মুজিববর্ষে আশ্রয়হীনদের ঘর বানিয়ে প্রশংসায় ভাসছেন বাজালিয়ার তাপস দত্ত

মুজিব শতবার্ষ উপলক্ষে একটি ঘরের বরাদ্দ মাত্র ১ লাখ ৭১ হাজার টাকা। কিন্তু বাস্তবে এই ঘর তৈরি করতে গেলে এই টাকায় আসলে কিছুই হয় না। ফলে প্রকল্প বাস্তবায়নে উপজেলা প্রশাসনকে অবশ্যই থাকতে হয় টেনশনে, কথাটি শুনতে খারাপ লাগলেও মাঠপর্যায়ে এটাই বাস্তবতা। তবুও বিভিন্ন জায়গায় প্রধানমন্ত্রীর মুজিব শতবর্ষ উপলক্ষে উপহার এই ঘরের মান নিয়ে কিছুটা সোস্যাল মিডিয়ায় প্রশ্ন উঠলেও প্রধানমন্ত্রীর ভাবমূর্তি উজ্জ্বল রাখার জন্য এবং প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে মুজিব শতবর্ষের শ্রেষ্ঠ উপহার গরিবদের দেয়া ঘরকে উন্নতমানের নির্মাণ করে সাতকানিয়া তথা পুরো বাংলাদেশে নতুন আলোচনার জন্ম দিয়েছেন সাতকানিয়ার বাজালিয়া ইউনিয়নের চেয়ারম্যান তাপস দত্ত। গতকাল বৃহস্পতিবার বিকেলে বাজালিয়ায় মুজিববর্ষের উপহারের ঘরগুলো দেখতে গেলে দেখা যায় উন্নত ঘরের দৃশ্যগুলো।
জানা যায়, সাতকানিয়ার বাজালিয়া ইউনিয়নে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর ৫টি ঘর নির্মাণের দায়িত্ব দেয়া হয় সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান তাপস দত্তকে। আর এই ঘর নির্মাণ বাবদ উপজেলা প্রশাসন থেকে তিনি নগদ ৮ লাখ টাকা গ্রহণ করেন। কিন্তু বাস্তবে যে স্পটে ঘর নির্মাণ করবেন ওখানে শুধুই মাটি কাটতে খরচ হয়েছে সাড়ে তিন লাখ টাকা। আর প্রতিটি ঘর নির্মাণ করতে তিনি নিজেই খরচ করেছেন আড়াই লাখ টাকার মতো। সব মিলিয়ে ৫টি ঘর নির্মাণে বাজালিয়ার চেয়ারম্যান তাপস দত্ত খরচ করলেন ১৫ থেকে ১৬ লাখ টাকার মতো। তার এমন মহত্বের কারণে ইউনিয়ন তথা পুরো জেলায় ফেসবুকে চলছে প্রশংসার জোয়ার। তার এমন মহৎ উদ্যোগের বিষয়ে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ ও জানান।
এদিকে, সাতকানিয়ার বাজালিয়ার এই ব্যয়বহুল ৫টি ঘর নির্মাণে মাটির কাজ করা শ্রমিকদের মাঝি মো. নাজিম বলেন, আসলে আমাদের চেয়ারম্যান বেশি ধনী লোক তাই ১৫-১৬ লাখ টাকা খরচ করেছেন। অন্য চেয়ারম্যানদের তো তেমন টাকা-পয়সা নেই তাই তারা খরচ করতে পারেন না।
নিজস্ব তহবিল যোগ করে ব্যয়বহুল মুজিব শতবর্ষের ঘর নির্মাণ করে আলোচনায় আসা চেয়ারম্যান তাপস বলেন, আসলে আমি নৌকার চেয়ারম্যান মানে প্রধানমন্ত্রীর দেয়া নৌকার নমিনেশনেই চেয়ারম্যান। আমিও প্রধানমন্ত্রীর মুজিব শতবর্ষের যে উপহার সেটা বাংলাদেশে স্থায়ী হোক এমন প্রত্যাশার একজন অংশীদার। আর সেই অংশীদার হিসেবে প্রধানমন্ত্রীর স্বপ্নটাকে টেকসই করার মানসিকতা থেকেই নিজস্ব তহবিল থেকে খরচ করে ঘরগুলো নির্মাণ করা।
এমএসএম / জামান

লোহাগড়ায় সরকারি রাস্তা দখল, ঘরবন্দি শিরিনা খাতুন

সান্তাহারে ইয়াবা ট্যাবলেট ও প্রাইভেট কারসহ দুইজন গ্রেপ্তার

নেত্রকোনা জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে গরুর গাড়ি মার্কা প্রার্থীর সমর্থনে সভা

কাউনিয়ায় এইচএসসি ব্যবহারিক পরীক্ষায় টাকা নেওয়ার অভিযোগে

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গাজীপুরে গাছের চারা বিতরণ

দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী ও প্রতিবাদ সমাবেশ পালিত

পলিথিন ও প্লাস্টিক বর্জন করে চটের ব্যাগ ব্যবহার করুন- কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা

সোনাগাজীতে পুলিশের বিশেষ অভিযানে গরু চোরসহ গ্রেফতার-০৪, চোরাই গরু উদ্ধার

সীমান্তে বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

ভূরুঙ্গামারীতে বিএনপির নেতাদের নামে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

রক্ষণাবেক্ষণের অভাবে এভাবেই নষ্ট হচ্ছে পৌরসভার অর্ধ কোটি টাকার সম্পদ

টাকার বিনিময়ে সনদ বিক্রি, শিক্ষার্থী নেই তবুও চলছে এমপিওভুক্ত কলেজ
