তিস্তার চরে বাদাম চাষে ব্যাস্ত কৃষকেরা
কুড়িগ্রামের উলিপুরে তিস্তার চরে বাদাম চাষে ব্যাস্ত বাদাম চাষিরা। বাদাম চাষে লাভজনক হওয়ায় একর ময় একর জমিতে বাদাম চাষে ব্যাস্ত সময় পার করছেন বাদাম চাষিরা। তবে বর্তমান বাজারে বাদামের বীজ, তেল, সার ও কীটনাশকসহ অন্যান্য সামগ্রীর মূল্য বৃদ্ধি পাওয়ায় বাদাম চাষ করতে হিমশিম খাচ্ছেন বাদাম চাষিরা।
উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায় এবারে উপজেলায় বাদাম চাষের লক্ষ্য মাত্রা প্রায় ৪'শ ৮০ হেক্টর। এ পর্যন্ত অর্জিত হয়েছে ১'শ হেক্টর। যা এখন পর্যন্ত চলমান রয়েছে। উপজেলা কৃষি অফিস থেকে ১'শ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের প্রনোদনা হিসাবে চিনা বাদামের বীজ ১০ কেজি, ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ৫ কেজি করে দেয়া হয়েছে।
সরেজমিন উপজেলার তিস্তায় ভেসে উঠা চরে গিয়ে দেখা যায়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাদাম চাষ করতে ব্যাস্ত সময় পার করছেন বাদাম চাষিরা। একর ময় একর জমিতে বাদাম চাষের দৃশ্য দেখে মনে হয় বাদাম চাষিদের এক মিলন মেলা। বাদাম চাষিরা বলেন, বাদাম চাষ একটি লাভজনক ফসল। ফলন ভালো হলে খরচের থেকে দ্বিগুন দাম পাওয়া যায়। তবে গত বছরের তুলনায় এবারে বাদামের বীজ চড়া দামে কিনতে হয়েছে। তারা আশা করেন এবারে বাদামের ফলন ভালো হলে ও বাজার ভালো থাকলে অনেক লাভবান হতে পারবেন বলে জানান তারা।
তিস্তায় ভেসে উঠা থেতরাই ইউনিয়নের জুয়ান সতরার চরে বাদাম চাষিদের মধ্যে রবিউল ইসলাম (৪০) বলেন, এবারে প্রায় ১০ একর জমিতে বাদাম চাষ করেছি। ১০ মণ বাদামের বীজ লাগানোর জন্য ক্রয় করা হয়েছে। যার মুল্য প্রায় ৮০ হাজার টাকা। তিনি আরও বলেন, বাদাম উঠানো পর্যন্ত মোট ব্যায় হবে প্রায় ৪ লক্ষ থেকে ৪ লক্ষ ৫০ হাজার টাকা। বাদামের ভালো ফলন হলে প্রায় ২'শ ৫০ মণ থেকে ৩'শ মণ বাদাম ফলন পাওয়ার আশা করছি। বাজার দর মণ প্রতি ৩'হাজার টাকা থাকলে তাতে মোট ৭ লক্ষ ৫০ হাজার থেকে ৯ লক্ষ টাকা আয়ের আশা করেন। তবে তিনি আরও বলেন, বর্তমান তেল, সার ও কীটনাশকসহ অন্যান্য সামগ্রীর মূল্য যে ভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে বাদাম চাষ করতে হিমশিম খাচ্ছি বলে জানান তিনি।
এছাড়া তিস্তার চর গুলোর মধ্যে দলদলিয়ার চর, জুয়ান সতরার চর, পানিয়ালের চর, হোকডাঙ্গার চর, টিপমার চর, বজরার চর, সাতালস্কারের চরের বাদাম চাষিদের মধ্যে মফিজল, মকবুল, এয়াকুব, ফরহাদ, সিদ্দিক, আনারুল, আমজাদ ও জাকিরুল সহ আরও অনেক বলেন, এবারে বাদামের বীজ চড়া দামে ক্রয় করে চাষ করতে হচ্ছে। বাদাম চাষ একটি লাভজনক ফসল। এবারে বাদামের ফলন ভালো হলে অনেক লাভবান হতে পারব। তবে বাজারে কিছু অসাধু ব্যাবসায়ীদের কারণে তেল, সার ও কীটনাশকসহ অন্যান্য সামগ্রীর মূল্য যে ভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে বাদাম চাষ করতে হিমশিম খেতে হচ্ছে বলে জানান তারা।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ মোশাররফ হোসেন বলেন, এবারে উপজেলায় বাদাম চাষের লক্ষ্য মাত্রা প্রায় ৪'শ ৮০ হেক্টর। এ পর্যন্ত অর্জিত হয়েছে ১'শ হেক্টর। যা এখন পর্যন্ত চলমান রয়েছে। তিনি আরও বলেন, গত বছরের তুলনায় এবারে বাদাম চাষের চাহিদা অনেক বেড়েছে। প্রায় ১'শ ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে প্রনোদনা হিসাবে ১০ কেজি চিনা বাদামের বীজ ও ১৫ কেজি করে সার বিতরণ করা হয়েছে। আমাদের কৃষি উপ-সহকারী কর্মকর্তা মাঠে সার্বক্ষণিক তদারকি করবেন। বাদামের ভালো ফলন করতে বিভিন্ন ধরনের পরামর্শ অব্যহত রাখবেন। আবহাওয়া অনুকূল থাকলে এবং বাদামের ফলন ভালো হলে বাজার দর ভালো থাকলে বাদাম চাষিরা অনেক লাভবান হবেন বলে জানান তিনি।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভবন থাকলেও পর্যাপ্ত জনবল নেই,ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা
নবীনগরে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম. এ. মান্নানের নির্বাচনী জনসমাবেশ জনসমুদ্রে পরিণত
কুমিল্লায় ইমাম–খতীব সম্মেলন রোববার,প্রধান অতিথি ধর্ম উপদেষ্টা
নন্দীগ্রামে ড. মোস্তফা ফয়সাল পারভেজের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ
আওয়ামী দোসরদের পুনর্বাসন প্রক্রিয়া প্রতিহতের আহ্বান সাংবাদিকদের
লাকসামে জামায়াত প্রার্থী সরওয়ারের বিশাল হোন্ডা র্যালী
মনপুরায় সফরকালে সুধীবৃন্দের সাথে মতবিনিময় সভা করেন জেলা প্রশাসক
দুমকীতে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে শিক্ষার্থীদের পাঠদান
এখনো লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি-নেত্রকোনায়-জামায়াত নেতা মতিউর রহমান আকন্দ
ফাঁদে ফেলে অশ্লীল ভিডিও ধারণ করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেপ্তার
বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪
নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিকিৎসাধীন সাবেক ছাত্রদল সভাপতির মৃত্যু