ঢাকা বৃহষ্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলার মধ্য দিয়ে সরকারের উন্নয়ন তুলে ধরতে হবে : রমেশ চন্দ্র সেন


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ২১-১-২০২৩ দুপুর ৩:৫৯

বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন বলেছেন, দেশের সার্বিক পরিস্থিতি ভাল রয়েছে। আমাদের বিশ্বাস কোন কিছুতেই ঘাটতি নেই। সত্যকে সত্য বলতে হবে, মিথ্যাকে মিথ্যা বলতে হবে; সত্য ও উন্নয়নগুলোকে সাংবাদিকদের তুলে ধরতে হবে। তিনি ২১জানুয়ারী শনিবার প্রেসক্লাব আধুনিক ভিআইপি হলরুমে সাংবাদিকদের মাঝে আর্থিকক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। তিনি বলেন, আমার দৃঢ় প্রত্যয় ছিল ঠাকুরগাঁও সদর উপজেলাকে মডেল উপজেলায় রুপান্তর করা। করোনার ২ বছর এবং পরে ইংক্রেন-রাশিয়ার যুদ্ধ না হলে এতদিন তা হয়ে যেত। তবে মোটামুটি কাজ শেষ হয়েছে। আরও বাজেট আসছে আরও যে সকল রাস্তাঘাটের সমস্যা আছে তা পাকাকরণ হয়ে যাবে। কিছু সমস্যার কারনে কাজগুলি দ্রুত করা যাচ্ছে না। যদি রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ থেমে যায়, আমি আশা করছি সামনের একটি বছরে বাকী কাজগুলি শেষ করবো। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহামনের যে দৃঢ় প্রত্যয়, তিনি এ দেশটাকে সোনার বাংলা করবেন। প্রধানমন্ত্রী সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। আমাকে এত বেশি সুযোগ প্রধানমন্ত্রী দিয়েছেন। আমরা স্বাস্থ্য, অন্ন, বস্ত্র, বাসস্থান এত বেশি কাজ করতে পেরেছি। সরকার প্রায় ৫ কোটি মানুষকে, বিধবা, বয়স্ক, প্রতিবন্ধী ভাতা দিচ্ছে। প্রতিটি গ্রামে গম, চাল দিচ্ছি, শহরের দিচ্ছি। এটা চলমান রয়েছে। তিনি আরও বলেন, প্রতিটি ক্ষেত্রেই সেবার মান উন্নত করতে কাজ করা হচ্ছে। এ বারে ৪৬ জন সাংবাদিককে আর্থিক সহায়তা প্রদান করা হলো। বাকিদেরও পরবর্তিতে দেওয়া হবে। আমরা শুধু দেওয়ার জন্যই কাজ করি। আমরা দেশটাকে এদিয়ে যাব, দেশের উন্নয়নে কাজ করে যাব, দেশের মানুষের জন্য কাজ করে যাব। অনেকেই মনে করেছেন এই যুদ্ধের কারনে শ্রীলংকার মত বাংলাদেশের অবস্থা হবে। কিন্তু সেটা প্রায় অসম্ভব। আমাদের এখন রিজার্ভ পর্যাপ্ত রয়েছে। সবকিছু মিলিয়ে বাংলাদেশে সার্বিক পরিস্থিতি অনেক ভাল রয়েছে। ঠাকুরগাঁও প্রেসক্লাবের আয়োজনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে বরাদ্দকৃত করোনাকালীন প্রধানমন্ত্রী আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রেসক্লাব সভাপতি মনসুর আলীর সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি বাংলাদেশ আ’লীগের উপদেষ্টা ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এমপি, বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: সোলেমান আলী, ঠাকুরগাঁও জেলা আ’লীগের সহ- সভাপতি মাহাবুবুর রহমান খোকন, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, ঠাকুরগাঁও সদর উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, সদর থানার অফিসার ইনচার্জ মো: কামাল হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু প্রমুখ। এ সময় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৪৬ জন সাংবদিককে জনপ্রতি ১০ হাজার করে টাকার চেক বিতরণ করেন প্রধান অতিথি

এমএসএম / এমএসএম

কুমিল্লায় শতাধিক সংবাদকর্মীদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

বেনাপোলে মিথ্যা ঘোষণায় আমদানি ভারতীয় ইলিশের চালান জব্দ

জয়পুরহাটে শীতার্ত শিক্ষার্থীদের পাশে ছাত্রশিবির: শতাধিক শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ

জলমহালে অংশীদারিত্ব নিয়ে প্রতারণা, নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়রী

শেরপুরে বিএনপির বিদ্রোহী প্রার্থী মাসুদকে দল থেকে বহিষ্কার

শিশু বরণ থেকে স্মার্ট ক্লাসরুম, জামালগঞ্জ বিদ্যালয়ে শিক্ষার নতুন ভোর

শিবচর পুলিশের অভিযানে এক্সপ্রেসওয়ে থেকে লুট হওয়া ৪৬২ গ্যাস সিলিন্ডার উদ্ধার

চাঁদপুরে পিকআপ ভ্যান-অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত

জেসমিন আরা শরীয়তপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ গার্ল গাইড শিক্ষক নির্বাচিত

ভোলাহাটে জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

কুড়িগ্রামে প্রবেশন কার্যক্রম আধুনিকায়নে সেমিনার অনুষ্ঠিত

লোহাগড়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার