ঢাকা সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

নাচোলে নম্বর বিহীন ইটের খোয়া দিয়ে নির্মাণ হচ্ছে সরকারি রাস্তা !


নাসিম, নাচোল photo নাসিম, নাচোল
প্রকাশিত: ২২-১-২০২৩ বিকাল ৫:৯
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নম্বর বিহীন ইটের খোয়া দিয়ে নির্মাণ হচ্ছে সরকারি রাস্তা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারী না থাকার কারণে ঠিকাদার নিজের ইচ্ছেমতো কাজ করে যাচ্ছেন। নি¤œ মানের ইট খোয়া দিয়ে রাস্তা নির্মাণ হলে জনদুর্ভোগ আরো বাড়বে বলে এলাকাবাসীর অভিযোগ।তবে রাস্তা নির্মাণকারী ঠিকাদারী প্রতিষ্ঠানের দাবি নির্মাণ সামগ্রির দাম বৃদ্ধি পাওয়ায় রাস্তা নির্মাণে কিছুটা অনিয়ম হচ্ছে। 
জানাগেছে,২০২১-২২ অর্থ বছরে জুলাই মাসের দিকে চাঁপাইনবাবগঞ্জের নাচোল-রাজবাড়ি সড়কের ৪ কিঃ মিঃ রাস্তাটি ২ কোটি ৯৭ লাখ টাকা ব্যায়ে রাজশাহীর সোহেল রানা ঠিকাদারী প্রতিষ্ঠান কাজটি পায়। কাজটি পাওয়ার পর থেকে নিম্নমানের ইট-বালু দিয়ে কাজ করছেন বলে ভাতসা পদপুর গ্রামের বিশিষ্ট সমাজ সেবক বদিউত জামান জানান। 
গতকাল শনিবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়,ঠিকাদারী প্রতিষ্ঠানটি নম্বর বিহীন ইটের খোয়াসহ ৩ ভাগের ১ভাগ রাবিশ দিয়ে রাস্তা নির্মান করছেন। অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রাস্তার দুই পাশের কাটা মাটির মিশ্রিত বালি দিয়ে বক্স না করেই নিম্নমানের ইট খোয়াসহ নির্মাণ সামগ্রী ব্যবহার করছে রাস্তায়।এমনকি রাস্তাটিতে ইট খোয়ায় পানি ব্যবহার না করেই রাস্তা নির্মাণ করা হচ্ছে।এলাকাবাসী ও ¯ানীয় জনপ্রতিনিধির অনিয়মের অভিযোগের পর কাজ বন্ধ রাখার অনুরোধ করা হলেও এখনও অনিয়মের মাধ্যমে কাজ দিয়েই ওই কাজ সমাপ্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ঠিকাদার সোহেল রানা।রাস্তাটি বছর ৬ মাস যেতে না যেতেই নষ্ট হবে বলে ধারনা করছেন ভাতসা বিদ্যালয়ের সহকারী শিক্ষক নজরুল ইসলাম সহ আরো অনেকেই। তবে রাস্তা নির্মাণকারী ঠিকাদার সোহেল রানা অনিয়মের সত্যতা স্বীকার করে বলেন,নির্মাণ সামগ্রির দাম বৃদ্ধি পাওয়ার কারনে রাস্তা নির্মাণে কিছুটা অনিয়ম হচ্ছে।সরকারি ইস্টিমেটে নির্মাণ সামগ্রির যে দাম ধরা হয়েছে বর্তমানে তা বেড়ে দ্বিগুন হয়েছে।তবে তিনি ভবিষ্যতে সঠিক নিয়মে রাস্তার কাজ করবেন বলে জানান। নাচোল উপজেলার সদ্য নির্মিত গোপালপুর মোড় হতে সিংরইল গামি এবং গোলাবাড়ি রাস্তা নির্মাণে নিম্ন মানের ইট,খোয়া ও বালু ব্যবহার করা হয়েছে বলে এলাকাবাসীর অভিযোগ রয়েছে।
এবিষয়ে উপজেলা প্রকৌশলী শাহিনুল ইসলাম. এর সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি  বলেন আমি বিশেষ কাজে বাইরে আছি। গতকাল শুক্রবার রাস্তাটি পরিদর্শন করে কিছু নিম্নমানের মানের ইটের খোয়া দেখা গেছে বলে তিনি জানান। ভবিষ্যতে আর নিম্নমানের মানের খোয়া ব্যবহার করতে দেয়া হবেনা বলেও তিনি জানান। 
এবিষয়ে নাচোল উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমিন এর সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি  বলেন,রাস্তা নির্মাণের অনিয়মের বিষয়টি শুনেছি এবং উপজেলা প্রকৌশলীকে ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশ প্রদান করেছি।

এমএসএম / এমএসএম

ভূরুঙ্গমারীতে মাদককারবারী সন্দেহে ৫ জন আটক

সাতকানিয়ায় পারিবারিক কলহের জেরে নিজ সন্তানের হাতে বাবার মৃত্যু

কোটালীপাড়ায় প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি

মানিকগঞ্জে স্কুল বাসে আগুন

রায়গঞ্জে সাবেক অধ্যক্ষের দুর্নীতির প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

নরসিংদীতে নতুন করে ২৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত, হাসপাতালে ভর্তি ৬৯ জন

দেশের ক্ষতি করে কাউকে বন্দর বা কোনো টার্মিনাল দেওয়া হবে না নৌ উপদেষ্টা

সামিরা আজিম দোলা সহ হামলায় আহতদের দেখতে হাসপাতালে বিএনপি নেতা কালাম

‎আনোয়ারায় আল্লামা আবুল খাইর ফাউন্ডেশনের বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

মাছের প্রজেক্টের পাড়ে পড়ে আছে অজ্ঞাত লাশ

একাত্তরের চেতনা ভুলিয়ে দিতে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত

মনিরামপুরে কর্মী সভায় জামায়াত প্রার্থী এ্যাড. গাজী এনামুল

তানোরে বিএনপির নির্বাচনী কেন্দ্র ও দায়িত্বপ্রাপ্ত নেতাদের নিয়ে উপজেলা বিএনপির মতবিনিময়