ঢাকা শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫

লামার রাবার কারখানার কেমিক্যাল ও বর্জ্যে চরম দুর্ভোগে সাধারণ মানুষ


ইসমাইল হোসেন, লামা photo ইসমাইল হোসেন, লামা
প্রকাশিত: ২৫-১২-২০২২ দুপুর ৩:৪৪
বান্দরবান জেলার লামার আজিজনগরে রাবারের বর্জ্যে অর্ধশতাধিক গ্রামের ফসলের মাঠ ও জলাশয় দুর্গন্ধযুক্ত বিষাক্ত পানি আর বর্জ্যে পরিপূর্ণ হয়ে পড়েছে। বেশির ভাগ জমিতে ফসল হচ্ছে না।খাল-নদী, নালায় মরে যাচ্ছে নানা প্রজাতির দেশি মাছ। দুর্ভোগের অন্যতম কারণ হয়ে উঠেছে রাবার-কারখানা থেকে নির্গত কেমিক্যাল বর্জ্য ও নোংরা পানি। নগরীর খাল, বিল, নালা ড্রেন পেরিয়ে এই পানিতে দূষিত হচ্ছে নদী। এতে পরিবেশ দূষণের পাশাপাশি বেড়েছে নাগরিক দুর্ভোগ। তবে এসব থেকে প্রতিকারের নেই কোনও স্থায়ী উদ্যোগ। এ অবস্থায় এসব এলাকার বাসিন্দারা দিশাহারা হয়ে পড়ছেন।
 
অভিযোগ রয়েছে লামার আজিজনগরে লাইন্সেন বিহীন রাবার শিল্প প্রতিষ্ঠানের মালিক খরচ বাঁচানোর জন্য দিন-রাত তাদের রাবার-কারখানার বর্জ্য কোনও শোধন না করেই সরাসরি খাল-বিল বা নালায় ছেড়ে দিচ্ছে।
 
সরেজমিনে গিয়ে দেখা গেছে, আজিজনগর খাল হয়ে ছোট-বড় ড্রেন-খালের পানি মাতামুহুরি নদীতে প্রবাহিত হয়েছে। রাসায়নিক কেমিক্যালের তরল বর্জ্য বিষাক্ত পানি-বর্জ্যে নগরীর উত্তর এলাকার গ্রাম গুলোর কৃষি জমি, খাল-বিল, নদী-নালা ও জলাশয়ের পানিতে মিশছে।  নগরের রোড়পাড়া এলাকার সড়কের পাশেই রয়েছে বিশাল খোলা নর্দমা। রাবার কারখানার কেমিক্যাল বর্জ্য নির্গত হয়ে পড়ছে নর্দমায় । এ যেন বর্জ্য নির্গমনে একটি গোছানো ব্যবস্থা।  উৎকট দুর্গন্ধে দম বন্ধ হয়ে আসার উপক্রম স্থানীয়দের। এসব কেমিক্যাল বর্জ্য ও নোংরা পানিতে নষ্ট হচ্ছে ফসলী জমি। খাল-বিলে দুর্গন্ধযুক্ত  দূষিত পানি আর বর্জ্যের স্তর দেখা যায়। এলাকার লোকজনকে নাক টিপে বা রুমাল চেপে চলাচল করতে দেখা গেছে। এ অবস্থায় অর্ধশতাধিক গ্রামের বাসিন্দাদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। 
 
কথা হয় একই এলাকার ব্যবসায়ী মোঃ এনামুল হাসানের সঙ্গে। তিনি বলেন, দীর্ঘদিন এভাবেই প্রতিদিন বর্জ্য আজিজনগর খালে পড়ছে। পুরো এলাকা দুর্গন্ধময় হয়ে গেছে। দোকানে বসার মতো কোন পরিবেশও নাই। খালে গোসল করা বা মাছ ধরা তো অনেক দূরের কথা।
 
পরিবেশ অধিদপ্তর বান্দরবানের সহকারী পরিচালক মো: ফখর উদ্দিন চৌধুরী বলেন, বিষয়টি আমাদের নজরের বাহিরে ছিল।  আমরা খুব দুরত্ব অভিযান পরিচালনার মাধ্যমে নদীনালা খালগুলো পুনরুদ্ধার ও পরিবেশকে দূষন মুক্ত করবো এবং অপরাধীদের আইনের আওতাই আনবো।
ছবির ক্যাপসনঃ রাবার-কারখানা থেকে নির্গত কেমিক্যাল বর্জ্য পানিতে মিশে দুর্গন্ধ  ও দূষিত পানি আর বর্জ্যের স্তর।

এমএসএম / এমএসএম

রাণীশংকৈলে শিক্ষক সমিতির সম্মেলন অনুষ্ঠিত

নড়াইলে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত

বঙ্গবন্ধুর ম্যুরাল ভেঙে শহীদ আবু সাঈদের ছবি প্রতিস্থাপন

শিবগঞ্জে বকেয়া টাকা চাওয়ায় দোকানীকে কুপিয়ে জখম

দুমকিতে শিক্ষকদের বন্ধনে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

আ.লীগের মাস ব্যাপী কর্মসূচির প্রতিবাদে কোনাবাড়ি থানা ছাত্রদলের বিক্ষোভ মিছিল

এস আলম গ্রুপের শ্রমিক দিয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি কমিটির বিরুদ্ধে মানববন্ধন

বাঁশখালীতে সাজা-পরোয়ানার পলাতক আসামী জ্যাকর গ্রেফতার

অপহৃত কাঠুরিদের মুক্তিপণ দাবি,আতঙ্কের হাজারো মানুষ

ছাত্রলীগের বিচার চেয়ে নাগরপুরে ছাত্রদলের স্মারকলিপি

শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হতে হবে : সিলেট বিভাগীয় কমিশনার

মাদারীপুর জেলা আওয়ামীলীগ কার্যালয় ভাংচুর

ইসলাম ধর্ম কটুক্তি কারী সেই বিএনপি নেতাকে বিএনপির প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার