অভয়নগরে রাস্তার উপরে হেলে পড়া গাছে যান চলাচলে বিঘ্ন
                                    যশোরের অভয়নগর উপজেলায় শংকরপাশা থেকে বর্ণি মোড় পর্যন্ত রাস্তার দুই পাশে অগণিত বড় বড় গাছ হেলে পড়েছে । বিভিন্ন সময় ভারী যানবাহন যাওয়ার সময় গাছের সঙ্গে ধাক্কা লেগে ক্ষতিগ্রস্ত হচ্ছে যানবাহন। ক্ষত হচ্ছে গাছ।  এমনকি দুইটি গাড়ি পাশাপাশি অতিক্রম করার সুযোগ খুবই কম। বিভিন্ন স্থানে হেলে যাওয়া গাছের কারণে গাড়িগুলো এক সাইড দিয়ে চলার কারণে  রাস্তা নিচু হয়ে গেছে। ধসে যেতে পারে রাস্তা।এছাড়াও বিভিন্ন সময় সড়কে দুর্ঘটনা ঘঠছে। বিশেষ করে  রাতের অন্ধকারে ও ঘন কুয়াশায় যানবাহন চলাচলে ঝুঁকি তৈরি হয়েছে। দ্রুতগতির যানবাহন গুলো বেশি ঝুঁকিতে রয়েছে। ঝুঁকে পড়া প্রতিটি গাছের গায়ে গাড়ির আঘাতের প্রচুর ক্ষতচিহ্ন রয়েছে ফলে প্রায় ছোট-বড় দুর্ঘটনা  ঘটছে আর এই অংশের রাস্তা দিন দিন মহা বিপজ্জনক হয়ে ওঠে যাত্রীদের কাছে রুপ নিচ্ছে আতঙ্কে।বর্তমানে  এই সড়ক দিয়ে বহু গাড়ি ঢাকায় আসা যাওয়া করছে। 
উল্লেখ্য যে ১৪ই জানুয়ারি শনিবারে বিকালে মথুরাপুর বাজার এলাকায় গাছ থেমে থাকার কারণে এ্যাম্বুলেন্স ও ভ্যানগাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে  ভ্যান চালক আহত হয়।  এ্যাম্বুলেন্স সামনের চাকা পাংচার  হয়ে যায়। বিশেষ করে শংকরপাশা সাইন পাড়ার নিকট একটি গাছ হেলে পড়েছে যান চলাচলে চরম বিঘ্ন ঘটছে, এছাড়া মথুরাপুর বাজারের নিকটে পাথালিয়া, হরিশপুর বাজারের নিকটে অনেক গুলি গাছ হেলে পড়েছে,  এলাকাবাসী কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য বিশেষভাবে দাবি জানিয়েছেন। তদের অভিমত কর্তৃপক্ষ  বিষয়টির দিকে সুদৃষ্টি না দিলে ঘটে যেতে পারে বড় ধরনের অঘটন। এ বিষয়ে স্থানীয় শ্রীধরপুর ইউনিয়নের চেয়ারম্যান এ্যাডঃ মোঃ নাসির উদ্দিন মুঠোফোনে বলেন, রাস্তার গাছ কাটার  বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
এমএসএম / এমএসএম
                কুমিল্লায় হাজী ইয়াছিনকে মনোনয়ন বঞ্চিত করায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ
                মনোনয়ন বঞ্চিত আসলাম চৌধুরীর সমর্থকদের মহাসড়ক-রেল অবরোধ
                নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে বিএনপির মনোনয়ন পেলেন এস এম রেজাউল ইসলাম রেজু
                শার্শা আসনে বিএনপির মনোনয়ন পেলেন-তৃপ্তি
                মৌলভীবাজার-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হাজী মুজিব
                বিএনপির মাদারীপুর এক ও তিন আসনে প্রার্থিতা ঘোষণা
                গাইবান্ধার পাঁচ টি আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত
                কুমিল্লায় বিএনপি'র ৯ টি আসনের সম্ভাব্য প্রার্থীতা ঘোষণা
                চাঁদপুর জেলার বিএনপির সম্ভাব্য পাঁচ প্রার্থী
                শরীয়তপুর-১ আসনে বিএনপির প্রার্থী সাঈদ আহমেদ আসলাম
                প্রথম বারের মতো ভোলা -৪ চরফ্যাশন মনপুরা আসেন মনোনয়ন পেলেন নূরুল ইসলাম নয়ন
                মেহেরপুর বিএনপির মনোনয়ন পেলেন মাসুদ অরুণ-আমজাদ হোসন
                মৌলভীবাজার-১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মিঠু
            Link Copied