শাহজাদপুরে কাঠ ও ফার্নিচার ব্যবসায়ী সমিতির বিক্ষোভ-মানববন্ধন
সাধারণ মানুষকে ঠকানো অসাধু কাঠ ব্যবসায়ীদের বিরুদ্ধে সিরাজগঞ্জের শাহজাদপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা কাঠ-ফার্নিচার ব্যবসায়ী কল্যাণ সমিতি। শনিবার (২৯ মে) দুপুর ১২টায় শাহজাদপুর পৌর শহরের স‘মিল পট্টি নামে খ্যাত কান্দাপাড়ায় সংগঠনটির কার্যালয়ের সামনে এ বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন- উপজেলা কাঠ ও ফার্নিচার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. গোলাম মোস্তফা মোল্লা, সহ-সভাপতি মো. লোকমান হোসেন, সাধারণ সম্পাদক নবী নেওয়াজ লিটন, সহ-সাধারণ সম্পাদক ফটিক চন্দ্র সূত্রধর, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, কোষাধ্যক্ষ নূর ইসলাম, প্রচার সম্পাদক মুকুল হোসেন, দপ্তর সম্পাদক বিপ্লব প্রামাণিক, কার্যোকরী সদস্য রজব আলী, কাবুল সরকার, মন্টু চন্দ্র সূত্রধর, উপদেষ্টা সরোয়ার হোসেন, আব্দুর রহিম, আবুল কালাম আজাদ প্রমুখ। এছাড়াও বেশ কয়েকজন স‘মিল মালিক, কাঠ ব্যবসায়ী নেতা ও উপজেলায় কর্মরত সর্বস্তরের কাঠমিস্ত্রি ও শ্রমিকরা উপস্থিত ছিলেন।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা কাঠ ও ফার্নিচার ব্যবসায়ী কল্যাণ সমিতির সহ-সাধারণ সম্পাদক ফটিক চন্দ্র সূত্রধর বলেন, কিছু অসাধু ব্যবসায়ীর কারণে শাহজাদপুরে কর্মরত প্রায় ৩ হাজার কাঠমিস্ত্রি ও শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে। তারা সাধারণ মানুষের সাথে প্রতারণা করছে। তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেয়ার আহ্বান জানাই।
সংগঠনটির সাধারণ সম্পাদক নবী নেওয়াজ লিটন বলেন, শাহজাদপুরে বেশকিছু অসাধু ফার্সিচার ব্যবসায়ী বাইরে থেকে নিম্নমানের কাঠ দিয়ে ফার্নিচার তৈরি করে ভালো কাঠের বলে মিথ্যার আশ্রয় নিয়ে বিক্রি করছে। তিনি আরো বলেন, শিমুল কাঠকে মেহগনি, কদম কাঠকে সেগুন ও রেন্ডি কড়াইকে শিলকড়াই কাঠ হিসেবে বিক্রি করছে। ফলে সাধারণ মানুষ যেমন প্রতারিত হচ্ছে তেমনি স’মিল মালিক, কাঠ ব্যবসায়ী ও কাঠ শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। প্রশাসনের কাছে আহ্বান জানাই, তারা যেন শীঘ্রই এই অসাধু কাঠ ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রনণ করে। অন্যথায় আমরা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব।
এমএসএম / জামান