ঢাকা বৃহষ্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

টার্গেট এখন পাটক্রয় কেন্দ্রের জায়গা দখল


আব্দুল হাসিব, পাঁচবিবি photo আব্দুল হাসিব, পাঁচবিবি
প্রকাশিত: ২৫-১২-২০২২ দুপুর ৩:৫৬
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অযত্ন, অবহেলা ও লোকবল সংকটের কারনে বন্ধ হওয়া গুল আহম্মেদ জুট মিলের দরজা, জানালা, টিনসহ আসবাবপত্র চুরি হয়ে গেছে অনেক আগেই। অবশিষ্ট আছে, পরিত্যাক্ত ঘরগুলোর জরাজীর্ণ ইটের দেওয়াল। সেই পরিত্যক্ত দেওয়ালের ইট চুরি হচ্ছে রাতের আঁধারে।
 
স্থানীয়দের অভিযোগ, জুট মিলের দরজা, জানালা, টিন ও ইট চুরি করে বিক্রি করছেন দূর্বৃত্তরা। তবে ধারণা করা হচ্ছে রাতের আঁধারে এলাকার মাদকসেবীরা জুট মিলের দরজা, জানালাসহ আসবাবপত্র চুরি করে বিক্রি করেছেন।
 
জুট মিলটির সবকিছু চুরি হওয়ার পরেও ক্ষান্ত হয়নি। দখলদারদের চোখ পড়েছে পরিত্যক্ত বিশালাকারের এই জুট মিলের সম্পত্তির উপরে। এখন টার্গেট জুট মিলের জায়গা দখলের। তোরজোর চলছে কে কিভাবে জুট মিলের জায়গা দখলে নিবে। বর্তমানে জয়পুরহাটের পাঁচবিবি পৌর শহরের পশুর হাটের দক্ষিণ পার্শ্বে অবস্থিত গুল আহম্মেদ জুট মিলের দৃশ্য এটি। দেখে বোঝার উপায় নেই এটি সরকারি সম্পত্তি। যে যার মত দখলে নিচ্ছেন। বিগত কয়েক বছর আগেও পরিত্যাক্ত পাটক্রয় কেন্দ্রটি দেখভালের জন্য দায়িত্বে দেখা গিয়েছিল একজনকে। বর্তমানে পাটকলটি দেখভালের জন্য কেউ নেই। জুট মিলের ফাঁকা জায়গা এখন বাঁশ দিয়ে ঘিরে জায়গা দখলের মহোৎসব চলছে। এক পাশে ঘরবাড়ি অন্যদিকে ফাঁকা জায়গায় বাঁশ দিয়ে ঘিরে পাঁচবিবি পশুর হাটও বসছে।
 
জানাগেছে, পাঁচবিবি পাটক্রয় কেন্দ্রের সম্পত্তি আছে ৪ দশমিক ৯ হাজার ৮৪৩ একর। এরমধ্যে বেদখলী সম্পত্তি আছে ১ দশমিক ১২ একর। মন্ত্রনালয়ের তালিকায় খাদ্যগুদামসহ ১৩ জন দখলদারকে চিহ্নিত করা হলেও বর্তমানে আরো অনেক পরিবারের দখলে আছে এই জায়গা। অবৈধ দখলদার উচ্ছেদের জন্য আবেদন করলেও পরবর্তীতে তেমন সাড়া মেলেনি।
বাংলাদেশ শিল্প প্রতিষ্ঠান জাতীয়করন আদেশ ১৯৭২ রাস্ট্রপতির আদেশ নম্বর ২৭,১৯৭২ এর অনুচ্ছেদ ১০ অনুসারে বাংলাদেশ জুট মিল কর্পোরেশনের (বিজেএমসি) প্রতিষ্ঠিত হয়।
 
পাট উৎপাদিত এলাকা কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে পাঁচবিবির পশুর হাটের দক্ষিণে গুল আহম্মেদ জুট মিল নামের এই পাট ক্রয় কেন্দ্রটি চালু করা হয়। স্থানীয় প্রান্তিক পর্যায়ে পাট চাষীদের পাটের ন্যায্য মূল্য নিশ্চিত করা, পাটের মূল্য স্থিতিশীল রাখা এবং বিদেশে পাটশিল্পের প্রসার ও মানোন্নয়নের লক্ষ্যে পাট ক্রয় ও বিপণের সাথে জড়িত বাংলাদেশ জুট মার্কেটিং কর্পোরেশন সহ পাঁচটি প্রতিষ্ঠানকে ১৯৮৫ সালের ১ লা জুলাই ৩০নং অধ্যাদেশ মুলে একীভূত করে সরকার বাংলাদেশ জুট কর্পোরেশন (বিজেসি) গঠন করে।
 
