চন্দনাইশে অতিথি পাখির কলরব
হ্রদ-পাহাড়ের দেশ চন্দনাইশে অতিথি পাখির পদচারণায় ও কলরবে মুখরিত হয়ে উঠেছে উপজেলার বিল গুলি। শীত প্রবণ দেশ থেকে হাজারো মাইল পাড়ি দিয়ে আমাদের দেশের বিভিন্ন হাওর,বাওর ও বিলে এসব অতিথি পাখিরা আসে। শীতের প্রকোপ কমলে আবার তারা চলে যায় নিজ আবাসস্থলে। আজ ৩০ জানুয়ারি সোমবার চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের পাঠানদন্ডী এলাকায় জলরাশির বিলে-পুকুরে এইসব অতিথি পাখিদের দেখা মিলে। অতিথি পাখিদের ঝাঁক বেধে উড়াউড়ি আর বিলের স্বচ্ছ পানিতে সাঁতার কাটা,কিচিমিচির শব্দ আর ডানা ঝাপ্টানো এসব দেখে যে কারো মন ভরে উঠবে। এসময় বিলের আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে,অনেক বছর পরে এখানে অতিথি পাখিদের আনাগোনা চোখে পড়ছে। প্রাকৃতিক এই অভয়ারণ্যে মনোমুগ্ধকর দৃশ্য দেখতে নানান শ্রেণি-পেশার মানুষ নিয়মিত আসেন এখানে। আগত লোকজন দূর থেকে উপভোগ করেন পাখির কলরব,মিতালি-মাতামাতি। স্থানীয় শহীদুল ইসলাম জানান,প্রতিদিন দল বেঁধে অতিথি পাখিগুলো পানিতে গিয়ে চালায় খাদ্যের অভিযান। পানিতে টুপটাপ ডুব দিচ্ছে আর মনের আনন্দে শিকার করছে আহার। এরকম ছোটাছুটি আর লুটোপুটি চলে সন্ধ্যা পর্যন্ত। শীতের শুরুতেই এই পাখিগুলো খাবারের জন্য ছুটে আসে বিলে। শীতের তীব্রতার সঙ্গে পাল্লা দিয়ে এদের সংখ্যাও যেন বাড়তে থাকে। শীত শেষ,পাখিরাও যায় উড়ে নিজ দেশে।
এমএসএম / এমএসএম