লামার রাবার কারখানার কেমিক্যাল ও বর্জ্যে চরম দুর্ভোগে সাধারণ মানুষ

বান্দরবান জেলার লামার আজিজনগরে রাবারের বর্জ্যে অর্ধশতাধিক গ্রামের ফসলের মাঠ ও জলাশয় দুর্গন্ধযুক্ত বিষাক্ত পানি আর বর্জ্যে পরিপূর্ণ হয়ে পড়েছে। বেশির ভাগ জমিতে ফসল হচ্ছে না।খাল-নদী, নালায় মরে যাচ্ছে নানা প্রজাতির দেশি মাছ। দুর্ভোগের অন্যতম কারণ হয়ে উঠেছে রাবার-কারখানা থেকে নির্গত কেমিক্যাল বর্জ্য ও নোংরা পানি। নগরীর খাল, বিল, নালা ড্রেন পেরিয়ে এই পানিতে দূষিত হচ্ছে নদী। এতে পরিবেশ দূষণের পাশাপাশি বেড়েছে নাগরিক দুর্ভোগ। তবে এসব থেকে প্রতিকারের নেই কোনও স্থায়ী উদ্যোগ। এ অবস্থায় এসব এলাকার বাসিন্দারা দিশাহারা হয়ে পড়ছেন।
অভিযোগ রয়েছে লামার আজিজনগরে লাইন্সেন বিহীন রাবার শিল্প প্রতিষ্ঠানের মালিক খরচ বাঁচানোর জন্য দিন-রাত তাদের রাবার-কারখানার বর্জ্য কোনও শোধন না করেই সরাসরি খাল-বিল বা নালায় ছেড়ে দিচ্ছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, আজিজনগর খাল হয়ে ছোট-বড় ড্রেন-খালের পানি মাতামুহুরি নদীতে প্রবাহিত হয়েছে। রাসায়নিক কেমিক্যালের তরল বর্জ্য বিষাক্ত পানি-বর্জ্যে নগরীর উত্তর এলাকার গ্রাম গুলোর কৃষি জমি, খাল-বিল, নদী-নালা ও জলাশয়ের পানিতে মিশছে। নগরের রোড়পাড়া এলাকার সড়কের পাশেই রয়েছে বিশাল খোলা নর্দমা। রাবার কারখানার কেমিক্যাল বর্জ্য নির্গত হয়ে পড়ছে নর্দমায় । এ যেন বর্জ্য নির্গমনে একটি গোছানো ব্যবস্থা। উৎকট দুর্গন্ধে দম বন্ধ হয়ে আসার উপক্রম স্থানীয়দের। এসব কেমিক্যাল বর্জ্য ও নোংরা পানিতে নষ্ট হচ্ছে ফসলী জমি। খাল-বিলে দুর্গন্ধযুক্ত দূষিত পানি আর বর্জ্যের স্তর দেখা যায়। এলাকার লোকজনকে নাক টিপে বা রুমাল চেপে চলাচল করতে দেখা গেছে। এ অবস্থায় অর্ধশতাধিক গ্রামের বাসিন্দাদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।
কথা হয় একই এলাকার ব্যবসায়ী মোঃ এনামুল হাসানের সঙ্গে। তিনি বলেন, দীর্ঘদিন এভাবেই প্রতিদিন বর্জ্য আজিজনগর খালে পড়ছে। পুরো এলাকা দুর্গন্ধময় হয়ে গেছে। দোকানে বসার মতো কোন পরিবেশও নাই। খালে গোসল করা বা মাছ ধরা তো অনেক দূরের কথা।
পরিবেশ অধিদপ্তর বান্দরবানের সহকারী পরিচালক মো: ফখর উদ্দিন চৌধুরী বলেন, বিষয়টি আমাদের নজরের বাহিরে ছিল। আমরা খুব দুরত্ব অভিযান পরিচালনার মাধ্যমে নদীনালা খালগুলো পুনরুদ্ধার ও পরিবেশকে দূষন মুক্ত করবো এবং অপরাধীদের আইনের আওতাই আনবো।
ছবির ক্যাপসনঃ রাবার-কারখানা থেকে নির্গত কেমিক্যাল বর্জ্য পানিতে মিশে দুর্গন্ধ ও দূষিত পানি আর বর্জ্যের স্তর।
এমএসএম / এমএসএম

মেহেরপুরে রেমিট্যান্স যোদ্ধা দিবসে আলোচনা সভা ও সম্মাননা স্মারক প্রদান

বড়লেখায় দিনদুপুরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২, টাকা ও মোবাইল ফোন উদ্ধার

কুতুবদিয়ায় সমুদ্র সৈকতে ভেসে আসা অর্ধগলিত মরদেহটি সনাক্ত হয়েছে

সিংড়ায় রাজস্ব ফাঁকির অপচেষ্টা রোধ করলেন সাব রেজিস্ট্রার

দাউদকান্দিতে খাল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

হাতিয়ায় নদী ভাঙ্গনের কবলে দুটি বিদ্যালয়, রক্ষার দাবি শিক্ষক-শিক্ষার্থীদের

রাণীনগরে চাকু ধরে ব্যবসায়ীর ৫লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

কক্সবাজারে অটোরিকশায় ট্রেনের ধাক্কা, প্রাণ গেল চারজনের

মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছধরা উন্মুক্ত

বন রক্ষায় বন বিভাগকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে; পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

সিংড়ায় অজ্ঞাত লাশের রহস্য উদঘাটন, র্যাবের অভিযানে গ্রেফতার ২

হাটহাজারীতে সালিশি বৈঠকে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা অভিযোগ ; আটক ২

মনোহরগঞ্জে মডেল মসজিদ বিদ্যুৎ বিচ্ছিন্ন দুর্ভোগে মুসল্লিরা
Link Copied