করোনাযোদ্ধা ডাক্তার সমরজিৎ সিংহের ছুটে চলা
অদৃশ্য এক রোগের ইশারায় পৃথিবী এখন প্রায় নিস্তব্ধ। অদৃশ্য এ রোগের ভয়ে যখন আত্মীয়স্বজন কেউ এগিয়ে আসছে না, ঠিক তখনই ডাক্তারা মৃত্যু ভয় উপেক্ষা করে রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন। মৃত্যু ভয় নেই, নেই নাওয়া-খাওয়া ঘুম কিংবা বিশ্রাম। কোভিড-১৯ প্রাণঘাতী নভেল করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তে জীবনের ঝুঁকি নিয়ে রাত-দিন একাকার করে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছেন এক মানবিক ডাক্তার। উপজেলার যেখানেই কোনো রোগীর করোনা উপসর্গের খবর পাচ্ছেন আতঙ্কিত না হয়ে করোনা টেস্ট করার পরামর্শ দিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। করোনার নমুনা সংগ্রহ ও করোনা আক্রান্ত রোগীর বাড়ি লকডাউনসহ করোনা রোগীর প্রাথমিক সেবা করতে গিয়ে প্রাণঘাতী করোনা রোগে নিজেও আক্রান্ত হতে পারেন, যা ছড়িয়ে পড়তে পারে নিজ পরিবারেও। এ ভয়কে পরোয়া না করে দেশ ও মানুষের কল্যাণে ছুঁটে চলছেন অবিরত।
এতক্ষণ বলছিলাম করোনা ভাইরাস সংক্রমণের শুরু থেকেই জীবনের ঝুঁকি নিয়ে মানবসেবায় দৃষ্টান্ত স্থাপনকারী মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহের কথা। কাজের প্রতি তার কর্তব্যনিষ্ঠা, দায়িত্ববোধ, একাগ্রতা, ধৈর্য্য ও সাহসিকতায় ইতোমধ্যে তিনি উপজেলার সাধারণ মানুষের মন জয় করে নিয়েছেন। জুড়ীতে যোগদানের পর থেকে স্থানীয় চিকিৎসা সেবায় অআমূল পরিবর্তন আনতে কাজ করছেন নিয়মিত।
জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা হলেও এখানে রয়েছে অনেক জনবল সঙ্কট। জনবল সঙ্কট ও অনেক সীমাবদ্ধতার মধ্যেও স্থানীয় রোগীদের হাসপাতালমুখী করতে ও রোগীদের সেবার মানবৃদ্ধিতে ডা: সমরজিৎ সিংহের দিকনির্দেশনায় স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তাররা কাজ করছেন দিনরাত। স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান হিসেবে হাসপাতালের উন্নয়নে নিয়মিত যোগাযোগ রাখছেন স্থানীয় সাংসদ ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মো: শাহাবুদ্দিন এমপি'র সাথে। করোনার এই সংকটকালে পরিবেশ মন্ত্রীর সাথে যোগাযোগ করে রোগীদের জন্য ব্যবস্থা করেছেন অক্সিজেন সিলিন্ডারের।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সমরজিৎ সিংহের বাড়ি জুড়ী উপজেলার ২ নং পূর্বজুড়ী ইউনিয়নের ছোটধামাই গ্রামে। ২০০৪ সালে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে তিনি এমবিবিএস পাশ করেন। ২০১০ সালে তিনি নিজ উপজেলার ফুলতলা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে সহকারী সার্জন পদে প্রথম যোগদান করেন। ২০১৪ সালে তিনি জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসেবে যোগদান করেন।এরপর ২০১৭ সালে সুনামগঞ্জের শাল্লা ও ২০১৮ সালে মৌলভীবাজার জেলার কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার পদে চাকুরি করে আবারও নিজ উপজেলায় ২০১৮ সালের জুলাই মাসে যোগদান করেন। জুড়ীতে আবাসিক মেডিকেল অফিসার পদে যোগদানের পর ২০১৯ সালের ১৭ জুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পদে পদায়ন হন।
