ঢাকা মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

পাথরঘাটায় ট্রলারডুবি এক লাশের জানাজার সময় ভেসে এলো আরেক লাশ!


ইব্রাহীম খলীল, পাথরঘাটা photo ইব্রাহীম খলীল, পাথরঘাটা
প্রকাশিত: ১১-১-২০২৩ দুপুর ৪:৩
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বলেশ্বর নদের সুন্দরবন অংশে মাছ ধরতে গিয়ে ট্রলারডুবিতে নিখোঁজ বরগুনার পাথরঘাটার দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বায়েজিদের মরদেহ পাঁচ দিন পর এবং বুধবার সকাল ৯টায় ইউসুফের মরদেহ ছয়দিন পর উদ্ধার হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা সদর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেন। 
 
পাথরঘাটা সদর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, ‘বঙ্গোপসাগর থেকে মাছ ধরে ঘাটে ফেরার পথে পাথরঘাটা শহরের সগির হোসেন নামে এক মাঝি দুটি মরদেহ ভাসতে দেখে পাথরঘাটার বলেশ্বর নদতীরবর্তী পদ্মা স্লুইসগেট এলাকায় খবর দেন। পরে পাথরঘাটা থেকে ৭০ কিলোমিটার দূরে তিনটি ট্রলারযোগে সুন্দরবনের পক্কিদিয়া লাচি এলাকা থেকে দক্ষিণে খুঁজতে বের হয় বায়েজিদ ও ইউসুফের স্বজনেরা। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বায়জিদের মরদেহ উদ্ধার করে কূলের দিকে নিয়ে আসে। বাকি দুই ট্রলারে ইউসুফের মরদেহ উদ্ধারের চেষ্টা চালানো হলেও খোঁজ পাওয়া যায়নি।’ 
 
স্থানীয় ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন জানান, বুধবার সকাল নয়টার দিকে বায়জিদের বাড়ির পাশে নদীর চরে জানাজা নামাজ চলছিল। জানাজা শেষে কালাম নামে এক জেলে খবর দেয় জানাজা স্থলের পাশেই বলেশ্বর নদীতে ইউসুফের মরদেহ ভাসছে। এরপর ইউসুফের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসা হয়। 
 
জেলে আবুল কালাম জানান, নদীতে জাল ফেলে জানাজায় অংশগ্রহণ করার জন্য আসার পথে ইউসুফের মরদেহটি ভাসতে দেখি। এরপর লাশটি টেনে চড়ে উঠিয়ে রেখে দেখে দৌড়ে এসে দেখি জানাজা শুরু হয়েছে গেছে। এরপর জানাজা শেষে বিষয়টি আমি জানাই।
 
গভীর বঙ্গোপসাগর থেকে মরদেহটি বাড়ির ঘাটের পাশে চলে আসার এ আশ্চর্য জনক ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় জেলেরা জানান, নদীতে কোন মরদেহ খায়না। কোন না কোনভাবে চরে অথবা জনসম্মুখে এনে দেয়। তবে বাড়ি থেকে ৭০ কিলোমিটার দূরের ঘটনা এভাবে বাড়ির কাছে নিয়ে আসার অলৌকিক ঘটনা এই প্রথম।
 
এর গত বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে পাথরঘাটা থেকে ৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম সুন্দরবনের পক্কিদিয়া লাচি এলাকায় ট্রলার ডুবে পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের পদ্মা গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের আব্দুর রহিম ব্যাপারীর ছেলে ইউসুফ ব্যাপারী (২৩) ও আমিন ব্যাপারীর ছেলে বায়েজিদ (১৭) নিখোঁজ হয়। 
 
নিখোঁজদের পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বাড়ি থেকে রাতের খাবার খেয়ে চার দিনের বাজারসদাই নিয়ে ইউসুফ ও বায়েজিদ বলেশ্বর নদে মাছ ধরার জন্য ছোট একটি ট্রলার নিয়ে রওনা দেয়। 
 
স্থানীয়দের সূত্রে জানা যায়, ইউসুফ একবছর আগে বিবাহ করেছে। তার স্ত্রী আট মাসের অন্তঃসত্ত্বা। নদী থেকে এসে ইউসুফ তার স্ত্রীকে ডাক্তার দেখাবেন বলে স্ত্রীকে বলে গিয়েছিলেন। কিন্তু হঠাৎ একই বাড়ির দুটি তরুণ ছেলের আকষ্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
 
বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুম আকন বলেন, ‘নিখোঁজ জেলেরা সম্পর্কে চাচাতো ভাই। তাদের উদ্ধারের জন্য পাঁচটি ট্রলার গত চার দিন নদীতে তল্লাশি করছে। মঙ্গলবার সন্ধ্যায় বায়জিদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এরপর জানাজার নামাজের সময় অপর জেলেকে জানাজা স্থলের পাশেই ভাসতে দেখে।
 
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত সঞ্জয় মজুমদার জানান, জেলেরা নিখোঁজের পর থেকেই পরিবারের সদস্যদের সাথে পাথরঘাটা থানা পুলিশ যোগাযোগ রক্ষা করে আসছে। এখন নিখোঁজ দুই জেলেই উদ্ধার হয়েছে। তবে পরিবারের থেকে এবিষয়ে কোন অভিযোগ পাওয়া যায়নি।

এমএসএম / সুজন

সাজিদা ট্রেডিংয়ের প্রোপাইটর মোঃ লিয়াকত হোসেন খোকনের বিরুদ্ধে মামলা

শান্তিগঞ্জে ক্ষুদ্রঋণ কার্যক্রমে গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নাফনদীর মোহনায় ট্রলার ডুবি, ৭জেলে উদ্ধার

বালিয়াকান্দিতে জেলা প্রশাসকের মতবিনিময়

বাউফলে চেয়ারম্যান পরিবহন বন্ধের দাবিতে মানববন্ধন

আদমদীঘিতে সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে পৌর হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির কার্যক্রম স্থগিতের দাবীতে স্মারকলিপি প্রদান

দৌলতপুরে মুখ বাঁধা অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

কমিউনিটি পুলিশিং সভা ও উদ্ধারকৃত মোবাইল-অর্থ হস্তান্তর: মেহেরপুর জেলা পুলিশের জনবান্ধব উদ্যোগ

ভূরুঙ্গামারীতে বাড়ি বাড়ি গিয়ে নবজাতক শিশুদের জন্ম নিবন্ধন নিশ্চিত করছে উপজেলা প্রশাসন

পাবনায় ট্রিপল মার্ডারের রায়ে একজনের মৃত্যুদন্ড

গলাচিপা সরকারি কলেজের শিক্ষক-শিক্ষিকাদের সাথে জামায়াতের এমপি পদ প্রার্থীর মত বিনিময় সভা

ত্রিশালে মসজিদে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত