পাথরঘাটায় স্বামী ও সহযোগীর বিরুদ্ধে দুই সন্তানের জননীর সংবাদ সম্মেলন
বরগুনার পাথরঘাটা উপজেলার কাঠালতলী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড দক্ষিন কাঠালতলী গ্রামের আলতাফ তালুকদার এর মেয়ে দুই সন্তানের জননী ইয়াসমিন বেগম (৩৫) একই এলাকার বাসীন্দা সাবেক স্বামী মো. মানিক খান (৪০) ও তার সজযোগি মো. ইসমাইল আকন এর ছেলে মো. মিরাজ আকন (৪৫) কর্তৃক বিভিন্ন ভাবে নির্যাতনের অভিযোগে ৩০ জানুয়ারি সোমবার পাথরঘাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। এসময় তার সাথে কন্যা মোসাঃ লিজা (১৪) ও ছেলে মো. রাকিব (১৭) উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত ও মৌখিক অভিযোগে ইয়াসমিন বলেন ৪ বছর পূর্বে মিরাজ আকনের প্ররোচনায় মো. মানিক খানের সাথে তার বিয়ে হয়। মইয়াসমিন বলেন বিয়ের পরে আমার নামে ১০ কাঠা জমি লিখে দেওয়ার কথা বলে প্রতারণার মাধ্যমে আমাকে বিয়ে করে আদৌ কোন জমি আমাকে প্রদান করেনি। এছাড়া বিয়ের পর থেকে আমার সাবেক স্বামী মিরাজ আকনের সহযোগিতায় যৌতুকের জন্য আমাকে মারধরকরাসহ আমার পুর্বের স্বামীর ঔরষে আমার গর্ভে জন্ম নেওয়া আমার শিশু কন্যা লিজা আক্তার (১৪)কে মিরাজ আকন প্রতিনিয়ত ধর্ষণ করার চেষ্টা করে।
আমার সাবেক স্বামী আমাকে প্রতিনিয়ত আমার শিশু কন্যাকে মিরাজের হাতে তুলে দিতে চাপ প্রয়োগ করতে থাকে। আমি তার কথায় রাজি না হওয়ায় আমার ওপর নেমে আসে অমানোসিক নির্যাতন। এরই মধ্যে আমাকে বিভিন্ন ভাবে ফুসলাইয়া আমার কাছ থেকে গার্মেন্টসে চাকুরি করা কালিন জমানো ১০ লক্ষ টাকা ও পূর্বের স্বামীর প্রদান কৃত অনেক স্বর্ণালংকার মিরাজ ও আমার সাবেক স্বামী আমার কাছ থেকে নিয়ে আত্মসাৎ করে। এছাড়া আমার সাবেক স্বামী আমাকে বিয়ে করার সময় তার কোন স্ত্রী নাই বলে আমাকে বিয়ে করলেও আমার বিয়ের ১৩ মাস পরে তার পুর্বের স্ত্রী আছে বলে আমি জানতে পারি এবং তার পূর্বের স্ত্রী তার বাড়িতে চলে আসে। অপর দিকে আমার সাবেক স্বামী প্রতারণা করে একাধিকবার গোপনে আমাকে তালাক দিয়ে আমার কাছে এসে আমার সাথে মেলামেশা করতো এবং মাঝে মাঝে তার পূর্বের স্ত্রীকে নিয়ে আমাকে বেধমভাবে মারধর করতো। তাদের মারধরে আমার চোখে আঘাতসহ আমি একাধিকবার গুরতর আহত হয়েছি।
আমাকে তালাক দেওয়ার লক্ষ্যে আমার ওপর অত্যাচারের মাত্রা আরো বাড়িয়ে দেয়, এক পর্যায়ে সে আমাকে তালাক দেয়। আমাকে তালাক দেওয়ার পরে আমি পুর্বের স্বামীর ঔরষে জন্ম নেওয়া দুটি শিশু সন্তান নিয়ে জীবনে বাঁচতে চাইলেও আমার স্বাবেক স্বামীর সহযোগিতায় মিরাজ আকন আমাকে বাঁচতে দিচ্ছেনা।
তারা প্রতিনিয়ত আমার মেয়েকে ধর্ষণকরার হুমকীসহ আমাদেরকে প্রাণনাশের হুমকী দিয়ে আসছে। ইয়াসমিন বলেন আমি বিষয়টি নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি সহ আইনের আশ্রয় নিলেও মিরাজের পেশী শক্তি ও টাকার জোরে কোথাও কোন বিচার পাচ্ছিনা।
ইয়াসমিন বলেন বর্তমানে আমি আমার শিশু সন্তান নিয়ে চরম নিরাপত্তা হীনতায় ভুগছি। এসময় ইয়াসমিনের শিশু কন্যা লিজা বলেন মিরাজের কারনে আমার লেখাপড়া বন্ধ হয়েগেছে। তিনি বলেন মিরাজ ইতোমধ্যে আমার পথরোধকরে আমাকে একাধিকবার ধর্ষণ করার চেষ্টা করলেও আমার ডাক চিৎকারে আমি রক্ষা পেয়েছি।
এমএসএম / এমএসএম
ভূরুঙ্গামারীতে অবকাঠামো উন্নয়নে বদলে যাচ্ছে বাজারের চিত্র
সুবিপ্রবি অনুমোদিত স্থানে নির্মাণের দাবিতে যুক্তরাজ্যে স্মারকলিপি
দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে অষ্টগ্রাম উপজেলা বিএনপি নেতা মুর্শেদ-ই-কামালের শুভেচ্ছা
মনোহরগঞ্জে সেতু আছে রাস্তা নেই ৫০ হাজার মানুষের দুর্ভোগ -২০ বছরেও উদ্বোধন হয়নি কোটি টাকার সেতু
সার সিন্ডিকেট ভাঙতে তৎপর নালিতাবাড়ী কৃষি অফিস: নেই সংকট
তানোরে সাজিদের পরিবারকে ৫০ হাজার টাকা অনুদান দিলো জামায়াতে ইসলামী
ভূরুঙ্গামারীতে আওয়ামী ফ্যাসিস্ট সংগঠনের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ
বড়লেখায় হাদীর রুহের মাগফিরাত কামনায় জামায়াতে ইসলামীর দোয়া মাহফিল
দেবিদ্বার মোহনপুর উচ্চ বিদ্যালয়ে নিয়মবহির্ভূত ভাবে প্রধান শিক্ষককে বহিস্কারের অভিযোগ
গজারিয়ায় দিনে দুপুরে এক যুবককে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ
চাঁদপুরে শহিদ হাদির গায়েবানা জানাজায় ছাত্র-জনতার ঢল
হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহার উদ্যােগের মহা আচরিয়া গুরু পূজা অনুষ্ঠিত
ক্ষেতলাল উপজেলা পরিষদে সমাজসেবা অফিস সহায়কের ঝুলন্ত মরদেহ উদ্ধার
Link Copied