কেরুজ ফুরশেদপুর কৃষি খামারে কম্বাইন্ড হার্ভেস্টার দিয়ে ইক্ষু কর্তনের উদ্বোধন
চুয়াডাঙ্গা জেলার একটিমাত্র ঐতিয্যবাহী ভারী শীল্প প্রতিষ্টান কেরু এ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেড । প্রতিষ্টানটি ঘিরে রয়েছে ১০ কৃষি খামার। প্রতি বছর কেরুর নিজস্ব কৃষি জমিতে ইক্ষু চাষ করা হয়। কেরু অ্যান্ড কোম্পানির পাশা পাশি এলাকার প্রান্তিক কৃষকরা করে থাকে আখ চাষ। কেরুজ মাড়াই মৌরসুম চলাকালে মিলটিতে প্রতিদিন আখ লাগে আনুমানিক ১২'শ মেট্রিকটন। যা কেরু'র নিজস্ব তত্বাবধানে এবং কৃষকরা সরবরাহ করে থাকে। এলাকায় লেবার সংকট থাকায় আখ সরবরাহ করতে হিমশিম খেতে হয় কতৃপক্ষের। সুষ্ট পরিকল্পনার অভাবে দির্ঘ দিন লোকসান গুনতে হয়েছে এ খাতে । তবে বর্তমান ব্যাবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন যোগদান করার পর ইতিমধ্যে কৃষি খামারের দৃশ্য পরিবর্তন হয়ে গেছে । সেই সাথে তিনি ইক্ষু কর্তনের সুষ্ট পরিকল্পনা হাতে নিয়েছে । সঠিক সময় ও সল্প খরচে ইক্ষু কর্তনের জন্য নিয়ে এসেছেন সুগার ক্যান কম্বাইন্ড হার্ভেস্টার। এপদ্ধতিতে আখ কর্তনের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার বেলা ১২ টার দিকে ফুরশেদপুর খামারে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের যুগ্ন সচিব ও পরিচালক (অর্থ) খন্দকার আজিম আহমেদ এসময় উপস্থিত ছিলেন কেরু এ্যান্ড কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন, নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক আনিসুল আজম, প্রকৌশলী মো.মাহমুদুল হাসান মিল্টন, ব্যবস্থাপক কৃষি প্রকৌশল উপবিভাগ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন, সায়েদ সামস তাবরিজ প্রিন্সিপাল অফিসার(বিএসআরআই),
টারর্বো এগ্রো টেকনোলজি লিমিটেড ইন্ডিয়া গুজরাট এর শক্তিমান সুগার ক্যান কম্বাইন্ড হার্ভেস্টার এর সার্ভিস ইঞ্জিনিয়ার রাজস কুমার সরকার,আলিম ইন্ডা: এর জেনারেল ম্যানেজার ও মার্কেটিং এবং সেলস প্রধান ইঞ্জিনিয়ার মোঃ হুমায়ুন কবীর, নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপক পরিবহন প্রকৌশল রিয়াজুল ইসলাম, দর্শনা কেরুজ চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) আশরাফুল আলম ভুইয়া, ব্যবস্থাপক (খামার) সুমন কুমার সাহা, ব্যবস্থাপক (পরিঃপ্রকৌঃ) আবু সাঈদ, ফুরশেদপুর (খামার) ইনচার্জ এমদাদুল হক প্রমুখ। এসময় প্রধান অতিথি বলেন আগে এই এলাকায় ব্যাপকহারে আখ চাষ হতো বিভিন্ন করনে বর্তমানে আখ চাষ কিছুটা কমে গেছে, আমরা যাতে মেকানাইজের মাধ্যমে আখ উৎপাদন বাড়াতে পারি এবং অনান্যভাবে আখচাষে লাভবান হয় সেজন্য সুনাতন পদ্ধতি ছেড়ে নতুন পদ্ধতি অবলম্বন করছি, আমরা চিনি উৎপাদন করে দেশে স্বয়ং সম্পন্ন হতে চাই। এবিষয়ে কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন বলেন আমাদের মাননীয় শিল্প সচিব জনাব জাকিয়া সুলতানা ও চিনি ও খাদ্য শিল্প করপোরেশন এর চেয়ারম্যান মোঃ আরিফুর রহমান অপু মহদয়ের সহযোগিতায় আজকের এই নতুন দিগন্তে আপনারা আমার কৃষি খামারে যে হার্ভেস্টারটি দেখছেন সেটি কেরু অ্যান্ড কোম্পানিতে আজ একবারে নতুন। আমরা ইক্ষু কর্তন মেশিন এর আগে টিভিতে ইউটিউব চ্যানেল ও গুগোল দেখেছি। আজ আমরা সেটি কেরু খামারে এনে কাজ শুরু করতে পেরেছি। এই যন্ত্রটির মাধ্যমে আমরা অনেক লেবার বাচাতে পারবো এবং লেবার কস্ট বাচাতে পারবো সেই সাথে আবর্জনামুক্ত আখ মিলে সরবরাহ করা সম্ভব হবে।
এমএসএম / এমএসএম
কুতুবদিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী মেলা
ভেজাল গুড়ে সয়লাব, বাঘায় অভিযানে ৫ কারখানায় জরিমানা
চট্টগ্রামে শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার নির্বাচিত এসআই মোঃ আনোয়ার হোসেন পাটোয়ারী
ত্রিশালে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন
অনুমোদিত স্থানে সুবিপ্রবি নির্মাণের দাবিতে লন্ডনে প্রবাসীদের মহাসমাবেশ
হাতিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ মেলার উদ্বোধন
রায়গঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদযাপন
রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু
আবারো মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত প্রমাণ করলেন মেহেরপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ খায়রুল ইসলাম
আধুনিক প্রযুক্তি ব্যবহার করে প্রাণিসম্পদ খাতকে আরও সমৃদ্ধ করতে হবে
সাটুরিয়ায় প্রাণীসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত
রাঙ্গামাটিতে সিএনজি -কাভারভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত ১,আহত ১
৬৪ জেলায় পুলিশ সুপার বদলি - কুমিল্লার নতুন পুলিশ সুপার মো. আনিসুজ্জামান
Link Copied