রিক্সা চালক হত্যা মামলা'র আসামীদের ফাঁসির দাবীতে সংবাদ সম্মেলন
জামালপুর জেলার মেলান্দহ উপজেলার গোবিন্দপুর গাড়োয়ানপাড়া গ্রামের রিক্সা চালক আলম শেখ হত্যা মামলা আসামি"র ফাঁসি র দাবী'তে সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবার। (২০ডিসেম্বর) সকালে জামালপুর প্রেসক্লাবের মিলনায়তনে নিহতের পরিবার এই সংবাদ সম্মেলন আয়োজন করেন।
নিহতের স্ত্রী বেদেনা বেওয়া বলেন আমার স্বামী মৃত আলম শেখ ও কাউন্সিলর ফরিদুজ্জামান ফরিদের সাথে জমিজমা নিয়ে আদালতে মামলা চলছিল। এই মামলা মীমাংসার প্রলোভন দেখিয়ে গত ২০০৯ সালের ৭ জানুয়ারি আমার স্বামী আলম শেখ কে তৎকালীন পৌর কাউন্সিলর ফরিদুজ্জামান ফরিদ, একই গ্রামের মোঃ ফজলু, কালাম, নুরল শেখ ও ছোহরাব জামালপুর শহরে নিয়ে ঘুরাফেরা শেষে মেলান্দহ রেল স্টেশন এলাকায় নিয়ে যান। স্টেশন এলাকায় নিয়ে তাকে বিষ মিশ্রিত পাউরুটি খাওয়ান। কাউন্সিলরের দেওয়া পাউরুটি খাবার পর অসুস্থতা দেখা দিলে একটি
অপরিচিত সিএনজি করে মেলান্দহ থানা গেইটের পাশেই একটি চায়ের দোকানের সামনে মাটিতে পরে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে পাঠালে তিনি আরো বেশি অসুস্থ হন। এ সময় তিনি পুরো ঘটনার বর্ণনা দিতে থাকেন পরিবারের সদস্যদের কাছে।
তিনি আরো বলেন, মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার প্রস্তুতিকালে,তিনি মারা যান। ঘটনার রাতেই মেলান্দহ থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।আমার স্বামীকে হত্যাকান্ডের ঘটনায় আমি মামলা দায়ের করতে মেলান্দহ থানায় অসংখ্যবার ঘুরেও মামলা দায়ের করতে না পারায়। অবশেষে আদালতে মামলা দায়ের করি।ময়নাতদন্তের রিপোর্টে আমার স্বামীকে বিষ খাইয়ে হত্যা করার বিষয়টি নিশ্চিত হবার পর ২০০৯ সালের ২৩ মে মেলান্দহ থানা মামলা রুজু করেন। বর্তমান এই মামলাটি জামালপুর জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন আছে। মামলা নং- ৩৩/১০।
নিহতের ছেলে বলেন, কাউন্সিলর ফরিদ আমার স্ত্রীকে মেরে গর্বের সন্তান হত্যা করেছে এবং আমার বাবা হত্যা মামলার স্বাক্ষীদের নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করায় এখন পর্যন্ত কেউ সাক্ষ্য দিতে পারেননি। মামলা দায়েরের পর থেকে প্রভাবশালী আসামীদের হুমকিতে আমি আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভোগছি। প্রভাবশালী আসামী পক্ষ আমার বাবার জমিজমা বসতভিটা সব বেদখল করেছে। বর্তমানে আমাদের পরিবারের ১১সদস্য নিয়ে অন্যের ভাড়া বাসায় বসবাস করছি। আসামীদের মধ্যে সাবেক কাউন্সিলর ফরিদ, ফজলু, মোঃ নুরুল ও আসামী সোহরাবের চাচাত ভাই মনোহর গত ১৭ ডিসেম্বর দুপুরে ঐ ভাড়া বাসায় গিয়ে হামলা চালিয়ে ১৫ দিনের মধ্যে মামলা তুলে নেবার হুমকি দেন।
হুমকি পর গত ১৯ ডিসেম্বর মেলান্দহ থানায় একটি সাধারণ ডায়েরি করেছি। মেলান্দহ থানার সাধারণ ডায়েরি নং-৮০৭,প্রভাবশালী আসামী পক্ষের অব্যাহত হুমকিতে বর্তমানে আমি ও আমার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। সংবাদ সম্মেলনে হত্যাকারীদের ফাঁসিসহ ন্যায় বিচারের জন্য প্রধানমন্ত্রীসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করে পরিবার টি
এমএসএম / এমএসএম
গাইবান্ধার ফুলছড়িতে প্রাথমিক শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ
দুমকীতে দুই আওয়ামীলীগ নেতা আটক
চন্দনাইশে মহাপরিকল্পনা প্রণয়নের তথ্য উপস্থাপন কর্মশালা
পবিপ্রবির দুই শিক্ষার্থী পুনঃভর্তির আদেশ
দৈনিক সকালে সময় পত্রিকাই সংবাদ প্রকাশের পর পানিবন্দি থেকে মুক্তি পেলেন অর্ধশত পরিবার
জয়পুরহাটে কাব ক্যাম্পুরী ও শতভাগ অর্জনকল্পে প্রস্তুতিমূলক ক্যাম্পের বর্ণাঢ্য উদ্বোধন
শেরপুরের শ্রীবরদীতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত
সিংড়া মডেল প্রেসক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
বড়লেখায় ৩ দফা দাবিতে সহকারি শিক্ষকদের কর্মবিরতি অব্যাহত, ১৫১ প্রাইমারি স্কুলে অচলাবস্থা
কুমিল্লায় ৫ হাজার গাড়ীবহর নিয়ে বিএনপিনেতা গফুর ভূইয়ার প্রচারনা
রাজশাহীতে ‘‘অপারেশনস্ ফার্স্ট লাইট’’ অভিযানে আগ্নেয়াস্ত্র, মাদকদ্রব্য ও মোটরসাইকেল উদ্ধার: গ্রেফতার: ১৩
বালাগঞ্জে পরিচ্ছন্নতা ও রোগীর স্বাস্থ্য রক্ষায় নতুন উদ্যোগ নিলেন ডা. মামুন
টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি
Link Copied