরে বড় একটি গর্ত করে একই গর্তে সবাইকে পুঁতে ফেলা হয়। আজ স্বাধীনতার ৫২ বছর পরও এ দোহাজরী জামিরজুরী বধ্যভূমিতে এখনো সরকারিভাবে কোন সাহায্য সহযোগিতায় কোন স্থাপনা বা স্মৃতিস্তম্ভ নির্মিত হয়নি। তবে হয়েছে স্থানীয়দের সহযোগিতায় ১৪ জনের নাম সম্বলিত একটি স্মৃতিফলক। যা দেখে আজও সে করুণ কাহিনী মনে করে এ এলাকার জনসাধারণ। ১৯৭১ সালে পাক হানাদার বাহিনীর দল ঝাঁপিয়ে পড়ে নিরস্ত্র বাঙালী জাতীর উপর। তারা বাঙালী নিধনের অংশ হিসেবে সে সময়ে বেছে নিয়েছিল সংখ্যালঘু সম্প্রদায়ীভুক্ত এলাকাগুলো। তারই ধারাবাহিকতায় পাক হানাদার বাহিনীরা সেদিন চন্দনাইশ (তৎকালীন পটিয়া থানার) দোহাজারী জামিজুরী গ্রামে। সারা দেশের মত এ গ্রামটিও রক্তে রঞ্জিত হয় ৭১’র এ দিনে। হানাদার বাহিনীর নিমর্মতায় বলী হয় ১৪ জন হিন্দু পরিবারের সদস্য। সেদিন শাহাদত বরণকারী শহীদদের স্মৃতিকে ধরে রাখার প্রয়াসে সরকারিভাবে কোন সাহায্য সহযোগিতায় কোন স্থাপনা বা স্মৃতিস্তম্ভ নির্মিত না হলেও
স্থানীয় ক’জন প্রগতিশীল তরুণের অক্লান্ত পরিশ্রমে দোহাজারী জামিজুরীতে গড়ে উঠে এ বধ্যভূমি। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টা এবং একান্ত আন্তরিকতার কারণে যুদ্ধাপরাধীদের বিচার হলেও এখনো এদেশীয় দোসর-রাজাকার, আলবদরদের বিচার হয়নি। এদের হাতে নির্মমভাবে সেদিন শহীদ হয়েছিল ১৪ জন। এ সকল শহীদদের পরিবার-পরিজনের অবস্থা সম্পর্কে খোঁজ-খবর রাখার গরজ কেউ অনুভব করেনি অদ্যবধি। এমনকি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়সহ রাষ্ট্রীয় কোন আনুকূল্যও তাদের ভাগ্যে জুটেনি। সরকারের সদিচ্ছার আলোকে কয়েক দফা ছবি তুলে তথ্য সরকারিভাবে উপরে মহলে পাঠানো হয়েছিল বলে জানিয়েছেন বধ্যভূমি রক্ষণাবেক্ষণকারী সুনীল কান্তি ভট্টাচার্য। দোহাজারী জামিজুরীর এ বধ্যভূমিটি সরকারি কোন দপ্তরে নথিভুক্ত হয়েছে কিনা তাও কারো জানা নেই। অথচ পাক হানাদার বাহিনী লাইনে দাঁড় করিয়ে গুলি করে ১৪ জনকে ঝাঝড়া করে তাদের প্রাণ কেড়ে নিয়েছিল। তারা তাদের স্বাভাবিক ধর্মীয় আচার অনুষ্ঠান থেকেও বঞ্চিত হয় নরপশুদের পাশবিকতার কারণে। ফলে অনেক দেরিতে নিহতদের একটি গর্তে মাটি চাপা দেয়া হয়েছিল। অবশ্যই তার আগে মুখে একটু আগুন লাগিয়ে মুখাগ্নির ব্যবস্থা করে কিছুটা দায় কমানোর চেষ্টা করা হয়েছিল সেদিন। ঘটনার প্রত্যক্ষদর্শী শহীদ ডা. বগলা প্রসাদ ভট্টাচার্যের স্ত্রী মাধুরী লতা ভট্টাচার্য গত সাত বৎসর আগে জীবিত থাকা অবস্থায় সে স্মৃতি অকপটে বলেছিলেন। তিনি সম্পূর্ণ ঘটনার বর্ণনা দিয়ে বলেছিলেন,রাজাকারদের সাথে এদেশের কিছু লোকও ছিল। তারা প্রথমে তারাচরণকে গুলি করে হত্যা করে। পরে বৃষ্টির মত গুলি করেছে। অনেকের মাথার খুলি পর্যন্ত উড়ে যায়। অতিথি একজনসহ ১৪ জনকে হত্যা করে দড়ি দিয়ে বেঁধে তাদের ঘরের পিছনের গর্তে ফেলে মাটি দিয়ে দেয়। ঘটনার দিন ছিল বুধবার ১৪ বৈশাখ,২৮ এপ্রিল ১৯৭১ সাল।শহীদ ডা.বগলা প্রসাদের ছেলে ডা.সুনীল ভট্টাচার্য বলেন,স্বাধীনতার পর পর বঙ্গবন্ধু সরকার থেকে মাত্র ২ হাজার টাকার সাহায্য পাওয়া যায়। আর কোন সাহায্য সহযোগিতা সরকারি বা বেসরকারিভাবে শহীদ পরিবারগুলো পায়নি। তারা কোন সাহায্য না পেলেও নিজস্ব তাগিদে ১৪ জন শহীদের সমাধিস্থলে তাদের নাম র্লিখে একটি বেঁধি নির্মাণ করেছেন। বধ্যভূমিটি সংস্কার করার জন্য সাবেক সাংসদ আ’লীগ নেতা ইঞ্জিনিয়ার আফছার উদ্দিন আহমদ তাঁর ব্যক্তিগত তহবিল থেকে ১৫ হাজার টাকা অনুদান দিয়েছিলেন। এছাড়া আর কোন নেতা-কর্মী এ বধ্যভূমির জন্য অর্থদান তো দূরের কথা, অনেকে দেখতে পর্যন্ত আসেনি। বর্তমানে তিনি শহীদদের সমাধিস্থলে বেধি নির্মাণ করে মাটি ভরাট ও বাউন্ডারি দিয়ে অনেকটা ঋণ কমানোর চেষ্টা করেছেন।

এমএসএম / এমএসএম

নেছারাবাদে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ফুলবাড়ীতে সাড়ে ১৭ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রূপগঞ্জে ডিবি পরিচয়ে ইউপি চেয়ারম্যানকে অপহরণ

উত্তরা ইপিজেডে সংঘর্ষ ও শ্রমিক নিহতের ঘটনায় সব কারখানা বন্ধ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিশেষ সিন্ডিকেট সদস্যদের মাধ্যমে কোটি কোটি টাকার স্ক্যাপ চুরি হচ্ছে

রাজশাহীতে জনস্বাস্থ্য প্রকৌশলীর অপসারণের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

রৌমারীতে বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

চৌগাছা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সভা

নালিতাবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুফিয়ানের নেতৃত্বে আনন্দ মিছিল জনসমুদ্রে রূপান্তরিত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাকেরগঞ্জে পূবালী ব্যাংক পিএলসি'র ২৪৫তম উপশাখা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন

চট্টগ্রামে ছাত্রশিবিরের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৯৭১ সালে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেনঃ কাজী মনির