ঢাকা শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

জেলা ও নগর যুবলীগের সম্মেলনকে ঘিরে বর্ণিল সাজে খুলনা


এস এম জাহাঙ্গীর আলম, খুলনা photo এস এম জাহাঙ্গীর আলম, খুলনা
প্রকাশিত: ২২-১-২০২৩ দুপুর ২:৩

বছর পেরোলেই জাতীয় নির্বাচন। এদিকে দু’দশক পরে জেলা ও নগর যুবলীগের আগামী ২৪ জানুয়ারি নগর ও জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন। তাই শীর্ষ পদে যোগ্য নেতৃত্ব খুঁজতে গলদঘাম বেরুচ্ছে মুরব্বীদের। নগর যুবলীগের শীর্ষ পদ নিয়ে কোন কাড়াকাড়ি নেই।তবে জেলার দু’শীর্ষ যোগ্য নেতৃত্ব খুঁজতে যেয়ে  আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দরে মাঝে চলছে চুলচেরা বিশ্লেষণ। শীর্ষ ২টি পদের প্রীার্থীদের আমলনামা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। তবে যারা ক্লিন ইমেজের ও ত্যাগী তাদের হাতে তুলে দেওয়া হবে আগামী তিন বছরের নেতৃত্ব। কেন না জাতীয় নির্বাচনের বছরকে সামনে রেখে এবারের কমিটি হবে শক্তিশালী। যে কমিটির দায়িত্ব থাকবে আগামী নির্বাচনে জেলা ও মহানগর যুব সমাজকে সংগঠিত করা।  
এদিকে সম্মেলনকে ঘিরে বর্ণিল সাজে সেজেছে নগরী। পোস্টার, প্যানা ও ফেস্টুনে ছেয়ে গেছে গোটা নগরী। নগরীর গুরুত্ব¡পূর্ণ স্থানে নির্মাণ করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত তোরণ। পোস্টার তোরণে আরও শোভা পাচ্ছে বঙ্গবন্ধুর কনিষ্ঠা কন্যা শেখ রেহানা, দৌহিত্র সজিব ওয়াজেদ জয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার তনয়া সায়মা ওয়াজেদ পুতুল, ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিন এমপি, সেখ সালাহউদ্দিন জুয়েল এমপি, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মঈনুল হোসেন খান নিখিল, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেলসহ মূল সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দের ও বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের। তার সঙ্গে রয়েছে নেতৃত্ব প্রত্যাশী নেতাদের ছবি সম্বলিত সম্মেলন সফল করার পোস্টার। গোটা নগর জুড়ে পোস্টারের পাশাপাশি বিগত ১৪ বছরে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নের ছবি ও রেপ্লিকা প্রদর্শন চলছে। নগরীর জোড়াগেটে সদ্য চালু হওয়া রাজধানী ঢাকার মেট্রোরেলের মডেল দর্শনার্থীদের মন কেড়েছে। তার সঙ্গে রয়েছে পদ্মাসেতুসহ সকল মেগা প্রকল্পের ছবি। জেলা ও নগর যুব লীগের দপ্তর সেল সূত্রে জানা গেছে, মহানগরীর শিববাড়ি মোড়ে মঞ্চ তৈরির কাজ প্রায় শেষের পথে। সম্মেলনে মহানগরী ও জেলায় মোট কাউন্সিলর থাকবেন ১১৭০ জন। বিপুল সংখ্যক ডেলিগেট ও হাজার হাজার নেতা-কর্মী উপস্থিত থাকবেন বলে ধারণা করা হচ্ছে। স্মরণকালের সেরা সম্মেলন হবে বলে নেতারা ধারণা করছেন। 
সম্মেলন উদ্বোধন করবেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।  প্রধান অতিথি থাকবেন বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দিন এমপি। সম্মানিত অতিথি থাকবেন আ’লীগের সভাপতি মন্ডলীর সদস্য পীযুষ কান্তি ভট্টাচার্য, মহানগর আ’লীগের সভাপতি সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশিদ, আ’লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, আ’লীগের কার্যনির্বাহী সদস্য এড. গ্লোরিয়া ঝর্ণা সরকার এমপি।
প্রধান বক্তা থাকবেন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মাইনুল হোসেন খান নিখিল।
খুলনা জেলা যুবলীগের সভাপতি মোঃ কামরুজ্জামান জামালের সভাপতিত্বে ও মহানগর যুবলীগের যুগ্ম-আহবায়ক শেখ শাহজালাল হোসেন সুজনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করবেন খুলনা জেলা আ’লীগের সাধারণ সম্পাদক এড. সুজিত অধিকারী, মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা আ’লীগের কার্যনির্বাহী সদস্য পঞ্চানন বিশ্বাস এমপি, কার্যনির্বাহী সদস্য নারায়ণ চন্দ্র চন্দ এমপি, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ সোহেল উদ্দিন, প্রেসিডিয়াম সদস্য  মুজিবুর রহমান চৌধুরী নিক্সন এমপি, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা আ’লীগের কার্যনির্বাহী সদস্য আক্তারুজ্জামান বাবু এমপি, জেলা আ’লীগের কার্যনির্বাহী সদস্য আব্দুস সালাম মূর্শেদী এমপি, যুবলীগের কার্যনির্বাহী সদস্য ব্যারিস্টার তৌফিকুর রহমান সুজন, কার্যনির্বাহী সদস্য ড. আশিকুর রহমান শান্ত। 
বিশেষ বক্তা থাকবেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোঃ রফিকুল ইসলাম, প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মৃণাল কান্তি জোয়াদ্দার, যুবলীগ যুগ্ম-সাধারণ সম্পাদক সুব্রত পাল, সাংগঠনিক সম্পাদক এড. ড. শামীম আল সাইফুল সোহাগ, মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, কার্যনির্বাহী সদস্য জি এম গফ্ফার হোসেন।
সর্বশেষ গত ২০০৩ সালের ২৫ মে খুলনা জেলা ও মহানগর যুবলীগের সর্বশেষ সম্মেলন হয়। জেলার সম্মেলনে মোঃ কামরুজ্জামান জামাল সভাপতি ও আক্তারুজ্জামান বাবু সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরই মধ্যে যুবলীগ সভাপতি মোঃ কামরুজ্জামান জামাল খুলনা জেলা আ’লীগের যুগ্ম-সম্পাদক হয়েছেন। আক্তারুজ্জামান বাবু খুলনা-৬ আসনের সংসদ সদস্য এবং জেলা আ’লীগের সদস্য পদে আছেন। খুলনা জেলার নয়টি উপজেলা ও ৬৮টি ইউনিয়ন কমিটির মেয়াদ আগেই উত্তীর্ণ হয়েছে।
অপর দিকে, মহানগর যুবলীগের সম্মেলনে এড. সরদার আনিসুর রহমান পপলু সভাপতি এবং সাধারণ সম্পাদক হন আলী আকবর টিপু। ২০০৮ সালের ৬ জানুয়ারি ওই কমিটি ভেঙ্গে দিয়ে আনিসুর রহমান পপলুকে আহবায়ক, মনিরুজ্জামান সাগর ও হাফেজ মোঃ শামীমকে যুগ্ম-আহ্বায়ক করে মহানগর যুবলীগের নতুন আহবায়ক কমিটি গঠিত হয়। ২০১৯ সালের ১৫ সেপ্টেম্বর মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি সফিকুর রহমান পলাশকে আহবায়ক এবং ছাত্রলীগের বর্তমান সভাপতি শেখ শাহজালাল হোসেনকে যুগ্ম-আহবায়ক করে যুবলীগের ২৫ সদস্যের নতুন আহবায়ক কমিটি করা হয়।
এদিকে এই সম্মেলন উপলক্ষে গত ২০২২ সালে জানুয়ারি মাসে কেন্দ্র থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থীদের জীবন বৃত্তান্ত আহ্বান করা হয়।  গেল বছর ২২ জানুয়ারি যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে ঘিরে সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীদের জীবন বৃত্তান্ত কেন্দ্রে জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৬ জানুয়ারি। জেলায় সভাপতি পদে ছয় জন ও সাধারণ সম্পাদক পদে ১৭ জন জীবন বৃত্তান্ত জমা দেন। আর নগরে মাত্র দু’জন জমা দেন। কিন্তু করোনা পরিস্থিতি ভালো না থাকায় সম্মেলনের তারিখ স্থগিত ঘোষণা করা হয়। 
মহানগর যুবলীগের শীর্ষ দু’টি পদে  ওই দুইজনের নাম শোনা যাচ্ছে। সভাপতি পদপ্রার্থী নগর যুবলীগের আহবায়ক ও নগর ছাত্রলীগের সাবেক সভাপতি সফিকুর রহমান পলাশ এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী নগর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ও নগর ছাত্রলীগের বর্তমান সভাপতি শেখ শাহজালাল হোসেন সুজন। এছাড়া অন্য কারো নাম এখনো শোনা যায়নি।
