প্লাস্টিকের ব্যবহার রোধে ভারতীয় যুবকের হেঁটে বাংলাদেশ ভ্রমণ
নিত্যদিনের ব্যবহার করা প্লাাস্টিক মানব জীবনের জন্য মারাত্মক ক্ষতিকর। এর ভয়াবহতা বুঝাতে ভারতের নাগপুর থেকে প্রায় ১৫ হাজার কিলোমিটার পথ পায়ে হেটে পাড়ি দিয়ে বাংলাদেশে এসে পৌঁছেছেন রোহান আগরওয়াল নামে এক যুবক।
সোমবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিঁনি। এসময় পাঁচবিবি পৌরবাসীর পক্ষ থেকে রোহান আগরওয়ালাকে স্বাগত জানায় মেয়র। পরে উপস্থিত পৌর কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীর মাঝে প্লাস্টিকের ব্যবহার রোধে জনসচেতনতা বাড়তে স্বাগত বক্তব্য রাখেন রোহান।
জানা্যায়, গত (৮ অক্টোবর) ফেনীর বিলোনিয়া সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেন ভারতীয় এই যুবক। বাংলাদেশে প্রবেশ করে ইতোমধ্যেই ৩৩ জেলা পায়ে হেঁটে অতিক্রম করেছেন । বাংলাদেশ থেকে গিয়ে আরও ১৫টি দেশে যেতে চান গভর্নমেন্ট সিকিম প্রফেশনাল ইউনিভার্সিটির স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র রোহান। হেঁটে হেঁটে ভারতের ২৭টি রাজ্য ঘুরে তিনি বাংলাদেশে এসেছেন।
২০২০ সালের ২৪ আগস্ট ভারতের উত্তর প্রদেশের বারানসিতে গঙ্গার তীর থেকে শুরু হয় তার হাঁটা তখন তার বয়স ছিল ১৮ বছর। সেখান থেকে রাজস্থান, হরিয়ানা, দিল্লি, চণ্ডিগড়, হিমাচল, উত্তরাখণ্ড, মধ্য প্রদেশ, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাড়ু, পন্ডিচেরি, কর্ণাটক, কেরালা ও গোয়া হয়ে ভারতের মোট ২৭টি রাজ্য পরিভ্রমণ শেষে বাংলাদেশে এসেছেন তিনি।
বাংলাদেশ ভ্রমণ শেষে ভুটান, নেপাল, মিয়ানমার, থাইল্যান্ড, কম্বোডিয়া, লাওস, ভিয়েতনাম, চীন, হংকং, ম্যাকাও, মঙ্গোলিয়া, রাশিয়াসহ আরও বেশ কিছু দেশে যেতে চান রোহান। সর্বশেষ (৭ জানুয়ারি) আসেন জয়পুরহাটে। এই জেলায় পরিদর্শন করছেন গুরুত্বপূর্ণ স্থাপনাও।
রোহান আগরওয়ালা বলেন, তরুণদেরকে সচেতন করতে আমি এই ভ্রমণ শুরু করেছি। ভ্রমণ পথে তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনের পাশাপাশি কথা বলছেন সাধারণ মানুষের সঙ্গেও। বোঝানোর চেষ্টা করছেন প্লাস্টিক ও পরিবেশ দূষণের ভয়াবহতা। প্রয়োজনে সহায়তা নিচ্ছেন বাংলাদেশী দোভাষীর। সৌজন্য সাক্ষাৎ করছেন স্থানীয় প্রশাসন, গণমাধ্যমকর্মী ও সচেতন নাগরিকদের সাথেও। তার আন্দোলন ও পরিকল্পনা নিয়ে বিশদ আলোচনা ছাড়াও সহায়তা নিচ্ছেন প্রয়োজনীয় বিষয়ে।
রোহান আরও বলেন, এ পৃথিবী শুধু মানুষের জন্য নয়। সব প্রাণী ও উদ্ভিদেরও। তাই পরিবেশের বিষয়ে অবশ্যই সচেতন হতে হবে। এটা সব মানুষের দায়িত্ব। আমি বিশ্বাস করি তরুণ প্রজন্ম যদি পরিবেশ দূষণের ভয়াবহতা নিয়ে সচেতন হয়, তাহলে অনেক কিছু বদলে যাবে।
এমএসএম / এমএসএম
জুলেখা সিদ্দিকীর ৪৮ তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি
বগুড়ার স্বেচ্ছাসেবকলীগ নেতা নুরুজ্জামান ঢাকায় গ্রেফতার
ধর্মপাশার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত
বাকেরগঞ্জে অষ্টম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
ফ্যাসিস্ট সরকারের নিয়োগ কৃত দূর্নীতিবাজ ৪ বিচারক অপসারনের ২৪ ঘন্টা আলটিমেডাম
তাড়াশে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
ধামরাইয়ে দুই ইটভাটায় চিমনি ধ্বংস,১০লাখ টাকা জরিমানা
শিবগঞ্জে অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে মানববন্ধন
অভয়নগরে ভোটার তালিকা হালনাগাদ সমন্বয় কমিটির মতবিনিময়
ধামরাইয়ে শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরন
কুড়িগ্রামে শীতের তীব্রতায় বেড়েছে জনদুর্ভোগ
গুইমারা উপজেলা কমিটির কোয়াটার্লি কো অর্ডিনেশন সভা অনুষ্ঠিত
কাউনিয়ায় রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে সমলয়ে বোরো ধানের চারা রোপণের উদ্বোধন করলেন জেলা প্রশাসক
Link Copied