পত্নীতলায় আর্জেন্টিনাকে ৪-০ গোলে হারালো ব্রাজিল
কাতার বিশ্বকাপ শেষ হয়ে গেলেও বাংলাদেশে এখনও শেষ হয়নি ফুটবল উন্মাদনা। নওগাঁর পত্নীতলা উপজেলা সদর নজিপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি- ১৯ ব্যাচের এক প্রীতি ম্যাচে আর্জেন্টিনা সমর্থক দলকে ৪-০ গোলে হারিয়েছে ব্রাজিল সমর্থক দল।
বৃহস্পতিবার (২৯) ডিসেম্বর বেলা ১১টায় নজিপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলার প্রথমার্ধে ০-০ গোলে ম্যাচ ড্র থাকলেও দ্বিতীয়ার্ধে এক তরফা আধিপত্য বিস্তার করে ৪-০ ব্যবধানে আর্জেন্টিনা সমর্থক দলকে উড়িয়ে খেলায় জয় লাভ করে ব্রাজিল সমর্থক দল।
খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন সৈকত এন্টার প্রাইজ এর প্রোপাইটার আল সোহারাব সৈকত। এ সময় উপস্থিত ছিলেন- মেহেদী হাসান রোমেন।
ব্রাজিল সমর্থক দলের অধিনায়ক আহসান কিবরিয়া বলেন, বিশ্বকাপ থেকে আমাদের সমর্থিত ব্রাজিল ফুটবল টিম অনাকাঙ্ক্ষিত ভাবে ছিটকে যাওয়ার পর থেকে তারা (নজিপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় এসএসসি -১৯ ব্যাচ) আর্জেন্টিনা সমর্থক আমাদের ব্যাচমেট সহপাঠীরা আমাদের ব্রাজিল সমর্থকদের খিস্তি দিতে থাকে সবসময়। সেজন্য আমরা নিজেদের মধ্যে এ ফুটবল ম্যাচটি আয়োজন করেছি, ৪ গোল করে তাদের হারিয়ে আমরা বিজয়ী।
সুজন / সুজন