আদিবাসীর জমির ধান লুটে নিল ইউপি সদস্য
কয়রা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মিজানুর রহমান কোহিনুর ও তার লোকজনের বিরুদ্ধে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোর পূর্বক নিরঞ্জন মুন্ডা নামে এক আদিবাসীর জমির ধান লুটে নেয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভুক্তভোগী পরিবারটি আদালতে মামলা করেছে। মামলা করায় ইউপি সদস্য ক্ষিপ্ত হয়ে আদিবাসীদের হুমকি দিলে আজ রবিবার কয়রা থানায় একটি সাধারণ ডায়েরি করেছে নিরঞ্জন মুন্ডা।
কয়রা সদর ইউনিয়নের ১নং কয়রা গ্রামে ওই মুন্ডা পরিবারের বসতভিটা। জমি নিয়ে ইউপি সদস্য কহিনুরের সঙ্গে দীর্ঘদিনের বিরোধ রয়েছে নিরঞ্জন মুন্ডার। নিরঞ্জন মুন্ডার দাবি, তার পৈতৃক সম্পত্তিতে ধান লাগিয়েছিলেন তিনি। তবে সে ধানের সবটাই লুটে নিয়েছেন স্থানীয় ইউপি সদস্য কহিনুর ও তার লোকজন। নিরঞ্জন মুন্ডা জানান, কয়রা মৌজার এস.এ ৪৮৮ খতিয়ানের ১৬১৫ এবং ১৬৪১ দাগের ১ একর ৩৬ শতক জমি পৈতৃক সূত্রে প্রাপ্ত হয়ে দীর্ঘদিন ভোগ দখল এবং চাষাবাদ করে আসছেন তিনি। তবে গত বর্ষা মৌসুমে ধান রোপনের সময় ইউপি সদস্য মোঃ কোহিনুর ইসলাম তার দলবল নিয়ে ওই জমি দখলের চেষ্টা করলে তিনি কয়রা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৪৩৯/২২ নং একটি মামলা দায়ের করেন।
আদালত তখন কাগজপত্র যাচাই-বাছাই শেষে নিরঞ্জন মুন্ডার পক্ষে রায় দিয়ে চাষাবাদ অব্যাহত রাখতে বলেন। এবং ইউপি সদস্যকে জমিতে বেআইনি প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেন। নিরঞ্জন মুন্ডা বলেন, তার রোপিত পাকা ধান সহ ফসলের আনুমানিক বাজার মূল্য ৯০ হাজার ৪ শত টাকা। কিন্তু গত ১২ ডিসেম্বর (সোমবার) সকালে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করেই ইউপি সদস্য কোহিনুর ইসলামের নেতৃত্বে ১২/১৩ জন লোক দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে আমার জমির পাকা ধান কেটে নিয়ে গেছে। ক্ষতিগ্রস্থ আদিবাসী কৃষক নিরঞ্জন মুন্ডা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমি একজন নিরীহ কৃষক। কহিনুর মেম্বার এলাকার প্রভাবশালী। মেম্বার লোকজন নিয়ে আদালতের নিষেধাজ্ঞা আমান্য করে আমার জমির ধান কাটতে আসলে আমি আর আমার স্ত্রী বাসন্তী মুন্ডা বাঁধা দিলে আমাদের গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়ে সব দান লুটে নিয়ে গেছে। আমি এর উপযুক্ত বিচার চাই, বলে তিনি কাঁদতে থাকেন।
এ ঘটনার পর গত ১৩ ডিসেম্বর (মঙ্গলবার) নিরঞ্জন মুন্ডা কয়রা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ইউপি সদস্য কোহিনুর ইসলাম গাজীকে ১নং আসামী করে ১২ জনের বিরুদ্ধে মামলা করেন। নিরঞ্জন মুন্ডার স্ত্রী বাসন্তী মুন্ডা জানান, এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা হলে তারা আমার পরিবারের সদস্যদের প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে। এমনকি আমাদের পক্ষে যাঁরা কথা বলেছেন, ইউপি সদস্যের লোকজন তাঁদেরও হুমকি দিচ্ছে। আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। রবিবার কয়রা থানায় একটি সাধারণ ডায়েরি করেছি। বিষয়টি নিয়ে জানতে চাইলে ইউপি সদস্য মিজানুর রহমান কোহিনুর বলেন, আমি আদিবাসীদের ধান কাঁটার সাথে জড়িত নই। মূলত স্থানীয় রুহুল আমিন মুন্সির সাথে ওই জমি নিয়ে নিরঞ্জন মুন্ডার বিরোধ রয়েছে। দুই পক্ষের বিরোধ নিরসনের জন্য আমি ধান নিজ জিম্মায় রেখেছি। নিরঞ্জন ও তার স্ত্রী বাসন্তী মুন্ডাকে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়ার বিষয়টি ভিত্তিহীন। কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএমএস দোহা বলেন, ‘ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকজনের একটি জমি নিয়ে বিরোধের কথা জানতে পেয়েছি। যাতে কেউ অপ্রীতিকর ঘটনা ঘটনাতে না পারেন, সে জন্য ওই এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।
এমএসএম / এমএসএম
মির্জা ফখরুলকে নিয়ে কন্যার হৃদয়স্পর্শী পোস্ট
পিরোজপুর-২ আসনে বিএনপির মনোনয়নের বিরুদ্ধে তৃণমূলের তীব্র ক্ষোভে উত্তাল নেছারাবাদ উপজেলা
কুমিল্লায় মনিরুল হক চৌধুরীর সমর্থনে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ
ধামইরহাটে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিশুদেরকে কোরআনের ছবক প্রদান
আদমদীঘিতে নিখোঁজের ৩দিন পর ডোবার থেকে বৃদ্ধার লাশ উদ্ধার
পাবনায় রেজিস্টারদের প্রাণনাশের হুমকি! সেই শাহীনসহ ৬ দলিল লেখকের সনদ বাতিল
হালদা নদী থেকে বালুভর্তি ড্রেজার জব্দ, চালককে জরিমানা
শাল্লার কুশিয়ারা নদীতে অবৈধ ড্রেজার মেশিনের তান্ডব,নদীভাঙনের মুখে শত শত ঘরবাড়ি
বগুড়ার শেরপুরে মটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত
গ্রাম আদালতকে আরও গতিশীল করতে চেয়ারম্যানদের নিয়ে ২ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত
এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণের চেষ্টা চলবে-নেত্রকোনায় দেলাওয়ার হোসেন আজিজী
চট্টগ্রামের ৫টি আসনে বিএনপির মনোনয়ন নিয়ে তৃণমূলে ক্ষোভ