বাঁশখালীতে শুক্রবার থেকে শুরু ১১ দিনব্যাপী কুম্ভমেলা
বাঁশখালীতে ১১ দিনব্যাপী কুম্ভমেলা ২০২৩ উদযাপন প্রস্তুতি শেষে শুক্রবার থেকে শুরু হচ্ছে ঋষিকুম্ভ ও কুম্ভমেলা।চট্টগ্রামের বাঁশখালীর ঐতিহ্যবাহী কোকদন্ডী ঋষিধামে ১১ দিনব্যাপী আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা ২০২৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতি শেষে শুক্রবার শুরু হবে কুম্ভমেলা।
এতে দেশ-বিদেশের সাধু-সন্ন্যাসী-বৈঞ্চব, সংগীত শিল্পী ও দেশের কয়েকজন মন্ত্রীসহ আসার কথা রয়েছে,এবারের কুম্ভমেলায় দেশ-বিদেশ থেকে প্রায় অর্ধকোটি লোকের সমাগম হবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।ঋষিধামে জায়গা ছাড়াও আরো প্রায় ৮২ একর জায়গা জুড়ে চলবে এই কুম্ভমেলা,১১ দিন ব্যাপী আন্তর্জাতিক কুম্ভমেলা উদযাপন এলাকাটি থাকবে সিসি টিভি ক্যামরার আওতায়।২৭ জানুয়ারি(শুক্রবার) থেকে ৬ ফেব্রুয়ারী পর্যন্ত সর্বমোট ১১ দিন ব্যাপী উদযাপিত হবে এই কুম্ভমেলা।
মেলা উদযাপন পরিষদ সুত্রে জানা যায়,এবারের কুম্ভ মেলা আয়োজনকে সুশৃঙ্খল ভাবে নিয়ন্ত্রণ করতে ৪৩টি উপ-কমিটির মাধ্যমে ১ হাজার ৭'শ জনের নিয়োন্ত্রোক সার্বক্ষণিক নিয়োজিত থাকবেন। এছাড়াও পুরো এলাকাটি সিসি টিভি ক্যামরার আওতায় থাকবে এবং ৩ শতাধিক আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরা সার্বিক মনিটরিংয়ে থাকবে।
দেশ-বিদেশ থেকে যে সমস্ত অতিথিরা এই মেলা অংশ গ্রহণ করবেন, তাঁদের দ্রুত যোগাযোগ রক্ষার্থে বাঁশখালী ডিগ্রি কলেজ মাঠে স্থাপন করা হয়েছে হেলিপ্যাড।প্রতি ৩ বছর পর পর অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা,বিগত ৬৩ বছর ধরে চলে আসা ধর্মীয় এই উৎসব ২০২৩ উদযাপন এবারে ২১তম আন্তর্জাতিক ঋষি কুম্ভমেলা উদযাপিত হতে যাচ্ছে।
২৭ জানুয়ারি(শুক্রবার) বর্ণাঢ্য মহাশোভা যাত্রা হবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এর নেতৃত্বে অনুষ্ঠিত হবে। এতে অতিথি হিসেবে আরো থাকবেন সাবেক ক্রীড়ামন্ত্রী বিরেন শিকদার, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া,বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি।পুরো অনুষ্ঠান পৌরহিত্য করবেন ঋষিধাম ও তুলসিধামের মোহন্ত মহারাজ শ্রীমৎ স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজ।অনুষ্ঠানের উদ্বোধন দিন থেকে পরবর্তী দিনের অনুষ্ঠানে বিভিন্ন অতিথিবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত থাকবেন।
সরেজমিনে দেখা যায়, ঋষিধামের বিস্তীর্ণ এলাকায় প্যান্ডেল স্থাপন,ঋষিধাম এলাকাটি সাজসজ্জা ও আলোকসজ্জার কাজ চলছে,দেশ-বিদেশের সাধু, সন্ন্যাসী ও ভক্তদের জন্য টাঙানো হচ্ছে তিন হাজার অস্থায়ী ত্রিপল।এরই মধ্যে চট্টগ্রামের বিভিন্ন নারী আলপনীরা ঋষিধাম এলাকাটিকে বিভিন্ন কালারের মেশান নানা ধরনে
দেশের বিভিন্ন প্রান্তের ব্যবসায়ীরা এই মেলায় স্থাপিত ব্যবসায়িক কেন্দ্র স্টলের বরাদ্দ নিচ্ছে।
