ঢাকা রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

রিক্সা চালক হত্যা মামলা'র আসামীদের ফাঁসির দাবীতে সংবাদ সম্মেলন


জামিল, জামালপুর photo জামিল, জামালপুর
প্রকাশিত: ২০-১২-২০২২ বিকাল ৫:৫৮
জামালপুর জেলার মেলান্দহ উপজেলার গোবিন্দপুর গাড়োয়ানপাড়া গ্রামের রিক্সা চালক আলম শেখ হত্যা মামলা আসামি"র ফাঁসি র দাবী'তে সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবার। (২০ডিসেম্বর) সকালে জামালপুর প্রেসক্লাবের মিলনায়তনে নিহতের পরিবার এই সংবাদ সম্মেলন আয়োজন করেন।
 
নিহতের স্ত্রী  বেদেনা বেওয়া বলেন আমার স্বামী মৃত আলম শেখ ও কাউন্সিলর ফরিদুজ্জামান ফরিদের সাথে জমিজমা নিয়ে আদালতে মামলা চলছিল। এই মামলা  মীমাংসার প্রলোভন দেখিয়ে গত ২০০৯ সালের ৭ জানুয়ারি আমার স্বামী আলম শেখ কে তৎকালীন পৌর কাউন্সিলর ফরিদুজ্জামান ফরিদ, একই গ্রামের মোঃ ফজলু, কালাম, নুরল শেখ ও  ছোহরাব জামালপুর শহরে নিয়ে ঘুরাফেরা শেষে মেলান্দহ রেল স্টেশন এলাকায় নিয়ে যান। স্টেশন এলাকায় নিয়ে তাকে বিষ মিশ্রিত পাউরুটি খাওয়ান। কাউন্সিলরের দেওয়া পাউরুটি খাবার পর অসুস্থতা দেখা দিলে একটি 
অপরিচিত সিএনজি করে মেলান্দহ থানা গেইটের পাশেই একটি চায়ের দোকানের সামনে মাটিতে পরে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে পাঠালে তিনি আরো বেশি অসুস্থ হন। এ সময় তিনি পুরো ঘটনার বর্ণনা দিতে থাকেন পরিবারের সদস্যদের কাছে। 
 
তিনি আরো বলেন,  মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার প্রস্তুতিকালে,তিনি মারা যান। ঘটনার রাতেই মেলান্দহ থানার পুলিশ মৃতদেহ  উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।আমার স্বামীকে হত্যাকান্ডের ঘটনায় আমি মামলা দায়ের করতে মেলান্দহ থানায় অসংখ্যবার ঘুরেও মামলা দায়ের করতে না পারায়। অবশেষে আদালতে মামলা দায়ের করি।ময়নাতদন্তের রিপোর্টে আমার স্বামীকে বিষ খাইয়ে হত্যা করার বিষয়টি নিশ্চিত হবার পর ২০০৯ সালের ২৩ মে মেলান্দহ থানা মামলা রুজু করেন। বর্তমান এই মামলাটি জামালপুর জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন আছে। মামলা নং- ৩৩/১০।
 
নিহতের ছেলে বলেন, কাউন্সিলর ফরিদ আমার স্ত্রীকে মেরে গর্বের সন্তান  হত্যা করেছে এবং আমার বাবা হত্যা মামলার স্বাক্ষীদের নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করায় এখন পর্যন্ত কেউ সাক্ষ্য দিতে পারেননি। মামলা দায়েরের পর থেকে প্রভাবশালী আসামীদের হুমকিতে আমি আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভোগছি। প্রভাবশালী আসামী পক্ষ আমার বাবার জমিজমা বসতভিটা সব বেদখল করেছে। বর্তমানে আমাদের পরিবারের ১১সদস্য নিয়ে অন্যের ভাড়া বাসায় বসবাস করছি। আসামীদের মধ্যে সাবেক কাউন্সিলর ফরিদ, ফজলু, মোঃ নুরুল ও আসামী সোহরাবের চাচাত ভাই মনোহর গত ১৭ ডিসেম্বর দুপুরে ঐ ভাড়া বাসায় গিয়ে হামলা চালিয়ে ১৫ দিনের মধ্যে মামলা তুলে নেবার হুমকি দেন। 
 
হুমকি পর গত ১৯ ডিসেম্বর মেলান্দহ থানায় একটি সাধারণ ডায়েরি করেছি। মেলান্দহ থানার সাধারণ ডায়েরি নং-৮০৭,প্রভাবশালী আসামী পক্ষের অব্যাহত হুমকিতে বর্তমানে আমি ও আমার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। সংবাদ সম্মেলনে হত্যাকারীদের ফাঁসিসহ ন্যায় বিচারের জন্য প্রধানমন্ত্রীসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করে পরিবার টি

এমএসএম / এমএসএম

চসিকের সিইওকে সরাতে মেয়রের ডিও লেটার

নড়াইলে গণঅধিকার পরিষদের নির্বাচন প্রস্তুতি সভা অনুষ্ঠিত

লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. আবুল হাসনাতের বিরুদ্ধে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ

মুলাদীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কামালপাড়া যুব সংঘের আহ্বায়ক কমিটি গঠন

‘সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর জরুরি’: কানাডা বিএনপি নেতা হুমায়ুন পাটোয়ারী

পটুয়াখালীতে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে ৩৫ লক্ষাধিক টাকার মাদক ও জাল নোট জব্দ

কেরানীগঞ্জে চাষের মাগুরকে খাওয়ানো হচ্ছে মরা মুরগি, তীব্র গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

যথা সময়ে নির্বাচন, সহিংসতা প্রতিরোধে জনগণকেও ভূমিকা রাখতে হবে: উপদেষ্টা শারমীন এস মুরশিদ

নুরাল পাগলা’র দরবারে পুলিশের ওপর হামলা, ৩৫০০ জনের বিরুদ্ধে মামলা

গাছের ডালে ঝুলন্ত অবস্থায় ডেকোরেশন কর্মীর লাশ উদ্ধার

কুড়িগ্রারে রৌমারীতে সেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত

চৌগাছায় পনিতে ডুবে আড়াই বছরের শিশু আবু বক্করের মৃত্যু