ঢাকা রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশে জাজেস রিইউনিয়ন অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬-১২-২০২২ রাত ৯:৪৩

বিজয়ের মাসে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ প্রথমবারের মতো জাজেস রিইউনিয়নের আয়োজন করেছে। রোববার সন্ধ্যায় রাজধানীর বনানীস্থ নর্দান এডুকেশন গ্রুপের কর্পোরেট কার্যালয়ে এই রিইউনিয়ন অনুষ্ঠিত হয়। 

রিইউনিয়ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. জাকির হোসাইন। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেনের সভাপতিত্বে এসময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টের (এনইউবিটি) চেয়ারম্যান ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ। 

প্রধান অতিথির বকক্তব্যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. জাকির হোসাইন বলেন, বিশ্ববিদ্যালয় এমন একটি পরিসর, যেখানে সব স্তর থেকে আগত বিদ্যার্থীদের চিন্তা ও জ্ঞানের প্রাণোচ্ছল যোগাযোগে একটি জীবন্ত স্রোতোধারা সৃষ্টি হয়। নর্দান বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য সেই চেতনা ও বুদ্ধিমত্তার নিরাপদ পদচারণ নিশ্চিত করায় শিক্ষার্থীরা বিভিন্নভাবে সফলতা নিয়ে আসছে।

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টের (এনইউবিটি) চেয়ারম্যান ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ বলেন, বর্তমানে নর্দান আইন বিভাগ বাংলাদেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থানে রয়েছে। ২০১১ থেকে বর্তমান পর্যন্ত পরপর ছয়টি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন পরীক্ষায় নর্দান গ্র্যাজুয়েটরা বেসরকারি বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে সর্বাধিক সাফল্য পেয়েছে।

ড. আব্দুল্লাহ বলেন, জুডিশিয়াল সার্ভিসে ৫০ এর অধিক বিচারক এবং সুপ্রিম কোর্ট রেজিষ্ট্রার জেনারেল এর অফিস থেকে শুরু করে সমগ্র বাংলাদেশে গুরুত্বপূর্ন বিচারিক ও দায়িত্বশীল পদে আপনারা নিয়োজিত আছেন। নিঃসন্দেহে আপনাদের এই সাফল্য অনন্য। 

এসময় আরো উপস্থিত ছিলেন- উপ-উপাচার্য প্রফেসর নজরুল ইসলাম, রেজিস্ট্রার কমোডর (অব.) এম মনিরুল ইসলাম, বিভিন্ন অনুষদের ডিন শিক্ষকবৃন্দ, আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ ও রিইউনিয়নে অংশগ্রহনকারী বিচারকবৃন্দ।

উল্লেখ্য, ২০২২ সালের শুরু থেকে আইন বিভাগ নর্দান ইউনিভার্সিটির দৃষ্টিনন্দন স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তরিত হয়েছে। নতুন ক্যাম্পাসে অত্যাধুনিক মুট কোর্ট ও সুপরিসর লাইব্রেরির পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে। 

২০২১ সালে নর্দান মুটিং ক্লাব মুটিং বিশ্বকাপ নামে পরিচিত জেসাপ কাপের বাংলাদেশ রাউন্ডে উত্তীর্ণ হয়ে আমেরিকার ওয়াশিংটনের গ্লোবাল রাউন্ডে প্রতিদ্বন্দ্বিতা করেছে। সর্বশেষ ২০২২ সালেও জেসাপ কাপের বাংলাদেশ রাউন্ডে ৩০টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে নর্দান ইউনিভার্সিটি আইন বিভাগ ৬ষ্ঠ স্থান অর্জন করেছে।

সাদিক পলাশ / সাদিক পলাশ

মাতামুহুরি নদীতে গোসলে নেমে সাবেক চবি শিক্ষার্থীর মৃত্যু

রাজনৈতিক দুষ্টচক্র শিক্ষাপ্রতিষ্ঠান দখলে নিয়েছে: শিক্ষা উপদেষ্টা

শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এনটিআরসিএর বড় সিদ্ধান্ত

সাইবার বুলিং ও নিরাপত্তাহীনতায় চাকসু নির্বাচনে সীমিত নারী প্রার্থীর অংশগ্রহণ

বিশ্ববিদ্যালয় থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর লক্ষাধিক টাকার টাইলস আত্মসাত

পিডি নিয়োগে প্রথম হয়েও বাদ শেকৃবি অধ্যাপক , নিয়ম ভেঙে প্রকল্প পেলেন সাবেক ছাত্রলীগ নেতা

পবিপ্রবির নতুন উদ্যোগে নারী শিক্ষার্থীদের জন্য স্থায়ী নামাজ রুম

ডিআইইউতে আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিন সম্পন্ন

গণ বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ছাত্র সংসদ নির্বাচনে ভিপি মৃদুল, জিএস রায়হান

আইএফপিআরআই ও সার্ক কৃষি কেন্দ্রের মধ্যে যুক্তরাষ্ট্রে সমঝোতা চুক্তি স্বাক্ষর

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'তে শুরু হয়েছে আন্তর্জাতিক সম্মেলন BIM 2025

চাকসু নির্বাচনে ব্যালট নম্বর প্রকাশ, আনুষ্ঠানিক প্রচারণা শুরু

গঠনতন্ত্রে নিয়মিত শিক্ষার্থীদের সংযোজন করে ইকসু'র দাবি