ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

চৌদ্দগ্রামে রোজিনা হত্যা মামলায় স্বামীর মৃত্যুদন্ড দিয়েছে আদালত


মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম photo মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম
প্রকাশিত: ২৫-১-২০২৩ দুপুর ৪:৫৮
কুমিল্লার চৌদ্দগ্রামে দীর্ঘ দশ বছর পর আলোচিত রোজিনা হত্যা মামলায় নিহতের স্বামী মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া সুমনকে মৃত্যুদন্ডাদেশ দিয়েছে আদালত। বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে কুমিল্লার বিজ্ঞ নারী ও শিশু ট্রাইব্যুনাল-১ (জেলা ও দায়রা জজ) এর বিচারক আবদুল্লাহ আল মামুন এ রায় প্রদান করেন। এ সময় আসামি সুমন আদালতে উপস্থিত ছিলেন। তবে, এ রায়ের বিরুদ্ধে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া সুমন আগামী সাত কর্মদিবসের মধ্যে হাইকোর্ট ডিভিশনে আপিল করতে পারবেন বলে আদালত সূত্রে জানা গেছে।
 
তথ্যটি নিশ্চিত করে মামলার বাদীপক্ষের আইনজীবী প্রদীপ কুমার দত্ত বলেন, ‘মামলার সকল তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে ও সত্যতা নিশ্চিত হয়ে আদালত রোজিনা আক্তার রিয়া হত্যা মামলায় স্বামী মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া সুমনকে মৃত্যুদন্ডাদেশ ও দশ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন।’
 
মামলা সূত্রে জানা গেছে, ২০১২ সালের ২৬ ফ্রেব্রæয়ারি কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভাধিন কমলপুর গ্রামে যৌতুক হিসেবে দাবি করা এক লাখ টাকা না পাওয়ায় ঘুমন্ত অবস্থায় নির্মমভাবে ছুরিকাঘাত করে রোজিনা আক্তার রিয়া (২২) নামে এক গৃহবধূকে হত্যা করে তার স্বামী। সংবাদ পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ ঘাতক সুমনকে আটক করে। এ ঘটনায় নিহতের বোন শারমিন আক্তার বাদী হয়ে রোজিনার স্বামী কমলপুর গ্রামের মৃত শেখ আহাম্মদ ভূঁইয়ার ছেলে মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া সুমনকে (২৮) আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
 
মামলার বাদী নিহতের ছোট বোন শারমিন আক্তার বলেন, ‘বিয়ের সময় যৌতুক হিসেবে বোন জামাইকে নগদ ৫০ হাজার টাকা দেওয়া হয়। এর কিছুদিন পর স্বর্ণালংকার দাবি করলে বৃদ্ধ মা-বাবা অনেক কষ্টে তার এ দাবিও পূরণ করেন। পরে আবারও এক লাখ টাকা দাবি করেন বোন জামাই সুমন এবং টাকার জন্য আমার বোন রোজিনাকে অব্যাহতভাবে নির্যাতন করতে থাকে। বাবার বাড়ি থেকে পুনরায় যৌতুকের টাকা আনতে রাজি না হওয়ায় সুমন আমার বোনকে ধারালো ছুরি দিয়ে নির্মমভাবে আঘাত করে হত্যা করে।’ এ সময় তিনি আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করে অবিলম্বে হত্যাকারীর ফাঁসির রায় কার্যকর করার জন্য বিজ্ঞ আদালতের কাছে বিনীত প্রার্থনা জানান।

এমএসএম / এমএসএম

মির্জা ফখরুলকে নিয়ে কন্যার হৃদয়স্পর্শী পোস্ট

পিরোজপুর-২ আসনে বিএনপির মনোনয়নের বিরুদ্ধে তৃণমূলের তীব্র ক্ষোভে উত্তাল নেছারাবাদ উপজেলা

কুমিল্লায় মনিরুল হক চৌধুরীর সমর্থনে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ

ধামইরহাটে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিশুদেরকে কোরআনের ছবক প্রদান

আদমদীঘিতে নিখোঁজের ৩দিন পর ডোবার থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

পাবনায় রেজিস্টারদের প্রাণনাশের হুমকি! সেই শাহীনসহ ৬ দলিল লেখকের সনদ বাতিল

হালদা নদী থেকে বালুভর্তি ড্রেজার জব্দ, চালককে জরিমানা

‎শাল্লার কুশিয়ারা নদীতে অবৈধ ড্রেজার মেশিনের তান্ডব,নদীভাঙনের মুখে শত শত ঘরবাড়ি

বগুড়ার শেরপুরে মটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

গ্রাম আদালতকে আরও গতিশীল করতে চেয়ারম্যানদের নিয়ে ২ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণের চেষ্টা চলবে-নেত্রকোনায় দেলাওয়ার হোসেন আজিজী

চট্টগ্রামের ৫টি আসনে বিএনপির মনোনয়ন নিয়ে তৃণমূলে ক্ষোভ

কটিয়াদীতে পুকুরের পানিতে দুই বছরের শিশুর মৃত্যু