কিন্তু বিশ্ববাজারে পাটের চাহিদা হ্রাস পাওয়া, অব্যাহত লোকশান ও প্রশাসনিক প্রয়োজনে ৮ বছরের মধ্যে ১৯৯৩ সালে ২৪ নং আইন বলে বাংলাদেশ জুট কর্পোরেশনকে বিলুপ্ত করা হয়। বিলুপ্তির পর ১৯৯৩ সালের ১১ই অক্টোবরে সংস্থাটির সম্পদ সম্পত্তি সমূহ বিক্রয় না হওয়া পর্যন্ত রক্ষণাবেক্ষণ এবং সংস্থা গুটানোর কার্যক্রম পরিচালনার লক্ষ্যে কর্মকর্তা কর্মচারী নিয়ে বিলুপ্ত সেল গঠন করা হয়। কিন্তু আজও বিলুপ্ত সংস্থার সম্পত্তি সমূহের বিক্রয় করা ও সংস্থা গুটানোর কাজ শেষ করা সম্ভব হয়নি।। বাংলাদেশ জুট কর্পোরেশন বিলুপ্তির পর গুল আহম্মেদ জুট মিল এখানে পাট ক্রয় করে। সরকার মিলগুলো বেসরকারি পর্যায়ে নিয়ে যাবার পর থেকে পাঁচবিবির এই পাটক্রয় কেন্দ্রের গুদাম, অফিস ও কোয়াটারের প্রধান ফটক, দরজা জানালা টিন ও কাঠ রাতের আঁধারে পর্যায়ক্রমে চুরি হয়ে যায়।
 
পাঁচবিবি পৌরসভার কমিশনার আরিফ রাব্বানী ইস্তি বলেন, দেখভালের অভাবে গুল আহম্মেদ জুট মিলের সবকিছু চুরি হয়ে গেছে। বর্তমানে জুট মিলের জায়গা ঘিরে দখলের চেষ্টা চলছে। এভাবে চলতে থাকলে এক সময়ে জুট মিলের জায়গা টুকুও দখলদারদের দখলে যাবে। সংশিস্নষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ প্রয়োজন।
 
পাঁচবিবি বালিঘাটা ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা মোঃ একরামুল হক বলেন, ৪ দশমিক ৬ হাজার ৭২২ একর সম্পত্তি জুট মিলের নামে রেকর্ড আছে। এরমধ্যে ১ দশমিক ২৯ একর সম্পত্তি অর্পিত 'ক' এর অংশ। এই সম্পত্তির মামলা বিচারাধীন থাকায় আমরা দেখাশুনা করি।

এমএসএম / সুজন

জুলেখা সিদ্দিকীর ৪৮ তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

বগুড়ার স্বেচ্ছাসেবকলীগ নেতা নুরুজ্জামান ঢাকায় গ্রেফতার

ধর্মপাশার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

বাকেরগঞ্জে অষ্টম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

ফ্যাসিস্ট সরকারের নিয়োগ কৃত দূর্নীতিবাজ ৪ বিচারক অপসারনের ২৪ ঘন্টা আলটিমেডাম

তাড়াশে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত

ধামরাইয়ে দুই ইটভাটায় চিমনি ধ্বংস,১০লাখ টাকা জরিমানা

শিবগঞ্জে অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে মানববন্ধন

অভয়নগরে ভোটার তালিকা হালনাগাদ সমন্বয় কমিটির মতবিনিময়

ধামরাইয়ে শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরন

কুড়িগ্রামে শীতের তীব্রতায় বেড়েছে জনদুর্ভোগ

গুইমারা উপজেলা কমিটির কোয়াটার্লি কো অর্ডিনেশন সভা অনুষ্ঠিত

কাউনিয়ায় রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে সমলয়ে বোরো ধানের চারা রোপণের উদ্বোধন করলেন জেলা প্রশাসক