বাঁশখালীর ঋষিকুম্ভ ও কুম্ভমেলার সভাপতি সুকুমার চৌধুরী বলেন,আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা ২০২৩ উদযাপন উপলক্ষে জেলা ও উপজেলা প্রশাসনের সাথে কয়েকদফা বৈঠক করা হয়েছে,বাংলাদেশের চট্টগ্রামের বাঁশখালীর কালীপুরের কোকদন্ডী ঋষিধামেই অনুষ্ঠিত হয় এই কুম্ভমেলা।অসংখ্য ভক্তবৃন্দ ও পূণ্যার্থীদের এই মিলনমেলাকে শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে যাবতীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।দেশি-বিদেশ থেকে আসা অতিথি ও পূণ্যার্থীদের জন্য সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।এসময় তিনি আরো বলেন, ১১ দিনব্যাপী এই কুম্ভমেলা ২০২৩ উদযাপন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান কর্মসূচির মধ্যে রয়েছে জাতীয় পতাকা উত্তোলন ও মেলা উদ্বোধনসহ ধর্মীয় নানান কর্মসূচি উদযাপিত হবে।
বাঁশখালীর ঋষিধামের প্রধান পুরোহিত মোহন্ত মহারাজ শ্রীমৎ স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজ বলেন, বাংলাদেশে বাঁশখালীর উপজেলার কালীপুরের কোকদন্ডী গ্রামে ১৯৫৭ খ্রিষ্টাব্দে হিন্দু ধর্মের মহাপুরুষ সাধক ঋষি অদ্বৈতানন্দ পুরী মহারাজ পরম পূণ্যপীঠ ঋষিধামে কুম্ভমেলার সূত্রপাত করেন,ঋষিধামের নামের সাথে সঙ্গতি রেখে তথা যুগে যুগে ঋষিপুরুষের স্মরণ,মনন ও স্মৃতি বহনের মানসে এ মেলাকে(ঋষিকুম্ভ) নামকরণ করা হয়েছে।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল উদ্দিন পিপিএম বলেন, কুম্ভমেলা শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে ৩ শতাধিক আইন শৃঙ্খলাবাহিনীর মাধ্যমে মেলার সার্বিক নিরাপত্তার জন্যে সার্বক্ষণিক পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত থাকবেন।
বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বলেন,আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা একটি ধর্মীয় অনুষ্ঠান।১১দিন ব্যাপী এই অনুষ্ঠানে আমি নিজেই মেলায় উপস্থিত থেকে মনিটরিং করব।সকলের আন্তরিক সহযোগিতায় অনুষ্ঠান সুন্দর ও সফলতা কামনা করেন সাইদুজ্জামান চৌধুরী।
এমএসএম / এমএসএম
সাতগাঁও হাইওয়ে থানা বাৎসরিক পরিদর্শন করেন সিলেট রিজিয়ন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম
পটুয়াখালীর গলাচিপায় ভুয়া চিকিৎসক আটক
কুমিল্লায় তিন বাস টার্মিনালে কর্মবিরতি ৪০ সড়কে যাত্রীদের ভোগান্তি
স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মাগুরা-২ আসনের সাবেক এমপির কাজী সালিমুল হক কামাল
তানোরে বাড়তি দামে সার বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা
আত্রাইয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন
রাণীশংকৈলে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত
পবিপ্রবিতে নিয়োগ-বিধি ও প্রমোশন দ্বন্দ্ব, বিএনপিপন্থী শিক্ষকদের বিজয় দিবস বর্জন
বড়লেখায় বিএনপির প্রকাশ্যে গ্রুপিং, কেন্দ্রের হস্তক্ষেপ ছাড়া ঐক্যের পথ দেখছেন না নেতাকর্মীরা
মেহেরপুরে ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে ডেইরি খামারিদের মাঝে ঘাস ও খড় কাটার মেশিন বিতরণ
রাজশাহী-৬ আসনে এমপি পদপ্রার্থী আবু সাইদ চাঁদের মনোনয়ন ফরম উত্তোলন
তানোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নারী দগ্ধ, গবাদিপশুর প্রাণহানি