চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর সীমান্তে ফেনসিডিল পাচার নিয়ে দুজনকে কুপিয়ে জখম
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলা দর্শনা থানার জয়নগর সীমান্তে ফেনসিডিল পাচার করা নিয়ে দুপক্ষের সংঘর্ষে ধারাল অস্ত্রের কোপে আরিফ ও মিনারুল নামে দুই যুবক জখম হয়েছেন। শনিবার (২১ জানুয়ারি) ভোরে জয়নগর-সুলতানপুর ভারত সীমান্তে এ ঘটনা ঘটে।
স্থানীরা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন।আহত আরিফ (২৮) জয়নগর গ্রামের হানিফের ছেলে এবং মিনারুল ইসলাম (২৫) একই গ্রামের আজম আলীর ছেলে।এ ঘটনায় ৯২ বোতল ভারতীয় ফেনসিডিলসহ ৫ জনকে গ্রেফতার করেছে চুয়াডাঙ্গা ৬-বিজিবি।গ্রেফতার ব্যক্তিরা হলেন জয়নগর গ্রামের ইজাজুলের ছেলে জিয়ারুল (২১), একই গ্রামের মৃত আলামিন শেখের ছেলে হাসমত আলী (৩৫), দিল মোহাম্মদের ছেলে মাহবুব (২৬), আইয়ুব আলীর ছেলে লাল্টু শেখ (৩৫) ও আজল আলীর ছেলে মিনারুল (২৪)এ ঘটনায় পলাতক আসামিরা হলেন ছাব্বির (১৯), মজিদ (৩৮), ইজাজুল (৪৬), আরিফ (২৫), আক্তার (৩০), সোহেল (২৫), পলাশ (২৮)।
শনিবার (২১ জানুয়ারি) দুপুরে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল শাহ মো. ইশতিয়াক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক জিয়ারুল ইসলাম প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা মাদক চোরাচালানের উদ্দেশে ঘটনাস্থলে উপস্থিত হলে সুলতানপুরের চোরাকারবারী পলাশ তাদের মালামাল ছিনিয়ে নিতে চাইলে দুই গ্রুপের হাতাহাতি হয়। পলাশ গ্রুপের সদস্যরা তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।
এতে তাদের গ্রুপের মিনারুল এবং আরিফ আহত হয়। আহত দুজনের মধ্যে একজনকে ঘটনাস্থলে পাওয়া গেলেও অপর জন পালিয়ে যায়। আটক ব্যক্তি জিয়ারুল ইসলামের থেকে ৫০ বোতল এবং হাসমত আলীর কাছ থেকে ৪২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইসএম লুৎফুল কবীর এবং চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল শাহ মো. ইশতিয়াক বিষয়টি নিশ্চিত করেছেন। জব্দ ফেনসিডিলসহ আটক হওয়া আসামিদের দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা, ওয়াহিদ মাহাবুব রবিন বলেন, আহত ২ জনের ডান হাতে কোপের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
এমএসএম / এমএসএম
কুতুবদিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী মেলা
ভেজাল গুড়ে সয়লাব, বাঘায় অভিযানে ৫ কারখানায় জরিমানা
চট্টগ্রামে শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার নির্বাচিত এসআই মোঃ আনোয়ার হোসেন পাটোয়ারী
ত্রিশালে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন
অনুমোদিত স্থানে সুবিপ্রবি নির্মাণের দাবিতে লন্ডনে প্রবাসীদের মহাসমাবেশ
হাতিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ মেলার উদ্বোধন
রায়গঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদযাপন
রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু
আবারো মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত প্রমাণ করলেন মেহেরপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ খায়রুল ইসলাম
আধুনিক প্রযুক্তি ব্যবহার করে প্রাণিসম্পদ খাতকে আরও সমৃদ্ধ করতে হবে
সাটুরিয়ায় প্রাণীসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত
রাঙ্গামাটিতে সিএনজি -কাভারভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত ১,আহত ১