তিস্তার চরে বাদাম চাষে ব্যাস্ত কৃষকেরা

কুড়িগ্রামের উলিপুরে তিস্তার চরে বাদাম চাষে ব্যাস্ত বাদাম চাষিরা। বাদাম চাষে লাভজনক হওয়ায় একর ময় একর জমিতে বাদাম চাষে ব্যাস্ত সময় পার করছেন বাদাম চাষিরা। তবে বর্তমান বাজারে বাদামের বীজ, তেল, সার ও কীটনাশকসহ অন্যান্য সামগ্রীর মূল্য বৃদ্ধি পাওয়ায় বাদাম চাষ করতে হিমশিম খাচ্ছেন বাদাম চাষিরা।
উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায় এবারে উপজেলায় বাদাম চাষের লক্ষ্য মাত্রা প্রায় ৪'শ ৮০ হেক্টর। এ পর্যন্ত অর্জিত হয়েছে ১'শ হেক্টর। যা এখন পর্যন্ত চলমান রয়েছে। উপজেলা কৃষি অফিস থেকে ১'শ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের প্রনোদনা হিসাবে চিনা বাদামের বীজ ১০ কেজি, ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ৫ কেজি করে দেয়া হয়েছে।
সরেজমিন উপজেলার তিস্তায় ভেসে উঠা চরে গিয়ে দেখা যায়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাদাম চাষ করতে ব্যাস্ত সময় পার করছেন বাদাম চাষিরা। একর ময় একর জমিতে বাদাম চাষের দৃশ্য দেখে মনে হয় বাদাম চাষিদের এক মিলন মেলা। বাদাম চাষিরা বলেন, বাদাম চাষ একটি লাভজনক ফসল। ফলন ভালো হলে খরচের থেকে দ্বিগুন দাম পাওয়া যায়। তবে গত বছরের তুলনায় এবারে বাদামের বীজ চড়া দামে কিনতে হয়েছে। তারা আশা করেন এবারে বাদামের ফলন ভালো হলে ও বাজার ভালো থাকলে অনেক লাভবান হতে পারবেন বলে জানান তারা।
তিস্তায় ভেসে উঠা থেতরাই ইউনিয়নের জুয়ান সতরার চরে বাদাম চাষিদের মধ্যে রবিউল ইসলাম (৪০) বলেন, এবারে প্রায় ১০ একর জমিতে বাদাম চাষ করেছি। ১০ মণ বাদামের বীজ লাগানোর জন্য ক্রয় করা হয়েছে। যার মুল্য প্রায় ৮০ হাজার টাকা। তিনি আরও বলেন, বাদাম উঠানো পর্যন্ত মোট ব্যায় হবে প্রায় ৪ লক্ষ থেকে ৪ লক্ষ ৫০ হাজার টাকা। বাদামের ভালো ফলন হলে প্রায় ২'শ ৫০ মণ থেকে ৩'শ মণ বাদাম ফলন পাওয়ার আশা করছি। বাজার দর মণ প্রতি ৩'হাজার টাকা থাকলে তাতে মোট ৭ লক্ষ ৫০ হাজার থেকে ৯ লক্ষ টাকা আয়ের আশা করেন। তবে তিনি আরও বলেন, বর্তমান তেল, সার ও কীটনাশকসহ অন্যান্য সামগ্রীর মূল্য যে ভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে বাদাম চাষ করতে হিমশিম খাচ্ছি বলে জানান তিনি।
এছাড়া তিস্তার চর গুলোর মধ্যে দলদলিয়ার চর, জুয়ান সতরার চর, পানিয়ালের চর, হোকডাঙ্গার চর, টিপমার চর, বজরার চর, সাতালস্কারের চরের বাদাম চাষিদের মধ্যে মফিজল, মকবুল, এয়াকুব, ফরহাদ, সিদ্দিক, আনারুল, আমজাদ ও জাকিরুল সহ আরও অনেক বলেন, এবারে বাদামের বীজ চড়া দামে ক্রয় করে চাষ করতে হচ্ছে। বাদাম চাষ একটি লাভজনক ফসল। এবারে বাদামের ফলন ভালো হলে অনেক লাভবান হতে পারব। তবে বাজারে কিছু অসাধু ব্যাবসায়ীদের কারণে তেল, সার ও কীটনাশকসহ অন্যান্য সামগ্রীর মূল্য যে ভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে বাদাম চাষ করতে হিমশিম খেতে হচ্ছে বলে জানান তারা।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ মোশাররফ হোসেন বলেন, এবারে উপজেলায় বাদাম চাষের লক্ষ্য মাত্রা প্রায় ৪'শ ৮০ হেক্টর। এ পর্যন্ত অর্জিত হয়েছে ১'শ হেক্টর। যা এখন পর্যন্ত চলমান রয়েছে। তিনি আরও বলেন, গত বছরের তুলনায় এবারে বাদাম চাষের চাহিদা অনেক বেড়েছে। প্রায় ১'শ ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে প্রনোদনা হিসাবে ১০ কেজি চিনা বাদামের বীজ ও ১৫ কেজি করে সার বিতরণ করা হয়েছে। আমাদের কৃষি উপ-সহকারী কর্মকর্তা মাঠে সার্বক্ষণিক তদারকি করবেন। বাদামের ভালো ফলন করতে বিভিন্ন ধরনের পরামর্শ অব্যহত রাখবেন। আবহাওয়া অনুকূল থাকলে এবং বাদামের ফলন ভালো হলে বাজার দর ভালো থাকলে বাদাম চাষিরা অনেক লাভবান হবেন বলে জানান তিনি।
এমএসএম / এমএসএম

মিরসরাইয়ে দাড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কায় নিহত হেলপার

জেলা প্রশাসকের সভাপতিত্বে কুষ্টিয়ায় মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত

রায়পুরে সরকারি খাস জমিতে অবৈধ স্থাপনা, উচ্ছেদে ধীরগতি

জমির জন্য বৃদ্ধ দম্পতিকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ

শ্রীপুর পৌর শহরে পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন

জয়পুরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা

মেহেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

হাটহাজারী সাব রেজিস্টার অফিসে মূল দলিলের পাতা গায়েব করে ভুয়া পাতা সংযুক্ত

আগামী নির্বাচনে তারেক রহমানকে সংসদীয় ৫ আসনে উপহার দিতে মীর হেলাল উদ্দিনের বিকল্প নাই -গিয়াস উদ্দীন

১৪৫ কোটি টাকার ফেরিঘাটে নেই ফেরি, সরকারের নতুন চিন্তা

জলবায়ু পরিবর্তনের ছোবল: স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় সন্দ্বীপে কর্মশালা
