দ্বিতীয় গণগবেষক সম্মেলন ২০২২ অনুষ্ঠিত
নওগাঁর পত্নীতলায় দি হাঙ্গার প্রজেক্টের সহযোগী গণগবেষনা ফোরামের আয়োজনে দ্বিতীয় গণগবেষক সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯) ডিসেম্বর বেলা ১০:৩০ নাগাদ পত্নীতলা গণগবেষনা ফোরামের উপজেলা সভাপতি সমাজ সেবক শাহিন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- দি হাঙ্গার প্রজেক্ট কান্ট্রি ডিরেক্টর ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) মুখপাত্র বদিউল আলম মজুমদার।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রোমানা আফরোজ, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফফার, ভাইস চেয়ারম্যান আব্দুল আহাত (রাহাদ)।
এছাড়া আরটিআই ও সমাজকর্মী উপজেলার শিহাড়া ইউনিয়ন গণগবেষনা সভাপতি রমজান আলী, নির্মইল ইউনিয়ন সভাপতিসহ অত্র ফোরামের সকল ইউনিয়নের সভাপতি, দি হাঙ্গার প্রজেক্ট এরিয়া সমন্বয়ক আসির উদ্দীনসহ অত্র এরিয়ার সংগঠনটির বিভিন্ন অঙ্গ সংগঠনের কর্মী, জনপ্রতিনিধি, সুশীল সমাজ, সাংবাদিকবৃন্দ প্রমুখ।
সুজন / সুজন