অপর দিকে, জেলা যুবলীগের সভাপতি পদে জীবন বৃত্তান্ত জমা দেন ছয় জন। এরা হলেন বর্তমান জেলা যুব লীগের যুগ্ম-সম্পাদক অজিত বিশ্বাস, সরদার জাকির হোসেন, বর্তমান জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যানও ঢাকা বিশ^বিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদ, জসিম উদ্দিন বাবু, সাবেক ইউপি চেয়ারম্যান হাদীউজ্জামান হাদী ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আরাফাত হোসেন পল্টু।
এছাড়া সাধারণ সম্পাদক পদে জীবন বৃত্তান্ত জমা দেন ১১ জন। এরা হলেন বর্তমান জেলা যুব লীগের সাংগঠনিক সম্পাদক এবিএম কামরুজ্জামান, মোঃ হারুনার রশিদ, জেলা যুব লীগের সদস্য ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান সোহাগ, খুলনা মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি দেব দুলাল বাড়ই বাপ্পী, আব্দুল্লাহ আল মামুন, জলিল তালুকদার, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ পারভেজ হাওলাদার, জেলা ছাত্ররীগের সাবেক সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান সাগর, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য মোল্লা কামরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক তসলিম হুসাইন তাজ ও মোঃ আবু সাঈদুজ্জামান।  
খুলনা জেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান জামাল বলেন, বর্ণাঢ্য আয়োজনে উৎসব মুখর পরিবেশে সম্মেলন করা হচ্ছে। নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ বলেন, সম্মেলনের প্রস্তুতি প্রায় শেষের পথে । জাঁকজমকপূর্ণ ভাবে সম্মেলন হবে। 
নাম প্রকাশ না করার শর্তে একাধিক নেতা জানান, মহানগর যুব লীগের শীর্ষ ২টি পদ নিয়ে মুরব্বী সংগঠন একেবারে চিন্তিত নয়। তবে জেলায় অসংখ্য নেতার মাঝে যোগ্য নেতৃত্ব খুঁজে পেতে হিমশিম খাচ্ছেন নেতৃবৃন্দ। তাদের দাবি যুব লীগের সম্মেলন অতীতে যথা সময়ে হয়নি। যারা মনোনীত বা নির্বাচিত হবেন তাদের পাড়ি দিতে হবে দীর্ঘ পথ। বিশেষ করে জাতীয় নির্বাচনের বছরে যুব লীগের কমিটি গঠনে নেতৃবৃন্দ রয়েছেন বিশেষ সতর্কতায়। যাতে করে বিতর্কিত কোনো ব্যক্তি কমিটিতে ঠাঁই না পান। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে এমন ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হবে না, এমন সিদ্ধান্ত দলটির নীতি নির্ধারণী মহলের।

এমএসএম / এমএসএম

৩১ দফা বাস্তবায়ন হলে দেশে আর ফ্যাসিবাদ জন্ম হবে না: শওকত হোসেন সরকার

পাটগ্রামে বিশ্ব দৃষ্টি দিবস পালন

টাঙ্গাইলে জেলা তথ্য অফিসের আয়োজনে টাইফয়েড টিকাদান বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নিরাপদ পানি, স্যানিটেশন, হাইজিন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুষ্টিয়ায় সাংবাদিক রফিকুল ইসলাম কালভীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

বাউফলে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

পটুয়াখালীতে বাজারের ইজারা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে সন্ত্রাসী হামলায় ৫ পুলিশসহ আহত ৬, গ্রেপ্তার ৩

নওগাঁয় মামলা তদন্তে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন

টিএইচই র‌্যাঙ্কিংয়ে আবারও শীর্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়

‎আনোয়ারায় মোবাইল কোর্ট অভিযান,তিন মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা

ঠাকুরগাঁওয়ে টাইফয়েড টিকা দান ক্যাম্পেইন ও সাংবাদিক ওরিয়েন্টেশন

রাজশাহী সড়ক-জনপথে কর্মচারীদের জনসংযোগ

শাহজাদপুরে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপন