সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলার মধ্য দিয়ে সরকারের উন্নয়ন তুলে ধরতে হবে : রমেশ চন্দ্র সেন
বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন বলেছেন, দেশের সার্বিক পরিস্থিতি ভাল রয়েছে। আমাদের বিশ্বাস কোন কিছুতেই ঘাটতি নেই। সত্যকে সত্য বলতে হবে, মিথ্যাকে মিথ্যা বলতে হবে; সত্য ও উন্নয়নগুলোকে সাংবাদিকদের তুলে ধরতে হবে। তিনি ২১জানুয়ারী শনিবার প্রেসক্লাব আধুনিক ভিআইপি হলরুমে সাংবাদিকদের মাঝে আর্থিকক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। তিনি বলেন, আমার দৃঢ় প্রত্যয় ছিল ঠাকুরগাঁও সদর উপজেলাকে মডেল উপজেলায় রুপান্তর করা। করোনার ২ বছর এবং পরে ইংক্রেন-রাশিয়ার যুদ্ধ না হলে এতদিন তা হয়ে যেত। তবে মোটামুটি কাজ শেষ হয়েছে। আরও বাজেট আসছে আরও যে সকল রাস্তাঘাটের সমস্যা আছে তা পাকাকরণ হয়ে যাবে। কিছু সমস্যার কারনে কাজগুলি দ্রুত করা যাচ্ছে না। যদি রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ থেমে যায়, আমি আশা করছি সামনের একটি বছরে বাকী কাজগুলি শেষ করবো। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহামনের যে দৃঢ় প্রত্যয়, তিনি এ দেশটাকে সোনার বাংলা করবেন। প্রধানমন্ত্রী সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। আমাকে এত বেশি সুযোগ প্রধানমন্ত্রী দিয়েছেন। আমরা স্বাস্থ্য, অন্ন, বস্ত্র, বাসস্থান এত বেশি কাজ করতে পেরেছি। সরকার প্রায় ৫ কোটি মানুষকে, বিধবা, বয়স্ক, প্রতিবন্ধী ভাতা দিচ্ছে। প্রতিটি গ্রামে গম, চাল দিচ্ছি, শহরের দিচ্ছি। এটা চলমান রয়েছে। তিনি আরও বলেন, প্রতিটি ক্ষেত্রেই সেবার মান উন্নত করতে কাজ করা হচ্ছে। এ বারে ৪৬ জন সাংবাদিককে আর্থিক সহায়তা প্রদান করা হলো। বাকিদেরও পরবর্তিতে দেওয়া হবে। আমরা শুধু দেওয়ার জন্যই কাজ করি। আমরা দেশটাকে এদিয়ে যাব, দেশের উন্নয়নে কাজ করে যাব, দেশের মানুষের জন্য কাজ করে যাব। অনেকেই মনে করেছেন এই যুদ্ধের কারনে শ্রীলংকার মত বাংলাদেশের অবস্থা হবে। কিন্তু সেটা প্রায় অসম্ভব। আমাদের এখন রিজার্ভ পর্যাপ্ত রয়েছে। সবকিছু মিলিয়ে বাংলাদেশে সার্বিক পরিস্থিতি অনেক ভাল রয়েছে। ঠাকুরগাঁও প্রেসক্লাবের আয়োজনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে বরাদ্দকৃত করোনাকালীন প্রধানমন্ত্রী আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রেসক্লাব সভাপতি মনসুর আলীর সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি বাংলাদেশ আ’লীগের উপদেষ্টা ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এমপি, বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: সোলেমান আলী, ঠাকুরগাঁও জেলা আ’লীগের সহ- সভাপতি মাহাবুবুর রহমান খোকন, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, ঠাকুরগাঁও সদর উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, সদর থানার অফিসার ইনচার্জ মো: কামাল হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু প্রমুখ। এ সময় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৪৬ জন সাংবদিককে জনপ্রতি ১০ হাজার করে টাকার চেক বিতরণ করেন প্রধান অতিথি
এমএসএম / এমএসএম
৭ ই নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
নাগেশ্বরীতে মুসলিম এইডের উদ্যোগে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত
বিএনপির মনোনয়ন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
হাতিয়ায় গাঁজা ও ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ী আটক
পঞ্চগড়ে দুর্নীতি দমন কমিশনের গণশুনানী
ইনসাফ এর বাংলাদেশ চায় জামায়াত
রাতে স্ত্রীর রহস্যজনক মৃত্যু, সকালে উধাও স্বামী
পটুয়াখালীর দশমিনায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল
নেত্রকোনা-২ বিএনপির মনোনীত প্রার্থী ডাঃ আনোয়ারুল হকের বিশাল নির্বাচনী শোডাউন
নবীনগরে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে ১৩ কিলোমিটার মানববন্ধন
তাড়াশে লক্ষ্মী নারায়ণ গোপাল বিগ্রহ মন্দিরের সম্পত্তি জোর করে দখল প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন
সিংড়ায় বিএনপির বিপ্লব ও সংহতি দিবস পালিত