এরপর ২০২০ সালের মার্চ মাসে আমাদের দেশে ধরা পড়ে করোনা রোগী। তখন থেকে সরকারের পক্ষ থেকে দেওয়া হয় প্রশিক্ষণ ও বিভিন্ন নির্দেশনা। তখন বেড়ে যায় দ্বায়িত্ব, কর্তব্য আর ব্যস্ততা। দেশে করোনা সংক্রমের শুরুতেই আইইডিসিআর’র নির্দেশনায় চলতে থাকে কার্যক্রম। এরপর ভিডিও কনফারেন্সের মাধ্যমে কয়েক দফা প্রশিক্ষণ গ্রহণ করেন। শুরু হয় হাসপাতালের নিয়মিত ডিউটির পাশাপাশি চিকিৎসা নিতে আসা লোকদের করোনা সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করে নমুনা সংগ্রহের ব্যবস্থা করা, করোনার উপসর্গ নিয়ে আসা লোকদের নমুনা সংগ্রহ করা, তাদের প্রাথমিক চিকিৎসাপত্র দেওয়া, শনাক্তকৃত রোগীদের হাসপাতাল অথবা বাসায় (আইসোলেশন/ কোয়ারেন্টাইন) চিকিৎসার বিষয়ে নানা সিদ্ধান্ত ও পরামর্শ প্রদানের কাজে ব্যস্ত সময় পার করতে থাকেন। এতকিছুর মধ্যেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, মিডিয়াকর্মী, রোগী ও তাদের স্বজনসহ আরো অনেকের সাথে কথা বলতে হয়, তথ্য দিতে হয়। পরম ধৈর্য্য ও সহিষ্ণুতার সাথে এসব কিছু সামাল দিচ্ছেন ডা. সমরজিৎ সিংহ।
ডাক্তার সমরজিৎ সিংহ বলেন, সরকারি চাকুরি করি বলে নয়, মানবিক কারণে ঝুঁকি থাকা সত্ত্বেও রোগীদের জন্য কাজ করে যাচ্ছি। টানা ডিউটির পর বাসায় গেলে জরুরী প্রয়োজনে আবারও হাসপাতালে আসতে হয়। সেটা দিনে হোক আর গভীর রাতেই হোক। কাজে এতটাই ব্যস্ত থাকি যে, কখন দিন যায়, রাত পার হয় তা অনেক সময় টের পাই না। খারাপ লাগে, ক্লান্তিও আসে, আক্রান্তের ঝুঁকিও আছে, তবুও এখান থেকে পিছু হটার সুযোগ তো নেই। মানবসেবার ব্রত নিয়েই তো এমন পেশায় যোগ দিয়েছি। দায়িত্ব পালনে সকলের সহযোগিতা ও আশীর্বাদ কামনা করছি। এ সময় তিনি করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় উপজেলাবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।
এমএসএম / জামান
জুড়ী মডেল একাডেমিতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ
তারাগঞ্জে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত
নেত্রকোনায় নিয়োগ ও বিএড সনদ সবই ভুয়া-তার পরও ২২ বছর ধরে শিক্ষককতা করছেন নুরুজ্জামান
বাউফলে খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির কোরআন খতম ও দোয়া
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এবি পার্টির প্রার্থী ড. মুহাম্মাদ আব্দুর রহমান মুহসেনীর গভীর শোক
চাঁদপুরে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজায় হাজারো মানুষের ঢল
মোহনগঞ্জে নিয়োগ ও বিএড সনদ সবই ভুয়া, ২২ বছর ধরে শিক্ষককতা করছেন নুরুজ্জামান
নাটোরের সিংড়ায় কচুরিপানার কবলে ৫ হাজার হেক্টর জমি
সরিষার বাম্পার ফলনের আশায় শিবচরের কৃষকরা
মানিকগঞ্জে রিতার বাড়ি ভাংচুর মামলায় আওয়ামীলীগ নেতা গ্রেফতার
ঠাকুরগাঁওয়ে হাসপাতালের শিশু ওয়ার্ডে নতুন পেশেন্ট বেড প্রদান করলো পৌরসভা
চাঁদপুরে সংবাদ প্রকাশের পরও মাদকের ভয়াবহতা কমেনি
দেশের সর্বনিম্ন তাপমাত্রা কোটালীপাড়ায়, বিপর্যস্ত জনপদ
Link Copied