লামার আজিজনগরে কৃষকের ঘর ভেঙে ধান খেয়েছে বন্য হাতি
বান্দরবান জেলার লামা উপজেলার আজিজনগর ইউনিয়ন এর ৯ নং ওয়ার্ড পূর্ব চাম্বি আমতলী ডিগ্রি খোলা ছালেয়াং পাড়ায় ৩/৪ বছর যাবত বন্য হাতির পাল গুলোর কারণে অনেক মায়ের বুক খালী হয়েছে বলে স্থানীয়রা জানান তবে এখনো পযর্ন্ত এই হাতি গুলোর ব্যাপারে কোন ব্যবস্তা নিচ্ছেনা বন বিভাগ, বন্য হাতির ভয়ে রাত হলে জনগনের ঘুম হারাম হয়ে যায়,পূর্ব চাম্বি আমতলী মুসলিম পাড়ার ৯ নংওয়ার্ড এর কৃষক আমির হোসেন ( ৩২) পিতা মোঃ আবুল বশার তাহার নিজ বসত ঘর ভাংচুর করে ১০০ আড়ি ধান খেয়েছে বলে জানান তিনি,ঘর ভাংচুর সহ তার ক্ষয় ক্ষতির পরিমান আনুমানিক এক লক্ষ টাকার অধিক হবে বলে আমির হোসেন জানান, ১২/১২/২০২২ তারিখ আনুমানিক দুই টার সময় মোঃ সাহেব মিয়া (৩৭) পিতা মৃত আবুল কাশেম ৩/ মোঃ জয়নাল আবেদীন (৫৪) পিতা মৃতু সেকান্দর মিয়া ৪/ মোঃমনিরুল ইসলাম (৩৬)পিতা মোঃ আবুল বাশার একে টাইমে তাদের চার বাড়িতে ভাংচুর করে ধান খেয়েছেন বলে জানান তাদের চার জনের ৩ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলেন তারা, আমতলী পাড়া গ্রাম সর্দার জনাব মোঃ আবুল কালাম বলেন বন্য হাতির আক্রমণের বিষয়টি নিশ্চিত বলে জানান তিনি ।
এমএসএম / এমএসএম